ঢাকা , বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ , ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বেনাপোলে বিভিন্ন মামলায় পরওনাভুক্ত ১১ আসামি গ্রেফতার শেরপুরে নিষিদ্ধ পলিথিন রাখায় ৩ দোকানিকে জরিমানা পাইকগাছায় জলাবদ্ধতায় প্রায় ৫ হাজার হেক্টর জমিতে আমন আবাদ অনিশ্চিত চৌগাছায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে নলছিটিতে মানববন্ধন কর্মসূচি পালিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত উমালোচন উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কলমাকান্দায় ২ দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত মধুুপুরে ব্রিজের অভাবে জনদুর্ভোগ চরমে পিএসজি ছাড়ছেন দোন্নারুমা দাপুটে জয়ে প্রস্তুতিপর্ব শেষ করলো রিয়াল নেপালের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে নেই সামিত নারী দলকে পাওয়ার হিটিং শেখাচ্ছেন জুলিয়ান উড বিব্রতকর রেকর্ডের মুখোমুখি হলেন রশিদ খান ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক দিলেন হরভজন পাকিস্তানকে ৯২ রানে গুঁড়িয়ে সিরিজ জিতলো উইন্ডিজ জুনিয়র টাইগারদের প্রশংসায় ভাসালেন কোচ নাভিদ শোকজের পর এবার এনসিপি নেতা নিজামকে বহিষ্কার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না শর্তের বেড়াজালে ত্রয়োদশ নির্বাচনী যাত্রা

ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি পোশাক শিল্পের জন্য মরণফাঁদ

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৪:২৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৪:২৪:৫৪ অপরাহ্ন
ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি পোশাক শিল্পের জন্য মরণফাঁদ
ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি বাংলাদেশের গার্মেন্টস শিল্প এবং ৪০ লাখ গার্মেন্টস শ্রমিকের জন্য মরণফাঁদ বলে অভিযোগ করেছেন এই শিল্পের শ্রমিকরা। একই সঙ্গে তারা মার্কিন বাজারে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের শুল্ক এবং কোটামুক্ত প্রবেশাধিকার দাবি করেছেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদী মানববন্ধনে তারা এই দাবি জানান। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, গার্মেন্টস শিল্প বাংলাদেশের প্রধান এবং একমাত্র শিল্প, যা দেশের ৮৪ শতাংশ রফতানি কাভার (পূরণ) করে। এই সেক্টরে কাজ করেন ৪০ লাখ শ্রমিক, যাদের অধিকাংশই নারী এবং গ্রাম থেকে আসা স্বল্পশিক্ষিত পুরুষ। পুঁজিবিহীন গরিব মানুষের একমাত্র উপার্জনের মাধ্যম এই পোশাক খাত। তারা বলেন, গার্মেন্টস শিল্প শুধু বাংলাদেশের অর্থনীতি নয়, নারীমুক্তি এবং নারীস্বাধীনতার মেরুদণ্ড। বাংলাদেশি গার্মেস্টস পণ্যের প্রধান বাজার যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশটির বাজারে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের শুল্ক ১০ শতাংশ। গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করেন। পরে ৩ মাসের জন্য এটি স্থগিত করলেও ৩ মাস প্রায় শেষ। অথচ ট্রাম্প ইউরোপিয়ান ইউনিয়নের ১৩টিসহ মোট ৬৩টি দেশের জন্য তিনি শুল্ক নির্ধারণ করেছেন অনেক কম।
শ্রমিকরা বলেন, তুরস্ক, ব্রাজিল, মেক্সিকো, মরক্কোর মতো গুরুত্বপূর্ণ পোশাক রফতানিকারক দেশের জন্য শুল্ক বৃদ্ধি না করে আগের শুল্ক বহাল রেখেছেন। এছাড়া বিশ্বে আরও ১৫টি দেশে শুল্কহার একই রেখেছেন। অথচ বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশের জন্য শুল্ক নির্ধারণ করেছেন ৩৭ শতাংশ। এটি চরম বিবেচনাহীন, অমানবিক এবং নারীমুক্তির বাধা বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, এই শুল্ক কার্যকর হলে বাংলাদেশ এবং বাংলাদেশের নারীমুক্তি, নারীর স্বাধীনতা, নারীর অগ্রগতি স্তব্ধ করে দেবে। তাই আমরা এবং দেশের গার্মেন্টস শ্রমিকরা উদ্বিগ্ন-উৎকণ্ঠিত, ভীত-সন্ত্রস্ত।
বক্তারা ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি বাংলাদেশের গার্মেন্টস শিল্প এবং ৪০ লাখ গার্মেন্টস শ্রমিকের জন্য মরণফাঁদ উল্লেখ করে মার্কিন বাজারে বাংলাদেশি গার্মেস্টস পণ্যের শুল্ক এবং কোটামুক্ত প্রবেশাধিকারের দাবি জানান। কর্মসূচি থেকে তারা মার্কিন বাজারে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের শুল্ক এবং কোটামুক্ত সুবিধার দাবিতে আগামী ১৫ জুলাই ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসেন, আইনবিষয়ক সম্পাদক রবিউল চৌধুরী, সিবিএ সম্পাদক মো. কাশেম, কোষাধ্যক্ষ মনিরা মুন্নি, মো. সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স