ঢাকা , বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ , ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঐতিহ্যবাহী শেরপুর চেম্বার অফ কমার্সের নির্বাচন স্থগিত বেনাপোলে বিভিন্ন মামলায় পরওনাভুক্ত ১১ আসামি গ্রেফতার শেরপুরে নিষিদ্ধ পলিথিন রাখায় ৩ দোকানিকে জরিমানা পাইকগাছায় জলাবদ্ধতায় প্রায় ৫ হাজার হেক্টর জমিতে আমন আবাদ অনিশ্চিত চৌগাছায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে নলছিটিতে মানববন্ধন কর্মসূচি পালিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত উমালোচন উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কলমাকান্দায় ২ দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত মধুুপুরে ব্রিজের অভাবে জনদুর্ভোগ চরমে পিএসজি ছাড়ছেন দোন্নারুমা দাপুটে জয়ে প্রস্তুতিপর্ব শেষ করলো রিয়াল নেপালের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে নেই সামিত নারী দলকে পাওয়ার হিটিং শেখাচ্ছেন জুলিয়ান উড বিব্রতকর রেকর্ডের মুখোমুখি হলেন রশিদ খান ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক দিলেন হরভজন পাকিস্তানকে ৯২ রানে গুঁড়িয়ে সিরিজ জিতলো উইন্ডিজ জুনিয়র টাইগারদের প্রশংসায় ভাসালেন কোচ নাভিদ শোকজের পর এবার এনসিপি নেতা নিজামকে বহিষ্কার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না

শেফালীর মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন জ্যোতিষী!

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৬:৫৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৬:৫৪:৫৭ অপরাহ্ন
শেফালীর মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন জ্যোতিষী!
মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন ‘কাঁটা লাগা গার্ল’ শেফালী জরিওয়ালা। গত শুক্রবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। হাসিখুশি, প্রাণোচ্ছ্বল শেফালীর এমন আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বলিউড ও অনুরাগীরা। তবে জানেন কি, ২০২৪ সালেই ভারতীয় এক জ্যোতিষী শেফালীর জন্মছক দেখে তার আকস্মিক মৃত্যুর আভাস দিয়েছিলেন? অভিনেত্রীর মৃত্যুর পর সেই ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়াতে। ২০২৪ সালে জ্যোতিষী ও পডকাস্টার পরেশ ছাবড়ার শোতে অতিথি হয়ে গিয়েছিলেন শেফালী। সেখানেই জন্মছক হাতে নিয়ে পরেশ বলেন, “চন্দ্র এবং কেতু অষ্টম ঘরে থাকা মারাত্মক বিপজ্জনক। এর সঙ্গে বুধ থাকলে বিপদ আরও বাড়ে। চন্দ্র, কেতু এবং বুধের এই অবস্থান আকস্মিক মৃত্যু বা বড় ক্ষতির ইঙ্গিত দেয়। শেফালী, আপনার জন্মছকে চন্দ্র এবং কেতু অষ্টম ঘরে বসে আছে, যা ভীষণ বিপজ্জনক।” ভিডিওতে দেখা যায়, মন দিয়ে কথাগুলো শুনছিলেন শেফালী। যদিও তিনি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন কিনা, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে অভিনেত্রীর মৃত্যুর পর পরেশ ছাবড়ার পডকাস্টের সেই অংশ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই পডকাস্টেই শেফালী জানিয়েছিলেন, ১৫ বছর বয়স থেকে মৃগীরোগে আক্রান্ত ছিলেন তিনি। জীবনের নানা গুরুত্বপূর্ণ সময়ে এই রোগ কীভাবে তাকে পিছিয়ে দিয়েছে, সে কথাও শেয়ার করেছিলেন অভিনেত্রী। শেফালী জানিয়েছিলেন, মৃগীরোগের কারণে বলিউডে স্থায়ীভাবে জায়গা তৈরি করা তার পক্ষে কঠিন হয়ে গিয়েছিল। ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানে বোল্ড উপস্থিতি দিয়ে জনপ্রিয়তা পেলেও, বারবার মৃগীরোগে আক্রান্ত হওয়ার কারণে বড় সুযোগ হাতছাড়া হয় তার। এদিকে বলিউডে শেফালীর হঠাৎ মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে বলছেন, একবিংশ শতাব্দীর শুরুর দশকে ডিস্কোতে আগুন ধরিয়ে দেওয়া সেই প্রাণবন্ত তরুণীর এভাবে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ