ঢাকা , বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ , ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শোকজের পর এবার এনসিপি নেতা নিজামকে বহিষ্কার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না শর্তের বেড়াজালে ত্রয়োদশ নির্বাচনী যাত্রা অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার নির্বাচন নিয়ে অনেকেই ষড়যন্ত্র করছে- রিজভী বিচারপতি ভবনসহ বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধÑ ডিএমপি বন্ধ হলো কাপ্তাই হ্রদের পানি বিদ্যুৎকেন্দ্রের বাঁধের সব জলকপাট নতুন ৭টি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে ওয়ালটন হত্যাকাণ্ডে চার জনের সংশ্লিষ্টতা গ্রেফতার ১৪ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ কারিগরি অধিদফতরের সামনে অবস্থান শিক্ষার্থীদের ভ্যানচালককে হত্যা করে লাশ পুঁতে রাখা হয় উঠানে বিমান ওঠানামায় বাড়ছে ঝুঁকি আদাবরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক প্রাথমিকের জন্য ৪ কোটি ৪ লাখ বই কিনবে সরকার জব্দ সম্পদের ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে দুদক আমতলীতে জাতীয় ও যুব আন্তর্জাতিক দিবস অনুষ্ঠিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে যোগ দিচ্ছেন আনা কেলসের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে যা বললেন টেলর সুইফট এবার হত্যার হুমকি পেলেন কমল হাসান

ব্রিজটাউন টেস্টের প্রথম দিনই ১৪ উইকেটের পতন

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৮:১১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৮:১১:৪০ অপরাহ্ন
ব্রিজটাউন টেস্টের প্রথম দিনই ১৪ উইকেটের পতন
বার্বাডোজের কেনসিংটন ওভালে ব্রিজটাউন টেস্টের প্রথম দিনে রাজ করলেন পেস বোলাররা। অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলের মিলিয়ে একদিনেই উইকেট পড়েছে ১৪টি। দুই পেসার জেডেন সিলস আর শামার জোসেফের তোপে ১৮০ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ৪ উইকেটে ৫৭ রান নিয়ে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকরা এখনও পিছিয়ে ১২৩ রানে। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ক্যারিবীয় দুই পেসারের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ২২ রানে হারিয়ে বসে ৩ উইকেট। চতুর্থ উইকেটে উসমান খাজা আর ট্রাভিস হেড কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। তারা যোগ করেন ৮৯ রান। ৪৭ রান করে সাজঘরে ফেরা খাজা অবশ্য দুইবার জীবন পেয়েছিলেন। ব্যক্তিগত ৬ এবং ৪৫ রানে জীবন পেয়েও হাফসেঞ্চুরি পূরণ করতে পারেননি এই ওপেনার। খাজার প্রতিরোধ ভাঙার পরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ৫৯ করার পরও শেষ ৭ উইকেট মাত্র ৬৯ রান তুলতেই হারিয়েছে সফরকারী দল। প্যাট কামিন্স ১৮ বলে ২৮ রানের টি-টোয়েন্টি ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার ১৮০ রান আগে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের সর্বনিম্ন সংগ্রহ। ত্রিনিদাতে ১৯৯৫ সালের পর এত কম রানে কখনও আউট হয়নি অসিরা। তবে হতাশার ব্যাটিংয়ের দিনেও অস্ট্রেলিয়াকে আশা দেখিয়েছেন বোলাররা। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট ক্যারিয়ারের ৯৯তম টেস্ট খেলতে নেমেছিলেন। ৪ রানেই তাকে থামিয়ে দেন মিচেল স্টার্ক। আরেক ওপেনার জন ক্যাম্পবেলকেও ৭ রানের বেশি এগোতে দেননি এই পেসার। ১৬ রানে ২ উইকেট হারায় ক্যারিবীয়রা। তারপর কিয়েসি কার্টি আর জন ক্যাম্পবেল কিছুটা প্রতিরোধ গড়েছেন। দিনের শেষভাগে এসে কার্টি ২০ রানে প্যাট কামিন্সের শিকার হলে নাইটওয়াচম্যান হিসেবে জোমেল ওয়ারিকেনকে নামায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ওয়ারিকেন ২ বল খেলে ০ রানে আউট হয়ে যান। ব্রেন্ডন কিং ২৩ আর রস্টন চেজ ১ রানে অপরাজিত আছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স