ঢাকা , বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫ , ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরিষাবাড়ীতে প্রধান শিক্ষককে হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষার্থীর বিক্ষোভ ভাণ্ডারিয়ায় খাল থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা পোর্ট দিয়ে আরও ২৩১ মেট্রিক টন আলু রফতানি সুন্দরগঞ্জ পানি সংকটে সেচ দিয়ে আমন চাষ খরচ বাড়ছে কৃষকের বোর্ড সভা করেছে মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশন ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৭২ হাজার একর বনভূমি পুড়ে ছাই ট্রাম্প-মোদীর বিরোধ চরমে ইসরায়েল গাজা দখল করতে চাইলে বাধা দেবে না ট্রাম্প গাজায় দৈনিক ২৮ শিশু হত্যা করছে ইসরায়েল: ইউনিসেফ ১১ সেনাসহ নিখোঁজ অর্ধশতর বেশি হৃদরোগে মারা গেলেন জর্জ কস্তা ইনজুরিতে মেসি, খেলতে পারবেন না আজকের ম্যাচও আনচেলত্তিকে পরিস্কার বার্তা দিলেন নেইমার এবার ইনজুরিতে পড়লেন উইল ও’রর্কে বলে ভ্যাসলিন লাগানোর অভিযোগ উঠলো ভারতের বিরুদ্ধে ‘দ্য হান্ড্রেড’-এর উদ্বোধনী ম্যাচে মাঠে ঢ়ুকে পড়লো শিয়াল টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল শুরু হলো টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি পোরশায় বি এন পি'র সালেক ডাক্তার পক্ষের বিজয় রেলি ও আলোচনা সভা কোটি টাকার ক্ষতির মুখে খামারিরা, নিশ্চুপ প্রাণিসম্পদ অধিদপ্তর

নিরাপদ খাদ্য উৎপাদন জরুরি-প্রাণিসম্পদ উপদেষ্টা

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৫:১৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৫:১৯:৫৬ অপরাহ্ন
নিরাপদ খাদ্য উৎপাদন জরুরি-প্রাণিসম্পদ উপদেষ্টা
মাছের উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মাছ আমিষের যোগানদাতা; প্রাণিজ আমিষ হিসেবে মাছ বাঙালির অবিচ্ছেদ্য অংশ। গতকাল শনিবার ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত ‘বার্ষিক গবেষণা অগ্রগতি (২০২৪-২৫) পর্যালোচনা ও গবেষণা পরিকল্পনা (২০২৫-২৬) প্রণয়ন’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, মাছ, বিশেষ করে ছোট মাছ কীভাবে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা যায়, তার জন্য বিএফআরআইকে সচেষ্ট থাকতে হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগ, বিএফআরআই এবং মৎস্য অধিদপ্তরকে অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করতে হবে; তবেই বাংলাদেশের মৎস্যসম্পদের গুণগত পরিবর্তন সম্ভব। তিনি আরও বলেন, বিজ্ঞানীরা জাতির মূল্যবান সম্পদ। তারা যেন তাদের মেধা দিয়ে দেশের কল্যাণে কাজ করতে পারে, গবেষণায় আরও মনোনিবেশ করতে পারেন, সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হবে। বিজ্ঞানীদের এমন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে, যা সাধারণ মানুষ সহজে বুঝতে পারবে এবং যার সুফল তারা সরাসরি পাবে। মৎস্য অধিদপ্তরের মাধ্যমে এসব প্রযুক্তি মাঠপর্যায়ে পৌঁছে দেওয়া গেলে দেশে মাছের সংকট থাকবে না বলেও উল্লেখ করেন ফরিদা আখতার। উপদেষ্টা আরও বলেন, কৃষি কার্যক্রমে ব্যবহৃত কীটনাশক হাওর এলাকার মাছের জন্য মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কীটনাশক নিয়ন্ত্রণে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আশা করা যাচ্ছে, এই কমিটিগুলোর কার্যকর পদক্ষেপের মাধ্যমে হাওরাঞ্চলে কীটনাশক ব্যবহার উল্লেখযোগ্য হারে কমবে। তিনি বলেন, বাংলাদেশে বিলুপ্তপ্রায় ও হুমকির মুখে থাকা মাছ শনাক্তে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) প্রজাতিগুলোকে লাল (বিপন্ন), হলুদ (ঝুঁকিপূর্ণ) ও সাধারণ (নিরাপদ) শ্রেণিতে ভাগ করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে মাছের সংকট নিরসনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিএফআরআই কার্যকর ভূমিকা রাখতে পারে। আর তা সফল হলে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে এটি একটি বড় মাইলফলক হবে। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, গবেষণাকে মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য কৃষি বিশ্ববিদ্যালয় ও বিএফআরআই-এর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় জরুরি। বিএফআরআই-এর মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, বিএফআরআই-এর বিজ্ঞানীরা, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা এবং মৎস্য খামারিরা। কর্মশালায় স্বাদুপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন উর রশিদ গবেষণা পরিকল্পনার বিস্তারিত উপস্থাপন করেন। এর আগে উপদেষ্টা বিএফআরআই-এর গবেষণা মাঠে ঘারুয়া, রাণী, মহাশোল, দেশি স্বঁরপুটি, ভাগনা, গুলশা, পাবদা, টেংরা, বাটা, বিএফআরআই তেলাপিয়া, বটমক্লিন সিস্টেম (পাবদা ও মাগুর), চিংড়ি, কুচিয়া, কার্প রেণু হ্যাচারি এবং মুক্তা ল্যাব পরিদর্শন করেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স