ঢাকা , শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ , ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকার এত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে না-শিক্ষা উপদেষ্টা দাবি আদায়ে এক মাসের আল্টিমেটাম শিক্ষকদের ফরিদপুরের কানাইপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা আ’লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও অভ্যুত্থান সর্বনাশ ডেকে আনছে তামাক শেখ হাসিনা-রেহানা টিউলিপের তিন মামলায় বাদীদের সাক্ষ্য গ্রহণ ডাকসু নির্বাচন নিয়ে অমনোযোগী ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে কাফনের কাপড় পরে বস্তিবাসীদের অবস্থান পাথর লুটে প্রশাসনের দায় আছে কিনা খতিয়ে দেখবে দুদক রাজস্ব ঘাটতি না কমলেও শুল্কছাড়ে উদার সরকার ধর্মভিত্তিক একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে-রিজভী জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার কৃষি খাতকে দখলে নিতে চায় যুক্তরাষ্ট্র, শঙ্কা প্রাণিসম্পদ উপদেষ্টার ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না-অর্থ উপদেষ্টা প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে কানাডা যাচ্ছেন সিইসি পণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতার নাভিশ্বাস বকশীগঞ্জের সাবেক মেয়র উত্তরা থেকে গ্রেফতার বরিশাল মেডিকেলের আন্দোলনের সঙ্গে একাত্মতা স্বাস্থ্যের ডিজির

গাইবান্ধায় ৬ বছরের শিশু ধর্ষণ, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৪:০৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৪:০৯:২৩ অপরাহ্ন
গাইবান্ধায় ৬ বছরের শিশু ধর্ষণ, গণপিটুনিতে অভিযুক্ত নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। এর আগে গত শনিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে গণপিটুনির ঘটনা ঘটে। ৫০ বছর বয়সী ওই অভিযুক্তের নাম হাবিল মিয়া। নিহত হাবিল মিয়া একই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত হাবিল মিয়া গত শুক্রবার বিকেলে প্রতিবেশী ওই শিশুকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে যৌন নিপীড়নের পর পালিয়ে যায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একই সঙ্গে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন নির্যাতিতা শিশুটির বাবা। এদিকে পরদিন গত শনিবার রাতে গ্রামবাসীরা হাবিলকে এলাকায় দেখতে পেয়ে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এতে গুরতর আহত হন হাবিল। পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে স্থানীয়দের ধারণা গণপিটুনিতে ঘটনাস্থলেই প্রাণ গেছে হাবিলের। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গণপিটুনির ঘটনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স