ঢাকা , বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ , ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকার এত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে না-শিক্ষা উপদেষ্টা দাবি আদায়ে এক মাসের আল্টিমেটাম শিক্ষকদের ফরিদপুরের কানাইপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা আ’লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও অভ্যুত্থান সর্বনাশ ডেকে আনছে তামাক শেখ হাসিনা-রেহানা টিউলিপের তিন মামলায় বাদীদের সাক্ষ্য গ্রহণ ডাকসু নির্বাচন নিয়ে অমনোযোগী ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে কাফনের কাপড় পরে বস্তিবাসীদের অবস্থান পাথর লুটে প্রশাসনের দায় আছে কিনা খতিয়ে দেখবে দুদক রাজস্ব ঘাটতি না কমলেও শুল্কছাড়ে উদার সরকার ধর্মভিত্তিক একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে-রিজভী জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার কৃষি খাতকে দখলে নিতে চায় যুক্তরাষ্ট্র, শঙ্কা প্রাণিসম্পদ উপদেষ্টার ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না-অর্থ উপদেষ্টা প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে কানাডা যাচ্ছেন সিইসি পণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতার নাভিশ্বাস বকশীগঞ্জের সাবেক মেয়র উত্তরা থেকে গ্রেফতার বরিশাল মেডিকেলের আন্দোলনের সঙ্গে একাত্মতা স্বাস্থ্যের ডিজির

কিন্ডারগার্টেন শিক্ষকদের অবহেলা করে প্রাথমিক শিক্ষা সম্ভব নয় -মাহমুদ সোহেল

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ১০:২৪:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ১০:২৪:০২ পূর্বাহ্ন
কিন্ডারগার্টেন শিক্ষকদের অবহেলা করে প্রাথমিক শিক্ষা সম্ভব নয় -মাহমুদ সোহেল
‘শিক্ষা সব নাগরিকের মৌলিক অধিকার। দেশের প্রায় ১ কোটি শিক্ষার্থী কিন্ডারগার্টেনে লেখাপড়া করছে। ৫০ হাজার কিন্ডারগার্টেনে ৭ লাখ শিক্ষক শিক্ষাদান করছেন। তাদের অবহেলা করে সকলের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। কিন্ডারগার্টেনকে নীতিমালার আওতায় এনে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায়। গতকাল শনিবার রাজধানীর খিলগাঁওয়ের একটি কমিউনিটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন আয়োজিত ২০২৪ সালে অনুষ্ঠিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও অর্থ বিতরণ অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল এসব কথা বলেন। ফাউন্ডেশনের সভাপতি মো. রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য অধিদফতরের সিনিয়র ডিপিআইও মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, ইডেন কলেজের সহকারী অধ্যাপক (ভূগোল ও পরিবেশ বিভাগ) শারমিন জাহান, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মো. গোলাম রাব্বানী, ফাউন্ডেশনের মহাসচিব মো. আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন ভূইয়া, অর্থ সম্পাদক মো. অলিউল্লাহ সরকার, শিক্ষা সম্পাদক সামছুদ্দিন আহমেদ স্বজল উপস্থিত ছিলেন। ঢাকা পূর্বাঞ্চলের ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্তদের সনদ ও অর্থ বিতরণ করা হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় যাতে কিন্ডারগার্টেনের শিক্ষকরা অংশগ্রহণ করতে পারে, সেই দাবি করেন শিক্ষকরা। অনুষ্ঠানে কেএমএএম সোহেল এ দাবিকে ন্যায় সঙ্গত বলে উল্লেখ করেন। তিনি বলেন, কিন্ডারগার্টেন প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের ভার অনেকটা কমিয়ে দিয়েছে। তাই, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় ন্যায্য দাবি পূরণে নীতিমালা প্রণয়ন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স