ঢাকা , বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হরমুজ প্রণালী অবরোধ ও মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ হতে পারে নিজস্ব মজুদ কমায় ইউক্রেনে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের ২ লাখ ৯৮ হাজার মানুষের মৃত্যু হতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিলে বিসিবির বাইরের যারা থাকবেন এশিয়া কাপের সম্ভাব্য সূচি প্রকাশ, একাধিকবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান চেলসি ছাড়লেন কেপা, আর্সেনালে নতুন যাত্রা বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষকের স্ত্রী-সন্তানের ভরণপোষণে মাসে ৪ লাখ রুপি দিতে হবে শামিকে রাজনৈতিক টানাপোড়েনে অনিশ্চিত ভারতের বাংলাদেশ সফর মিয়ানমারকে হারিয়ে নারী এশিয়ান কাপে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে সমতা ফেরাতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল, কোয়ার্টারে বরুশিয়ার মুখোমুখি যেসব কারণে হাইকোর্টে আসামিদের সাজা কমলো নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না-অর্থ উপদেষ্টা শেখ হাসিনাসহ তিন জনের পক্ষে শুনানি ৭ জুলাই যতক্ষণ দুঃখ প্রকাশ না করছো তোমরা শান্তি পাবে না শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সঙ্কট, নিরসনের উদ্যোগ ময়মনসিংহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০ লুটপাট-অগ্নিসংযোগ
৩ দাবিতে তথ্য আপা প্রকল্পের কর্মীদের মানববন্ধন

আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৭:৩৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৭:৩৯:৫৮ অপরাহ্ন
আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম
জনবলকে রাজস্ব খাতে চাকরি স্থানান্তরসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা। এ সময় ৩ দফা দাবি উত্থাপন করে কর্মসূচির ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণ করে আন্দোলনকারীরা। এদিন ‘তথ্য আপা’ মানববন্ধনে অংশ নিয়ে এনসিপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন সরকারকে ৪৮ ঘণ্টার মধ্যে উক্ত দাবি বাস্তবায়নের আলটিমেটাম দেন এবং দাবিগুলো উপেক্ষা করা হলে পরবর্তী কর্মসূচির হুঁশিয়ারি দেন। সমাবেশ শেষে তথ্য আপার জনবল ও বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধি মিলিতভাবে এক সংহতি ও বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে নারী ও শিশু মন্ত্রণালয়ের অধীন তথ্য আপা প্রকল্পে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। আমরা তথ্যপ্রযুক্তিতে প্রবেশ, স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা, কৃষি ও ক্ষুদ্র ব্যবসা সংক্রান্ত সেবা দিতে গ্রামীণ নারীদের ক্ষমতায়নে কাজ করছি। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকল্পের জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং অনিশ্চয়তা, বেতন কর্তন ও ভবিষ্যৎ নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।
মানববন্ধনে মুখ্য প্রবন্ধ পাঠ করেন তথ্য আপা আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি সংগীতা সরকার। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত অবস্থায় থাকা তথ্য আপা কর্মীদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের এখনই সময়। তাদের দাবিগুলো হলো-প্রতিশ্রুতি অনুযায়ী নারী ও শিশু মন্ত্রণালযয়ের অধীন তথ্য আপা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) জনবলের জন্য পদ সৃষ্টি করে চাকরি রাজ স্বখাতে স্থানান্ত করতে হবে; কেটে নেওয়া বেতনসহ অন্যান্য ভাতা দ্রুত পরিশোধ করতে হবে এবং সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় আলোচনায় বসতে হবে ও আত্তীকরণের রোডম্যাপ লিখিত প্রজ্ঞাপন হিসেবে দিতে হবে। চাকরি রাজ স্বখাতে স্থানান্তসহ বিভিন্ন দাবিতে গত ২৮ মে থেকে লাগাতার আন্দোলন করছেন তথ্য আপা প্রকল্পের কর্মীরা।
সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, এবি পার্টির আন্তর্জাতিক ও ছায়া বিষয়ক কমিটির সদস্য হাজরা মেহেজাবীন, এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, বাসদ (মার্কসবাদী) এর সমন্বয়ক মাসুদ রানা, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া, গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য মারজিয়া প্রভা, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ফেডারেশনের সাধারণ সম্পাদক  ড. হারুন উর রশীদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সভাপতি আরমানুল হক।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ