ঢাকা , শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ , ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গৃহবধূ থেকে সফল রাজনীতিক চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল সরবারহের উদ্বোধন আজ ‘আমি গৃহবন্দি’, জেডআই খান পান্নার ফেসবুক পোস্ট আজ শুভ জন্মাষ্টমী হঠাৎ আলোচনায় ‘তৃতীয় জোট’ মাইলস্টোন ট্রাজেডি: ২৪ দিন পর আরও এক শিক্ষিকার মৃত্যু চীনা বিনিয়োগে বড় বাধা কোয়াড যুক্তরাষ্ট্রে বাজার বাড়াতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ‘ফ্যাসিবাদী’ হাসিনার অপরাধে বঙ্গবন্ধু হত্যা জায়েজ করা যায় না-বাংলাদেশ জাসদ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট পরিকল্পিত অস্থিরতা শিক্ষা প্রশাসনে শর্তের লড়াইয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে নেত্রকোণায় ছাদ ধসে তিন শ্রমিক নিহত, আহত দুই নতুনরূপে সেজেছে উত্তরার মুগ্ধ মঞ্চ রাজবাড়ীতে বাড়ছে নদ-নদীর পানি, শঙ্কায় নিম্নাঞ্চলের মানুষ তিস্তার পানি বিপদসীমার ওপরে ২০ হাজার মানুষ পানিবন্দি চাঁপাইনবাবগঞ্জে ৪১ বিদ্যালয়ে পাঠদান ব্যাহত মুজিবনগরে মহিলাসহ মোট ৪ জনকে বিএসএফর পুশইন গৌরনদী বাস-কোচ কাউন্টার মালিক ও শ্রমিক সমিতি গঠন

কচুয়ায় সাচারের রথযাত্রায় লাখো সনাতনীদের ঢল

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ১০:৩২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ১০:৩২:৫৫ অপরাহ্ন
কচুয়ায় সাচারের রথযাত্রায় লাখো সনাতনীদের ঢল
চাঁদপুর প্রতিনিধি
জমিদার গঙ্গা গোবিন্দের স্বপ্নে আদেশ পেয়ে তৎকালিন ভারতের ত্রিপুরা রাজ্যের সাচারে শুরু করা রথযাত্রায় বর্তমান চাঁদপুরের কচুয়ার সাচারের রথযাত্রায় এবারও লাখো সনাতনীদের ঢল হয়েছে। প্রায় ১৫৮ বছর যাবৎ ধারাবাহিকভাবে প্রচলিত এই সাচার রথযাত্রা এই অঞ্চলের একটি সনাতনী মিলনমেলার ঐতিহ্যে রূপ নিয়েছে। গত শুক্রবার বিকাল ৫ টায় সাচার বাজারে লাখো ভক্ত দড়ি টেনে রথ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। যার উল্টো রথ আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। রথযাত্রায় আগত সনাতনীরা জানান, এখানে রথযাত্রাকে কেন্দ্র করে ৩-৪শ’ ভ্রাম্যমান দোকান কয়েক একর জয়গা জুড়ে গড়ে উঠে রথো মেলায় রূপ নেয়। এতে করে জগন্নাথ দর্শনের পাশাপাশি প্রয়োজনীয় জিনিসপত্রও সনাতনীদের জন্য কেনাকাটায় সহজ হয়। তাছাড়া সাচার জগন্নাথ মন্দিরে রথযাত্রায় এলে এখানে অবস্থিত দুর্গা মন্দির, লোকনাথ মন্দির এবং কালী মন্দিরও একই সাথে ঘুরে দেখা যায়। তাই বলবো সাচারের রথযাত্রা আমাদের কাছে আবেগ ও অনুভূতির স্থান। সরজমিনে দেখা যায়, রথে সুসজ্জিত জগন্নাথ, বলরাম, শুভদ্রাকে বাতাস দিচ্ছেন সেবায়েতগণ। আর ভক্তরা সে রথের দড়ি ধরে সুশৃঙ্খলভাবে টেনে নিয়ে যাচ্ছেন। এর মাঝে ভক্তদের উৎফুল্ল করতে রথ থেকে সেবায়েতগণ ফল ফুল ছুড়ে দিচ্ছেন। তা ভক্তরা পরম আনন্দে গ্রহণ করছেন। মন্দিরের ভক্ত সাংবাদিক রাজিব সরকার জানান, ১২৭৭ বঙ্গাব্দে সাচারে এই রথের প্রতিষ্ঠা হয়। এরপর থেকেই আষাঢ়ে জগন্নাথ, বলরাম, শুভদ্রার প্রতিমূর্তি স্থাপন করে প্রথম রথ ও ফিরতি রথযাত্রা হয়ে আসছে। তবে স্বাধীনতা যুদ্ধের পূর্বে সাচারের রথটিতে দাপর, ক্রেতা ও কলিযুগের বহু নিদর্শন কাঠের খোদাই করা নকশা শোভা বর্ধন করেছিল। কিন্তু যুদ্ধের সময় পাকিস্তানী সৈন্যরা সৌন্দর্য মণ্ডিত সাচারের রথটি আগুনে পুড়িয়ে দেয়। এরপর পোড়া ধ্বংসাবশেষের ওই রথটিই স্বাধীনতার পর টানা হতো। এরপর এক সময় এখানকার তৎকালীন এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মুক্তিযুদ্ধের সময় ধ্বংস হয়ে যাওয়া রথটি ভারত থেকে শিল্পী এনে নতুনভাবে নির্মাণ করে দেন। সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের অর্থ সম্পাদক গনেশ চন্দ্র ধর জানান, পুরো মন্দিরের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া গরম ও অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে জাগো হিন্দু পরিষদ, গীতা স্কুল পরিচালনা পরিষদ, গীতা সংঘসহ একাধিক সনাতনী সংগঠন এখানে মন্দিরের ভেতরেই আগত ভক্তবৃন্দের সেবায় ক্যাম্প স্থাপন করে সেবা দিচ্ছে। কেউ কেউ বিনামূল্যে ঔষুধ ও পানি এবং শরবত সরবরাহ করছে। সবার একটাই আকাঙ্খা জগন্নাথ যাতে সকল ভক্তের মনের আশা পূরণ করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য