ঢাকা , বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ , ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঐতিহ্যবাহী শেরপুর চেম্বার অফ কমার্সের নির্বাচন স্থগিত বেনাপোলে বিভিন্ন মামলায় পরওনাভুক্ত ১১ আসামি গ্রেফতার শেরপুরে নিষিদ্ধ পলিথিন রাখায় ৩ দোকানিকে জরিমানা পাইকগাছায় জলাবদ্ধতায় প্রায় ৫ হাজার হেক্টর জমিতে আমন আবাদ অনিশ্চিত চৌগাছায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে নলছিটিতে মানববন্ধন কর্মসূচি পালিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত উমালোচন উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কলমাকান্দায় ২ দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত মধুুপুরে ব্রিজের অভাবে জনদুর্ভোগ চরমে পিএসজি ছাড়ছেন দোন্নারুমা দাপুটে জয়ে প্রস্তুতিপর্ব শেষ করলো রিয়াল নেপালের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে নেই সামিত নারী দলকে পাওয়ার হিটিং শেখাচ্ছেন জুলিয়ান উড বিব্রতকর রেকর্ডের মুখোমুখি হলেন রশিদ খান ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক দিলেন হরভজন পাকিস্তানকে ৯২ রানে গুঁড়িয়ে সিরিজ জিতলো উইন্ডিজ জুনিয়র টাইগারদের প্রশংসায় ভাসালেন কোচ নাভিদ শোকজের পর এবার এনসিপি নেতা নিজামকে বহিষ্কার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না

আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে মাটির ঘর

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৯:৫৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৯:৫৪:১৮ অপরাহ্ন
আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে মাটির ঘর
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
দেশের তৃতীয় বৃহত্তম শাল-গজারির বন টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চল। এক সময় মধুপুর উপজেলার বনাঞ্চলসহ পাশের ধনবাড়ী উপজেলায় এলাকাভেদে মাটির ঘর তৈরি ছিল বাসস্থানের একমাত্র অবলম্বন। শীত গরমে ঘরগুলো আরামদায়ক বাসস্থান। দৃষ্টিনন্দন ঘরগুলো ঐতিহ্যও বহন করে। টাঙ্গাইলের বৃহত্তর মধুপুর উপজেলায় বিশেষ করে পাহাড়ী অঞ্চলে মাটির ঘর তৈরী হতো। আজ আধুনিকতার ছোঁয়ায় সেই পুরনো ঐতিহ্যের মাটির ঘর আজ বিলুপ্তের পথে।
আর্থিক সচ্ছলতা ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে মাটির ঘর নির্মাণে আগ্রহ নেই মানুষের। এক সময় উপজেলার পাহাড়ি এলাকার ধনী গরিব প্রায় প্রতিটি বাড়িতে মাটির ঘর ছিল।
সরেজমিন ঘুরে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বৃহত্তম গড়াঞ্চল পহাড়ি বন এলাকা মধুপুর উপজেলা ভাগ হয়ে ২০০৬ সালে দুইটি উপজেলায় বিভক্ত হয়। ধনবাড়ী নামে আরেক নতুন উপজেলা গঠিত হয়। বহত্তর মধুপুর উপজেলা দুইটি উপজেলায় বিভক্ত হলেও ধনবাড়ী উপজেলার কিছু অংশ পাহাড়ী এলাকা হওয়ায় এখনো সে অঞ্চলে চোখে পড়ে পুরনো মাটির ঘর। তবে বর্তমানে বিলুপ্তপ্রায়। এ অঞ্চলের কৃষাণ-কৃষাণী ও তাদের ছেলে-মেয়েরা মিলেই অল্প কয়েক দিনেই তৈরি করতেন। মাটিতে কোদাল দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেওয়া হতো। তারপর পরিমাণ মতো পানি মিশিয়ে থকথকে কাদা বানাতেন। সেই মাটি দিয়েই হয় ঘর। অল্প-অল্প করে কাদা মাটি বসিয়ে ৭ ফুট থেকে ৮ ফুট উচ্চতার পূর্ণাঙ্গ ঘর তৈরি করতে সময় লাগতো মাত্র মাস খানেক। সম্পূর্ণ হলে তার উপর ছাউনি হিসেবে ব্যবহার হয় ধানের খড়। এমনভাবে ছাউনি  দেয়া হয় যেন ঝড়-বৃষ্টি কোন আঘাতেই তেমন একটা ক্ষতি করতে না পারে। কাল পরিক্রমায় বর্তমানে অর্থনৈতিক স্বচ্ছল পরিবারের লোকজন মাটির দেয়াল দিয়ে উপরে টিনের চালা দেন তারা। আবার ধনীদের বাড়িতে থাকতো বিভিন্ন নকশা করা দুই তালা ঘর। কারো কারো বাড়িতে শত বছরের মাটির তৈরি দু‘তলা বাড়ি লক্ষ্য করা যায়।
মধুপুরের কুড়াগাছা এলাকার ফজলুল হক জানান, তাদের বাড়িতে দুতলাসহ একাধিক মাটির ঘর ছিল। আর্থিক সচ্ছলতা এবং এলাকায় ইট ভাঁটির কারণে বাপ-দাদার আমলের দোতলা মাটির ঘরটিও ভেঙে পাকাঘর তৈরি করেছেন। তবে তাদের এলাকায় এখনও কিছু কিছু বাড়িতে মাটির ঘর রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ