ঢাকা , রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ , ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রিচার্লিসনের জোড়া গোলে জয় দিয়ে মৌসুম শুরু হলো টটেনহ্যামের জয়ে দিয়ে মৌসুম শুরু করলো বার্সেলোনা প্রথম ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দিলো সিটি যে কারণে এশিয়া কাপ থেকে বাদ পড়লেন বাবর এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা দিলো পাকিস্তান ক্রিকেটের দুর্নীতি রোধে আজ ঢাকায় আসছেন অ্যালেক্স মার্শাল পাওয়ার হিটিং নিয়ে যা জানালেন ফাহিম ব্যাটে-বলে ব্যর্থতা অব্যাহত রাখলেন সাকিব প্রথমবার মিস ইউনিভার্সের মঞ্চে ফিলিস্তিনি তরুণী সিনেমা মুক্তির আগেই সমালোচনার মুখে জাহ্নবী বিশ্বের সুন্দরী অভিনেত্রীর তালিকায় তৃতীয় হলেন হানিয়া গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরাইল জুড়ে বিক্ষোভ পাকিস্তানে বন্যায় দেড় শতাধিক মানুষ নিখোঁজ সার্বিয়ায় সরকার বিরোধী আন্দোলনÑ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে বহু মানুষ আহত নতুন রাজনৈতিক দলগুলোর হালচাল বিমান সচিবের বিরুদ্ধে টিকিট সিন্ডিকেটকে সহযোগিতার অভিযোগ নির্বাচনে আ’লীগের অংশগ্রহণের সমাধান আইনি প্রক্রিয়ায়— বদিউল আলম পোশাক খাতে নতুন সম্ভাবনা চাঁদাবাজকে দেশে থাকতে দেবো না— স্বরাষ্ট্র উপদেষ্টা

ভুল থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রীয় স্বার্থে দায়িত্বশীল হতে হবে-এনবিআর চেয়ারম্যান

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৭:০৭:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৭:০৭:২৫ অপরাহ্ন
ভুল থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রীয় স্বার্থে দায়িত্বশীল হতে হবে-এনবিআর চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সবাইকে রাষ্ট্রীয় স্বার্থে আরও দায়িত্বশীল হতে হবে। তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এনবিআরকে আর এমন সংকটপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, আশা করছি, ভবিষ্যতে এ ধরনের সমস্যায় আর যেতে হবে না। সবাই অতীতের মতো দক্ষতা ও আন্তরিকতা নিয়ে কাজ করবে- এটাই আমার আহ্বান। তিনি জানান, গতকাল সোমবার সকাল পর্যন্ত চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৬০ হাজার কোটি টাকারও বেশি। গত ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় এ বছর রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হবে। আগামী কয়েক দিনে আরও কিছু রাজস্ব জমা হবে। চূড়ান্ত হিসাব পেতে ২-৩ সপ্তাহ সময় লাগবে, তবে আমরা আশাবাদী, গত বছরের চেয়ে বেশি আদায় হবে, বলেন এনবিআর চেয়ারম্যান। তবে গত কয়েক দিনের আন্দোলনের কারণে রাজস্ব আদায়ের প্রক্রিয়ায় কিছুটা ধাক্কা লেগেছে বলেও স্বীকার করেন তিনি। অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে মোট রাজস্ব আদায় হয়েছিল ৩ লাখ ৬৩ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের শুরুতে সরকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা, যা পরে সংশোধন করে ৪ লাখ ৬৫ হাজার কোটিতে নামিয়ে আনা হয়। এই প্রেক্ষাপটে শুধু এনবিআরের রাজস্ব আদায়েই ঘাটতি ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো আশঙ্কা করছে, যা এনবিআরের ইতিহাসে রেকর্ড ঘাটতি হিসেবেও বিবেচিত হতে পারে। চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, তবে ভবিষ্যতের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স