ঢাকা , বুধবার, ০৬ অগাস্ট ২০২৫ , ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বোর্ড সভা করেছে মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশন ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৭২ হাজার একর বনভূমি পুড়ে ছাই ট্রাম্প-মোদীর বিরোধ চরমে ইসরায়েল গাজা দখল করতে চাইলে বাধা দেবে না ট্রাম্প গাজায় দৈনিক ২৮ শিশু হত্যা করছে ইসরায়েল: ইউনিসেফ ১১ সেনাসহ নিখোঁজ অর্ধশতর বেশি হৃদরোগে মারা গেলেন জর্জ কস্তা ইনজুরিতে মেসি, খেলতে পারবেন না আজকের ম্যাচও আনচেলত্তিকে পরিস্কার বার্তা দিলেন নেইমার এবার ইনজুরিতে পড়লেন উইল ও’রর্কে বলে ভ্যাসলিন লাগানোর অভিযোগ উঠলো ভারতের বিরুদ্ধে ‘দ্য হান্ড্রেড’-এর উদ্বোধনী ম্যাচে মাঠে ঢ়ুকে পড়লো শিয়াল টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল শুরু হলো টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি পোরশায় বি এন পি'র সালেক ডাক্তার পক্ষের বিজয় রেলি ও আলোচনা সভা কোটি টাকার ক্ষতির মুখে খামারিরা, নিশ্চুপ প্রাণিসম্পদ অধিদপ্তর ফরিদপুরে ড‍‍্যাব এর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২ কোনাবাড়ী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১ আহত ৪

গত ১৫ বছরে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে-মির্জা ফখরুল

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ০৭:০৭:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ০৭:০৭:২৩ অপরাহ্ন
গত ১৫ বছরে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে-মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অনেক প্রাণ গেছে, আমাদের অনেক ছাত্র জীবন দিয়েছে। তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে। একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য যে পরিবেশ নতুনভাবে সৃষ্টি করা হয়েছে, সেজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। গতকাল শুক্রবার (২০ জুন) বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেটের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন সময় এসেছে এটাকে নতুন করে গড়ে তোলার। দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে গড়ে তুলতে হবে। অন্যান্য প্রতিষ্ঠানের মতো ক্রীড়া অঙ্গনকেও ধ্বংস করা হয়েছে। ক্রীড়া অঙ্গনকে রাজনীতি মুক্ত করে দেওয়া উচিত।
তিনি বলেন, ইন্টারন্যাশনাল টিমের খেলা ঠাকুরগাঁওয়ে আনা যায় কি না সেই চেষ্টা করতে হবে। তাহলে খেলোয়াড়দের মান বাড়বে। আসুন আমরা সবাই মিলে আমাদের দেশটাকে গড়ে তোলার জন্য যে শপথ নিয়েছি, সেভাবেই ক্রীড়া অঙ্গনকেও রক্ষা করতে হবে, নতুন করে গড়ে তুলতে হবে। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স