ঢাকা , মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ , ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভেঞ্চার ক্যাপিটাল তহবিল করছে বাংলাদেশ ব্যাংক বিনিয়োগকারীদের ধরে রাখতে পারছে না ঢাকার পুঁজিবাজার ১১ ব্যাংক থেকে ৮৩ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক টানা পাঁচ কার্যদিবস পতনে পুঁজিবাজার পাল্টে যাবে বিশ্ব রাজনীতির গতিপথ গাজা দখলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে ইসরায়েলকে নির্বাচন প্রতিহত করার ঘোষণা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ট্রাম্পের শুল্কের প্রতিবাদে ভারতজুড়ে মার্কিন পণ্য বয়কটের ডাক ইয়ামালের গোলে বার্সার গাম্পার ট্রফি জয় রোনালদো জোড়া গোলেও জয় পেলোনা আল নাসর অরল্যান্ডো সিটির কাছে এক হালি হজম করলো মেসির মায়ামি ইতিহাস গড়লেন নারী ফুটবলাররা এশিয়া কাপের আগে দুশ্চিন্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের বিপক্ষে সমতায় ফিরলো উইন্ডিজরা প্রোটিয়াদের হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়লো জুনিয়র টাইগাররা র‌্যাংকিংয়ে ১০ নম্বরে নেমে গেলো টাইগাররা হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ এসএসসির ফল পুনঃনিরীক্ষণে ঢাকা বোর্ডে উত্তীর্ণ ২৯৩ তুরাগে গড়ে উঠেছে অবৈধ গ্যারেজ ও চার্জিং পয়েন্ট ছয় মাসে মাত্র ৫ দিন ক্লাস, ছাত্র দিয়ে করাচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণ

রিভার প্লেটের সাথে জয় পেলো ইন্টার মিলান

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৮:১৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৮:১৭:৪৩ অপরাহ্ন
রিভার প্লেটের সাথে জয় পেলো ইন্টার মিলান
ইন্টার মিলান ভালো খেলছিল। কিন্তু গোল পাচ্ছিল না। ৬৬ মিনিটে রিভার প্লেটের ডিফেন্ডার লুকাস মার্টিনেজ বড় ভুল করে বসেন। হেনরিখ মখিতারিয়ানকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। ১০ জনের দলে পরিণত হয় রিভার প্লেট। সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেছে ইন্টার মিলান। ফ্রান্সেস্কো পিও এসপোসিতো ও আলেসান্দ্রো বাস্তোনির দুই গোলে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটকে ২-০ ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিয়েছে ইতালিয়ান ক্লাবটি। লুকাসকে লাল কার্ড দেখানোর ঠিক দুই মিনিট আগেই রিভার প্লেট গোলের কাছে চলে গিয়েছিল। ম্যানুয়েল লানজিনি বক্সে ফাকুন্দো কোলিদিওকে দুর্দান্ত এক ক্রসে খুঁজে পেলেও ইন্টার গোলরক্ষক ইয়ান সোমার চমৎকার সেভে দলকে রক্ষা করেন। ৭২তম মিনিটে এসপোসিতো গোল করে ইন্টারকে এগিয়ে দেন। এরপর যোগ করা সময়ের ৯৩তম মিনিটে বাস্তোনি দুর্দান্ত এক বাঁ পায়ের শটে বক্সের বাইরে থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে (৯৫ মিনিটে) রিভার প্লেটের গঞ্জালো মন্টিয়েল দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখেন। এই জয়ে ইন্টার মিলান গ্রুপ ‘ই’ এর শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডে পৌঁছায়, তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। মোন্টেররে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে, যারা একই রাতে উরাওয়া রেড ডায়মন্ডসকে ৩-০ গোলে হারিয়েছে। রিভার প্লেট ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং উরাওয়া রেড ডায়মন্ডস শূন্য পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে শেষ করেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স