ঢাকা , বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫ , ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরিষাবাড়ীতে প্রধান শিক্ষককে হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষার্থীর বিক্ষোভ ভাণ্ডারিয়ায় খাল থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা পোর্ট দিয়ে আরও ২৩১ মেট্রিক টন আলু রফতানি সুন্দরগঞ্জ পানি সংকটে সেচ দিয়ে আমন চাষ খরচ বাড়ছে কৃষকের বোর্ড সভা করেছে মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশন ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৭২ হাজার একর বনভূমি পুড়ে ছাই ট্রাম্প-মোদীর বিরোধ চরমে ইসরায়েল গাজা দখল করতে চাইলে বাধা দেবে না ট্রাম্প গাজায় দৈনিক ২৮ শিশু হত্যা করছে ইসরায়েল: ইউনিসেফ ১১ সেনাসহ নিখোঁজ অর্ধশতর বেশি হৃদরোগে মারা গেলেন জর্জ কস্তা ইনজুরিতে মেসি, খেলতে পারবেন না আজকের ম্যাচও আনচেলত্তিকে পরিস্কার বার্তা দিলেন নেইমার এবার ইনজুরিতে পড়লেন উইল ও’রর্কে বলে ভ্যাসলিন লাগানোর অভিযোগ উঠলো ভারতের বিরুদ্ধে ‘দ্য হান্ড্রেড’-এর উদ্বোধনী ম্যাচে মাঠে ঢ়ুকে পড়লো শিয়াল টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল শুরু হলো টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি পোরশায় বি এন পি'র সালেক ডাক্তার পক্ষের বিজয় রেলি ও আলোচনা সভা কোটি টাকার ক্ষতির মুখে খামারিরা, নিশ্চুপ প্রাণিসম্পদ অধিদপ্তর

টাঙ্গাইলে বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালংকার লুট

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ১২:০২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১২:০২:৪০ অপরাহ্ন
টাঙ্গাইলে বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালংকার লুট
টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় হনুফা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিগড় ইউনিয়নের মানাজী গ্রামের সিকদার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। হনুফা বেগম সিকদার বাড়ির মৃত আব্দুল গফুরের স্ত্রী। ঘাটাইল থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, এটা নিশ্চিত হত্যাকাণ্ড। কী কারণে ঘটেছে, এটা তদন্তে বেরিয়ে আসবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হনুফা বেগমের স্বামী অনেক আগেই মারা গেছেন। তার দুই ছেলে ও দুই মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় ছেলে হরমুজ আলী সিঙ্গাপুর থাকেন ও ছোট ছেলে হুমায়ূন সিকদার ঘাটাইল বাসায় থেকে ব্যবসা করেন। সেই সুবাদে তার মা বাড়িতে একাই থাকতেন। প্রতিদিনের মতো গত শুক্রবার রাতে তিনি নিজ ঘরে একাই ঘুমিয়ে পড়েন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে ওই এলাকার মুনসুর আলী ও তার স্ত্রী সুমি বৃদ্ধার বাড়িতে আসেন ঘর ভাড়া নেওয়ার জন্য। পরে কাউকে না দেখে ডাকাডাকি করলে নিহতের জা এসে ঘরের দরজা খোলা ও তাকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পান। পরে তার ছেলে হুমায়ূনকে ফোনকল করে বিষয়টি জানালে নিহতের পরিবার ও এলাকাবাসী এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। হুমায়ূন সিকদার বলেন, মা হাতে স্বর্ণের বালা, গলায় চেইন, কানে দুল ব্যবহার করতেন। ধারণা করা হচ্ছে, ওই স্বর্ণালংকার লুট করার জন্যই তার মাকে হত্যা করা হয়েছে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের সঙ্গে কোনো স্বর্ণালংকার পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে যায়। স্বর্ণালংকারের লোভেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘাটাইল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, প্রাথমিকভাবে বিষয়টি একটি হত্যাকাণ্ড প্রতীয়মান হচ্ছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য