ঢাকা , শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ , ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকার এত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে না-শিক্ষা উপদেষ্টা দাবি আদায়ে এক মাসের আল্টিমেটাম শিক্ষকদের ফরিদপুরের কানাইপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা আ’লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও অভ্যুত্থান সর্বনাশ ডেকে আনছে তামাক শেখ হাসিনা-রেহানা টিউলিপের তিন মামলায় বাদীদের সাক্ষ্য গ্রহণ ডাকসু নির্বাচন নিয়ে অমনোযোগী ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে কাফনের কাপড় পরে বস্তিবাসীদের অবস্থান পাথর লুটে প্রশাসনের দায় আছে কিনা খতিয়ে দেখবে দুদক রাজস্ব ঘাটতি না কমলেও শুল্কছাড়ে উদার সরকার ধর্মভিত্তিক একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে-রিজভী জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার কৃষি খাতকে দখলে নিতে চায় যুক্তরাষ্ট্র, শঙ্কা প্রাণিসম্পদ উপদেষ্টার ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না-অর্থ উপদেষ্টা প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে কানাডা যাচ্ছেন সিইসি পণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতার নাভিশ্বাস বকশীগঞ্জের সাবেক মেয়র উত্তরা থেকে গ্রেফতার বরিশাল মেডিকেলের আন্দোলনের সঙ্গে একাত্মতা স্বাস্থ্যের ডিজির

প্রবেশপত্র পেয়ে পরীক্ষায় বসেছেন সেই ১২ শিক্ষার্থী

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০২:৩৮:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০২:৩৮:৪৯ অপরাহ্ন
প্রবেশপত্র পেয়ে পরীক্ষায় বসেছেন সেই ১২ শিক্ষার্থী
জামালপুর প্রতিনিধি জামালপুরে অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে চলমান এইচএসসি পরীক্ষার প্রবেশ পত্র পেয়েছেন সেই ১২ শিক্ষার্থী। গতকাল রোববার ওই ১২ জনই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। জেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার রাতে তাদের কাছে আনুষ্ঠানিকভাবে প্রবেশ পত্র হস্তান্তর করা হয়। জানা গেছে, গত বৃহস্পতিবার শহরের বেসরকারি প্রশান্তি স্কুল অ্যান্ড কলেজের ১৭ শিক্ষার্থীর চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। গত বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা কলেজে গিয়ে প্রবেশ পত্র না পেয়ে পরীক্ষা দিতে পারেনি। বিষয়টি নিয়ে ‘জামালপুরে অ্যাডমিট কার্ড না পেয়ে পরীক্ষা দিতে পারেনি ১৭ শিক্ষার্থী’ শিরোনামে গত বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরে গত শুক্রবার দুপুরে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৬ সদস্যের একটি তদন্ত দল জামালপুরের প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে তদন্ত করে গাফিলতির সত্যতা পায়। পরে ওই কলেজের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষা বোর্ড। বোর্ডের কার্যক্রম সম্পন্ন করে পরীক্ষা দিতে না পারা ওই ১২ শিক্ষার্থীর হাতে গত শনিবার রাতে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ পত্র হস্তান্তর করা হয়। তারা শহরের জিয়া কলেজ থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে ও সেই ১২ শিক্ষার্থী শহরের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি ওয়াহিদুর রহমান বলেন, প্রথমে ১৭ শিক্ষার্থীর বিষয়টি জানানো হলেও প্রকৃতপক্ষে ১২ শিক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য ও ফরম পূরণ নিশ্চিত করা হয়। তাদেরকে প্রবেশপত্র সরবরাহ করা হয়েছে। আজ তারা পরীক্ষায় অংশ নিয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হাসান বলেন, গতকাল রাতে বোর্ডে কার্যক্রম সম্পন্ন হওয়ায় ১২ জন পরীক্ষার্থীর কাছে প্রবেশ পত্র হস্তান্তর করা হয়েছে। তারা জিয়া কলেজ থেকে প্রবেশ পত্র নিয়ে শহরের আইডিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য