ঢাকা , শনিবার, ০৯ অগাস্ট ২০২৫ , ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
চীন-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনীর উদ্বোধন ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে- শিল্প উপদেষ্টা খাবার ও বিশুদ্ধ পানির সংকট নীতিমালা নেই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে, ঝুঁকি বাড়ছে প্রতি বছরই সরকারি খাতে ঋণের পরিমাণ বাড়ছে আয়নাঘর : জীবিতদের প্রতিদিনের জন্য ১ লাখ, নিহতদের ১০ কোটি টাকা দিতে লিগ্যাল নোটিশ ২৬ বাংলাদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা ডেঙ্গুতে ৩ মৃত্যু হাসপাতালে ভর্তি ৪০৮ ছাত্র-জনতার আকাক্সক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি -শিবির সরকারের ১২ মাসে ১২ সাফল্যের কথা জানালেন প্রেসসচিব অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশা পূরণে হতাশ করেছে: আসক উত্তর বা দক্ষিণপন্থি নয়, বিএনপি মধ্যপন্থি দল-সালাহউদ্দিন ঢাকায় ফ্লাইট রেস্ট্রিকশন জোনে ৫২৫ উঁচু ভবন রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম পুনর্বিবেচনার রায় পিছিয়েছে কুয়াকাটা সৈকতে ভেসে এলো নিমজ্জিত ট্রলারসহ নিখোঁজ জেলের লাশ রাজনৈতিক প্রতিপক্ষ কর্নেল আজাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার তিন ইউনিয়ন যাচ্ছে অন্য আসনে, প্রতিবাদে সড়ক অবরোধ টিকিট সিন্ডিকেটে জড়িত এজেন্সির লাইসেন্স বাতিল দাবি পাবিপ্রবি ছাত্রলীগের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা মোহাম্মদপুরে সেনা অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

ওয়ানডে দলে জায়গা না পেয়ে সোহানের আক্ষেপ

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১০:৩৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১০:৩৫:৪২ অপরাহ্ন
ওয়ানডে দলে জায়গা না পেয়ে সোহানের আক্ষেপ
নুরুল হাসান সোহান নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। সাদা বলে গত কয়েক বছর নিয়মিত ভালো পারফর্ম করেও জাতীয় দলে জায়গা পাচ্ছেন না। ধারণা করা হয়েছিল, গত দুই বছর ঘরোয়া একমাত্র ৫০ ওভারের ক্রিকেট আসর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দ্যুতিময় পারফরম্যান্স অন্তত ভাগ্য বদলাবে সোহানের। দীর্ঘ দিন পর এবার শ্রীলঙ্কা সফরে হয়তো ওয়ানডে স্কোয়াডে ডাক পাবেন এই ৩১ বছর বয়সী মিডলঅর্ডার কাম উইকেটরক্ষক। কিন্তু নাহ, শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ জনের ওয়ানডে দলে জায়গা হয়নি সোহানের। এদিকে সোহান কিপিংয়ে দক্ষতার পাশাপাশি সাহসী ও সংগ্রামী ব্যাটিং করে সবার নজরেই ছিলেন। এই কিছুদিন আগে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ডের ‘এ’ দলের বিপক্ষে দারুণ খেলেছেন সোহান। চারদিনের ম্যাচ (১০৭) ও ওয়ানডে সিরিজেও শতরান (১১২) করে সোহান দেখিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে তিনি প্রস্তুত। এবারের প্রিমিয়ার লিগে ধানমন্ডি ক্রিকেট ক্লাবের হয়ে ১১ ম্যাচে দুটি শতরান ও সমান অর্ধশতকসহ ৫১২ রান করেছেন সোহান। যেখানে তার গড় ৫৮ ও স্ট্রাইকরেটে ৯৩.৫৪। এছাড়া গতবারের প্রিমিয়ার লিগেও এক সেঞ্চুরি ও তিন হাফসেঞ্চুরিসহ করেছিলেন ৪৯৫ রান। গতকাল সোমবার সকালে ঢাকায় দল ঘোষণার কয়েক ঘণ্টা পরই শ্রীলঙ্কাগামী ওয়ানডে দলের প্রথম একদিনের গা গরমের ম্যাচ। তাতে অংশ নিতে চট্টগ্রামে অবস্থান করছেন সোহান। মাঠে নামার আগে চট্টগ্রাম থেকে মুঠোফোনে সে অনুভূতি প্রকাশ করতে গিয়ে দল নির্বাচন নিয়ে কোনোরকম মন্তব্য করেননি সোহান। শুধু বলেছেন, সেটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ব্যাপার। তারা যেটা মনে করেছেন, সেটাই করেছেন। তা নিয়ে কোনো মন্তব্য নেই। তবে সামগ্রিককভাবে চরম হতাশ সোহান। তাই এক নিশ্বাসে বলেন, ‘আমার জীবনের ব্রতই জাতীয় দলের হয়ে খেলা। সারা বছর জাতীয় দলের হয়ে খেলার জন্যই নিজেকে তৈরির চেষ্টা করি। কী করলে ফিটনেস লেভেলটা ভালো থাকবে, নিজেকে চাঙ্গা ও ফিট রাখতে পারবো ও কেমন পারফর্ম করলে সুযোগ পাওয়া যাবে, সে চিন্তা ও চেষ্টাই থাকে। গত এক বছর নিজের সবটা নিংড়ে দিয়ে চেষ্টা করেছি। বিপিএল, এনসিএল টি-টোয়েন্টি, ঢাকা প্রিমিয়ার লিগ আর নিউজিল্যান্ডের বিপক্ষে ‘এ’ দলের হয়ে খেলতে নেমে নিজের সবটুকু উজাড় করে দিয়েছি। একটাই আশা ছিল, ভালো করলে জাতীয় দলে জায়গা পাবো। কিন্তু দুর্ভাগ্য, জাতীয় দলে জায়গা পেলাম না। এই জায়গা না পাওয়া নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। দল সাজানো ও ক্রিকেটার নির্বাচন করা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের কাজ। তারা যা মনে করেছেন, সেটাই করেছেন। তবে আমি নিজে হতাশ। কষ্ট পেয়েছি।’ সোহানের আক্ষেপের সুরে বলেন, ‘বারবার মনে হয়েছে জাতীয় দল যদি চান্স না পাই, তাহলে খেলে লাভ কী? আমি তো আসলে দেশের হয়ে খেলতে চাই। সেটাই মূল লক্ষ্য। ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে ক্যারিয়ার শেষ করার কোনো ইচ্ছে বা লক্ষ্য নেই। আমি চাই, নিজের মেধা, যোগ্যতা আর সামর্থ্যরে সবটুকু আমার দেশ ও জাতীয় দলকে দেওয়ার। তা যদি না পারি তাহলে খেলে কী লাভ?’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স