ঢাকা , বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ , ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জের সাবেক মেয়র উত্তরা থেকে গ্রেফতার বরিশাল মেডিকেলের আন্দোলনের সঙ্গে একাত্মতা স্বাস্থ্যের ডিজির গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচি ঘিরে সহিংসতার তদন্ত শুরু বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারেÑ গোলাম পরওয়ার আধুনিক প্রযুক্তিতে অধিক পরিমাণ মাছ শিকার করছে ভারতের জেলেরা মতিঝিল আইডিয়ালে যৌন হয়রানির শিকার শিক্ষিকা বরখাস্ত কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০ আমি আমার মেয়েকে জীবিত চাই, নইলে ক্ষতিপূরণ চাই : ফারুক হোসেন তিস্তার পানি বিপদসীমার ওপরে নিচু এলাকা প্লাবিত গণমাধ্যমের বিরুদ্ধে ঢালাও অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাবেন আসিফ মাহমুদ অর্থ সংকটে বন্ধের পথে টেলিমেডিসিন সেবা গাইবান্ধায় সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন পার্বতীপুরে মধ্যপাড়া রেল স্টেশনের কৃষিজমি বুঝিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন বন্দর ব্যবহারে মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে : শাহীন রহমান আমতলীতে বিআরডিবির চেয়ারম্যান হলেন মামুন সিকদার ঐতিহ্যবাহী শেরপুর চেম্বার অফ কমার্সের নির্বাচন স্থগিত বেনাপোলে বিভিন্ন মামলায় পরওনাভুক্ত ১১ আসামি গ্রেফতার শেরপুরে নিষিদ্ধ পলিথিন রাখায় ৩ দোকানিকে জরিমানা পাইকগাছায় জলাবদ্ধতায় প্রায় ৫ হাজার হেক্টর জমিতে আমন আবাদ অনিশ্চিত

আরসিবি পেসার যশ দয়ালের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৬:৪৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৬:৪৩:৫১ অপরাহ্ন
আরসিবি পেসার যশ দয়ালের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার যশ দয়ালের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে প্রতারণা ও হয়রানির অভিযোগ উঠেছে। এই পেসারের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ তুলেছেন উত্তর প্রদেশের গাজিয়াবাদের এক নারী। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, গাজিয়াবাদের এক মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ পোর্টাল (আইজিআরএস) এর মাধ্যমে অভিযোগটি দায়ের করা হয়েছে। স্থানীয় পুলিশকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে ওই মুখ্যমন্ত্রীর দপ্তর। প্রতিবেদনে বলা হয়, অভিযোগটি গেল ১৪ জুন নারী সহায়তা হেল্পলাইন নম্বরে (১৮১) রেজিস্টার করা হয়। অভিযোগে ওই নারী দাবি করেন, গত পাঁচ বছর ধরে দয়ালের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। দয়াল তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছেন এবং বারবার বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া পরিবারের কাছে স্ত্রী হিসেবে তাকে পরিচয় করিয়ে দেন দয়াল, আচরণ করতেন স্বামীর মতো। ওই নারী আরও দাবি করেন, সম্পর্ক চলাকালে তার কাছ থেকে অর্থ নিয়েছেন দয়াল। পরবর্তীতে জানতে পারেন, আরও অনেক নারীর সঙ্গে একই ধরনের প্রতারণামূলক সম্পর্ক রেখেছেন বেঙ্গালুরু পেসার। অভিযোগের সঙ্গে মেসেজ, স্ক্রিনশট, ভিডিও কল রেকর্ড ও ছবিকে প্রমাণ হিসেবে জমা দিয়েছেন ওই নারী। এ বিষয়ে এখন পর্যন্ত যশ দয়ালের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। প্রসঙ্গত, সর্বশেষ আইপিএলে বেঙ্গালুরুর ঐতিহাসিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন যশ দয়াল। এই মৌসুমে ১৫ ম্যাচে ১৩ উইকেট শিকার করেন বাঁহাতি পেসার। এর মাধ্যমে ১৮তম বারের চেষ্টায় প্রথমবারের মতো আইপিল ট্রফি জেতে বেঙ্গালুরু। দয়াল ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা এবং ঘরোয়া ক্রিকেটে উত্তর প্রদেশের হয়ে খেলেন। এখনো জাতীয় দলে অভিষেক হয়নি ২৭ বছর বয়সী পেসারের।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ