ঢাকা , শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ , ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকার এত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে না-শিক্ষা উপদেষ্টা দাবি আদায়ে এক মাসের আল্টিমেটাম শিক্ষকদের ফরিদপুরের কানাইপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা আ’লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও অভ্যুত্থান সর্বনাশ ডেকে আনছে তামাক শেখ হাসিনা-রেহানা টিউলিপের তিন মামলায় বাদীদের সাক্ষ্য গ্রহণ ডাকসু নির্বাচন নিয়ে অমনোযোগী ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে কাফনের কাপড় পরে বস্তিবাসীদের অবস্থান পাথর লুটে প্রশাসনের দায় আছে কিনা খতিয়ে দেখবে দুদক রাজস্ব ঘাটতি না কমলেও শুল্কছাড়ে উদার সরকার ধর্মভিত্তিক একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে-রিজভী জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার কৃষি খাতকে দখলে নিতে চায় যুক্তরাষ্ট্র, শঙ্কা প্রাণিসম্পদ উপদেষ্টার ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না-অর্থ উপদেষ্টা প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে কানাডা যাচ্ছেন সিইসি পণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতার নাভিশ্বাস বকশীগঞ্জের সাবেক মেয়র উত্তরা থেকে গ্রেফতার বরিশাল মেডিকেলের আন্দোলনের সঙ্গে একাত্মতা স্বাস্থ্যের ডিজির

আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৪:০১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৪:০১:৩১ অপরাহ্ন
আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্দোলনের কোনও সমাধান হয়নি বলে জানিয়েছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। সংগঠনটি জানিয়েছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘মার্চ টু এনবিআর’ ও পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি আগের মতোই চলবে। গতকাল রবিবার বিকেলে রাজধানীর এনবিআরের প্রধান কার্যালয়ের মূল ফটকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের মহাসচিব ও অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা। তিনি বলেন, সরকার একতরফাভাবে এনবিআরের সব স্তরের চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করেছে। এটি আমাদের দাবি ও বাস্তব সংকটের প্রতি চরম উদাসীনতা ও অগণতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ। সেহেলা সিদ্দিকা আরও বলেন, আমরা বারবার আলোচনার আহ্বান জানালেও সরকার প্রশাসনিক দমননীতির আশ্রয় নিচ্ছে। এনবিআর পুনর্গঠন ও রাজস্ব সংস্কার নিয়ে আমাদের ১১ দফা যৌক্তিক দাবি রয়েছে, যেগুলোর কোনও সুরাহা ছাড়াই আমাদের কর্মবিরতির বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংগঠনের নেতারা জানান, আজ সোমবার সকাল ১১টায় এনবিআর অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি দেশের সব কর অঞ্চল, কাস্টম হাউস ও শুল্ক স্টেশনেও শাটডাউন কর্মসূচি বহাল থাকবে। একইসঙ্গে তারা বলেন, আমরা সরকারকে আবারও আলোচনার টেবিলে আসার আহ্বান জানাচ্ছি। দাবি মেনে নেয়া হলে আমরা আন্দোলন প্রত্যাহার করতে প্রস্তুত। কিন্তু দমন-পীড়ন চালিয়ে এই ন্যায়সঙ্গত দাবি দমিয়ে রাখা যাবে না। প্রসঙ্গত, গত দুই মাস ধরে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা পৃথকীকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছেন। এতে দেশের রাজস্ব আহরণ, আমদানি-রফতানি কার্যক্রম এবং বাজেট বাস্তবায়নে নেতিবাচক প্রভাব পড়ছে বলে ব্যবসায়ী মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এর আগে একই দিন বিকালে সরকার এক বিবৃতিতে এনবিআরের আওতাধীন সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করে। সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার এই ঘোষণা এলো। ফলে পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স