ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

কুষ্টিয়ায় দুদকের মামলায় সাবেক সাব-রেজিস্ট্রারসহ দুজনের কারাদণ্ড

  • আপলোড সময় : ২২-০৫-২০২৪ ০৩:২৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৪ ০৩:২৩:৪৭ অপরাহ্ন
কুষ্টিয়ায় দুদকের মামলায় সাবেক সাব-রেজিস্ট্রারসহ দুজনের কারাদণ্ড কুষ্টিয়ায় দুদকের মামলায় সাবেক সাব-রেজিস্ট্রারসহ দুজনের কারাদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলায় সাবেক সাব-রেজিস্ট্রার আবদুস সাত্তারকে (৬৫) ৩ বছর এবং সার্ভেয়ার আবদুল মজিদকে (৫১) ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালতসেই সঙ্গে দুইজনকে পৃথকভাবে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালতগতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ (বিশেষ আদালত) এর বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেনদণ্ডপ্রাপ্তরা হলেন- মেহেরপুর সদর উপজেলার সাব-রেজিস্ট্রার (বর্তমানে অবসরপ্রাপ্ত) ও বরগুনা সদর উপজেলার সিংড়াবাড়ী এলাকার মৃত আবুল হাসেম হাওলাদেরর ছেলে আবদুস সাত্তার এবং মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার (বর্তমানে বরখাস্ত) ও মেহেরপুর পৌর এলাকার মৃত ইছাহক আলীর ছেলে আবদুল মজিদদুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানায়, মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ছিলেন আবদুল মজিদসরকারি কর্মচারী হওয়ার সুযোগ নিয়ে ভূমিহীনদের খাস জমি বন্দোবস্ত করে দেওয়ার জন্য রেজিস্ট্রেশনের কাজ প্রতারণা করে জাল হালিয়াতির মাধ্যমে ১৮টি দলিল সম্পাদন করেন তিনিএ ঘটনায় মেহেরপুর উপজেলা ভূমি অফিসের সাবেক প্রধান সহকারী কাম হিসাবরক্ষক (বর্তমানে মৃত) আমিনুর রহমান বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা করেনযার মামলা নম্বর-২৪, তারিখ ২৫/০৭/২০১১পরে সেই মামলায় তদন্ত শুরু করে দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক শহীদুল ইসলাম মোড়লতার বদলিজনিত কারণে পরবর্তীতে তদন্ত করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-পরিচালক আবদুল গাফ্ফারমামলার তদন্ত শেষে ২০১৭ সালের ১০ জুলাই ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭৭(ক)/২১৭/১০৯ ধারায় আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের তদন্তকারী কর্মকর্তাদীর্ঘ বিচারকার্য শেষে গতকাল মঙ্গলবার এ মামলায় রায়ের দিন ধার্য করেন আদালতকুষ্টিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট আল মুজাহিদ মিঠু জানান, দুদকের মামলায় মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসের সাবেক সাব-রেজিস্ট্রার আবদুস সাত্তারকে ৩ বছর এবং সার্ভেয়ার আবদুল মজিদকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালতসেই সঙ্গে দুইজনকে পৃথকভাবে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ