ঢাকা , বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫ , ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বস্তিতে ফিরেছে বাংলার ভেনিস খ্যাত কুড়িয়ানার পেয়ারা বাগান মোরেলগঞ্জে আদালতের রায় উপেক্ষা করে জমির সীমানা পিলার তুলে নেয়ার অভিযোগ বটতৈল ইউনিয়নে অসহায় মহিলাদের বরাদ্দ চাউলের কার্ড পাচ্ছেন চাকরিজীবীরা বরগুনায় আদালত থেকে কারাগারে নেয়ার পথে আদালত চত্বর থেকে আসামি পলাতক নওগাঁয় আম গাছে ফলন বাড়াতে ব্যবহার হচ্ছে হরমোন সাতক্ষীরায় ১১ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক পোস্টমাস্টার গ্রেফতার আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ নাঙ্গলকোটে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে সাবেক মেম্বারকে হত্যা দশমিনায় প্রবাসী সংখ্যালঘুর বসতঘরে ডাকাতি কুমিল্লা মনোহরগঞ্জ মডেল মসজিদের বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্ভোগে মুসল্লিরা নীলফামারীতে বিদেশি ফল রাম্বুটান চাষে সফল নারী উদ্যোক্তা কলাপাড়ায় বিদ্যুৎসম্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু লালপুরে ইয়াবা ট্যাবলেটসহ ২ সহোদর আটক সেনবাগে সেনাবাহিনীর হাতে তিন ছিনতাইকারী আটক ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান ধরাছোঁয়ার বাইরে হুইপ শামসু মোতাহারসহ আ’লীগ নেতারা ইসলাম ও স্বাধীনতার দুশমনদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই সরিষাবাড়ীতে প্রধান শিক্ষককে হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষার্থীর বিক্ষোভ ভাণ্ডারিয়ায় খাল থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা পোর্ট দিয়ে আরও ২৩১ মেট্রিক টন আলু রফতানি

আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, কার্যক্রম সাময়িকভাবে স্থগিতÑ প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৫:১৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৫:১৯:১১ অপরাহ্ন
আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, কার্যক্রম সাময়িকভাবে স্থগিতÑ প্রধান উপদেষ্টা
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে দলটির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল শনিবার প্রধান উপদেষ্টার একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার প্রকাশ করেছে বিবিসি বাংলা। সাক্ষাৎকার গ্রহণ করেন সাংবাদিক রাজিনি বৈদ্যনাথন। সাংবাদিকের প্রশ্নে ড. ইউনূস বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যার মধ্যে নির্বাচনও পড়ে। দলটি নির্বাচনে থাকবে কি না, সেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এটা সম্পূর্ণ তাদের এখতিয়ার। সাংবাদিক জানতে চান, শেখ হাসিনার দল নির্বাচনে না এলে নির্বাচন কি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক হবে? জবাবে ড. ইউনূস বলেন, সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর খুব সুন্দরভাবে এটি ব্যাখ্যা করেছেন। অন্তর্ভুক্তিমূলক অর্থ কোনো নির্দিষ্ট দল নয়, বরং সব মানুষের অংশগ্রহণ। মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে সেটাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয় শেখ হাসিনাকে ভারত থেকে কীভাবে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে? জবাবে ড. ইউনূস বলেন, বিচার শুরু হয়ে গেছে। এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা চাই তিনি আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হোন। তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করব। যেভাবে অভিযুক্তদের ফিরিয়ে আনা হয়, সেভাবেই হবে। এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া। তাকে ধরে আনার কোনো ক্ষমতা তো আমাদের নেই। স্বৈরাচারী আওয়ামী লীগ আমলের মতো অন্তর্বর্তী সরকারের সমালোচকদের ধরপাকড় চলছে কি না এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, এটা বলা লজ্জাজনক। আপনি যদি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তুলনা করেন, তাহলে বুঝতে হবে আপনি বাংলাদেশকে বোঝেন না, বাংলাদেশের বাস্তবতাকে বোঝেন না। আপনি বোঝেন না আওয়ামী লীগ কী, আর অন্তর্বর্তী সরকার কী। রোহিঙ্গা শরণার্থী সংকটের বিষয়ে ড. ইউনূস বলেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। আমি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে এক লাখের বেশি রোহিঙ্গার সঙ্গে দেখা করেছি, কী করা উচিত সে বিষয়ে আলোচনা করেছি এবং এদের ফেরার জন্যে সহায়তা চেয়ে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছি। সে ক্ষেত্রে প্রত্যাবাসনই একমাত্র সমাধান উল্লেখ করে তিনি বলেন, সবাই এখন শুধু খাবার ও অন্যান্য সহায়তা নিয়েই ব্যস্ত কিন্তু এদের নিজ দেশে কীভাবে ফেরত পাঠানো যাবে, সে বিষয়ে কেউ আলাপ করছে না। ক্যাম্পের আশপাশে থাকা মানুষ রোহিঙ্গাদের প্রতি বিরূপ। কারণ তারা দেখছে আন্তর্জাতিক সাহায্য কেবল রোহিঙ্গাদের জন্য আসছে, আর রোহিঙ্গারা যেন সহজেই বেঁচে আছে, যেখানে বাইরের লোকদের কঠোর পরিশ্রম করতে হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ