ঢাকা , রবিবার, ১০ অগাস্ট ২০২৫ , ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পল্লবী থানা হেফাজতে মৃত্যু এসআই জাহিদসহ ৩ জনের আপিলের রায় আজ নির্বাচনে অংশ নেয়ায় ক্ষমা চাইলেন জাপা মহাসচিব পুলিশ কিন্তু এখনও ট্রমাটাইজ-জিএমপি কমিশনার জড়িত থাকার কথা স্বীকার করেছে সেই স্বাধীন- র‌্যাব গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় গ্রেফতার আরও ২ নগরবাসীর দুঃখ নিত্য যানজট নির্বাচনকে দৃষ্টান্তে পরিণত করতে কাজ করছে পুলিশ-ডিএমপি কমিশনার লুটেরাদের লুটে খাওয়ার জন্য বিপ্লব হয়নি- মঈন খান তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী-মির্জা ফখরুল পার্বত্য অঞ্চলকে নতুন করে সাজানোর বৈশ্বিক পরিকল্পনায় উদ্বেগ সালাহউদ্দিন আহমদের এক বছরে দেশে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি : আনু মুহাম্মদ টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে আজ থেকে নিখোঁজ ক্রিকেটারের লাশ কুশিয়ারা নদী থেকে উদ্ধার রাজধানীর সবুজবাগে ৩ ছিনতাইকারী আটক মহাখালীতে প্রাইভেটকারে আগুন নিহত ২ মেট্রোরেলকে ঘিরে ব্যাটারিচালিত অটো রিকশার বিশাল সিন্ডিকেট জুলাই সনদের আইনিভিত্তি সুরাহা করতে হবে -এবি পার্টি জোয়ারের পানিতে দিনে দু‘বার ভাসছে মোরেলগঞ্জ পৌর শহর হলে ‘প্রকাশ্য ও গুপ্ত’ রাজনীতি নিষিদ্ধের ঘোষণা নিয়ে প্রশ্ন আন্দোলনের মুখে ঢাবি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ

আইএমএফের ১৩০ কোটি ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১২:২৬:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ১২:২৬:৩৬ অপরাহ্ন
আইএমএফের ১৩০ কোটি ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির ১৩০ কোটি মার্কিন ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ। আগামীকাল ২৬ জুন এই অর্থ বাংলাদেশ ব্যাংকের হিসাবে জমা হবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ১৩০ কোটি ডলার আমরা পাচ্ছি। আইএমএফের পর্ষদে তা অনুমোদিত হয়েছে। বাংলাদেশ সময় গত সোমবার রাতেই ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে সংস্থাটির নির্বাহী পর্ষদের বৈঠকে ঋণ কর্মসূচির তৃতীয় ও চতুর্থ পর্যালোচনার (রিভিউ) প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং তা অনুমোদন পায়। এ দুই কিস্তির অর্থ ছাড়ের মধ্য দিয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে তাৎপর্যপূর্ণ ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ২০২৩ সালের ৩১ জানুয়ারি বাংলাদেশকে সাড়ে তিন বছরের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি অনুমোদন দেয় আইএমএফ। এর মধ্যে ৩৩০ কোটি ডলার বর্ধিত ঋণসহায়তা (ইসিএফ ও ইএফএফ) এবং ১৪০ কোটি ডলার রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) থেকে দেওয়া হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, আরএসএফ তহবিল থেকে ঋণ পাওয়া এশিয়ার প্রথম দেশ বাংলাদেশ। এই পর্যন্ত তিন কিস্তিতে বাংলাদেশ পেয়েছে ২৩১ কোটি ডলার- প্রথম কিস্তি ৪৭.৬৩ কোটি ডলার (ফেব্রুয়ারি ২০২৩), দ্বিতীয় কিস্তি ৬৮.১০ কোটি ডলার (ডিসেম্বর ২০২৩) এবং তৃতীয় কিস্তি ১১৫ কোটি ডলার (জুন ২০২৪)। নতুন ১৩০ কোটি ডলার ছাড় হলে মোট প্রাপ্তি দাঁড়াবে ৩৬১ কোটি ডলার, অবশিষ্ট থাকবে ১০৯ কোটি ডলার, যা ভবিষ্যতে আরও দুই কিস্তিতে পাওয়া যাবে। চতুর্থ কিস্তি মূলত পাওয়ার কথা ছিল ২০২৪ সালের ডিসেম্বরেই। তবে সে সময় যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়ের কারণে আইএমএফের কার্যক্রম বিলম্বিত হয়। পরবর্তীতে ফেব্রুয়ারি ও মার্চে পর্ষদ সভা হলেও বাংলাদেশ প্রসঙ্গ ওঠেনি। অবশেষে গত এপ্রিলে আইএমএফ প্রতিনিধিদল ঢাকা সফর করে দুই সপ্তাহের মূল্যায়ণ শেষে আলোচনা এগোয়। কিস্তি ছাড়ের বিষয়টি দীর্ঘ সময় অনিশ্চয়তায় থাকায় দুশ্চিন্তায় ছিল সরকার। কারণ আইএমএফের অন্যতম প্রধান শর্ত ছিল মুদ্রা বিনিময় হার বাজারভিত্তিক করা। শুরুতে বাংলাদেশ এ বিষয়ে অনাগ্রহী থাকলেও টানা আলোচনার পর চলতি বছরের মে মাসে এ সিদ্ধান্ত কার্যকর করে। ফলে আইএমএফ ঋণ ছাড়ের পথ খুলে দেয়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স