ঢাকা , শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ , ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গৃহবধূ থেকে সফল রাজনীতিক চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল সরবারহের উদ্বোধন আজ ‘আমি গৃহবন্দি’, জেডআই খান পান্নার ফেসবুক পোস্ট আজ শুভ জন্মাষ্টমী হঠাৎ আলোচনায় ‘তৃতীয় জোট’ মাইলস্টোন ট্রাজেডি: ২৪ দিন পর আরও এক শিক্ষিকার মৃত্যু চীনা বিনিয়োগে বড় বাধা কোয়াড যুক্তরাষ্ট্রে বাজার বাড়াতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ‘ফ্যাসিবাদী’ হাসিনার অপরাধে বঙ্গবন্ধু হত্যা জায়েজ করা যায় না-বাংলাদেশ জাসদ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট পরিকল্পিত অস্থিরতা শিক্ষা প্রশাসনে শর্তের লড়াইয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে নেত্রকোণায় ছাদ ধসে তিন শ্রমিক নিহত, আহত দুই নতুনরূপে সেজেছে উত্তরার মুগ্ধ মঞ্চ রাজবাড়ীতে বাড়ছে নদ-নদীর পানি, শঙ্কায় নিম্নাঞ্চলের মানুষ তিস্তার পানি বিপদসীমার ওপরে ২০ হাজার মানুষ পানিবন্দি চাঁপাইনবাবগঞ্জে ৪১ বিদ্যালয়ে পাঠদান ব্যাহত মুজিবনগরে মহিলাসহ মোট ৪ জনকে বিএসএফর পুশইন গৌরনদী বাস-কোচ কাউন্টার মালিক ও শ্রমিক সমিতি গঠন

আরসিবি পেসার যশ দয়ালের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৬:৪৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৬:৪৩:৫১ অপরাহ্ন
আরসিবি পেসার যশ দয়ালের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার যশ দয়ালের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে প্রতারণা ও হয়রানির অভিযোগ উঠেছে। এই পেসারের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ তুলেছেন উত্তর প্রদেশের গাজিয়াবাদের এক নারী। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, গাজিয়াবাদের এক মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ পোর্টাল (আইজিআরএস) এর মাধ্যমে অভিযোগটি দায়ের করা হয়েছে। স্থানীয় পুলিশকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে ওই মুখ্যমন্ত্রীর দপ্তর। প্রতিবেদনে বলা হয়, অভিযোগটি গেল ১৪ জুন নারী সহায়তা হেল্পলাইন নম্বরে (১৮১) রেজিস্টার করা হয়। অভিযোগে ওই নারী দাবি করেন, গত পাঁচ বছর ধরে দয়ালের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। দয়াল তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছেন এবং বারবার বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া পরিবারের কাছে স্ত্রী হিসেবে তাকে পরিচয় করিয়ে দেন দয়াল, আচরণ করতেন স্বামীর মতো। ওই নারী আরও দাবি করেন, সম্পর্ক চলাকালে তার কাছ থেকে অর্থ নিয়েছেন দয়াল। পরবর্তীতে জানতে পারেন, আরও অনেক নারীর সঙ্গে একই ধরনের প্রতারণামূলক সম্পর্ক রেখেছেন বেঙ্গালুরু পেসার। অভিযোগের সঙ্গে মেসেজ, স্ক্রিনশট, ভিডিও কল রেকর্ড ও ছবিকে প্রমাণ হিসেবে জমা দিয়েছেন ওই নারী। এ বিষয়ে এখন পর্যন্ত যশ দয়ালের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। প্রসঙ্গত, সর্বশেষ আইপিএলে বেঙ্গালুরুর ঐতিহাসিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন যশ দয়াল। এই মৌসুমে ১৫ ম্যাচে ১৩ উইকেট শিকার করেন বাঁহাতি পেসার। এর মাধ্যমে ১৮তম বারের চেষ্টায় প্রথমবারের মতো আইপিল ট্রফি জেতে বেঙ্গালুরু। দয়াল ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা এবং ঘরোয়া ক্রিকেটে উত্তর প্রদেশের হয়ে খেলেন। এখনো জাতীয় দলে অভিষেক হয়নি ২৭ বছর বয়সী পেসারের।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স