ঢাকা , বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হরমুজ প্রণালী অবরোধ ও মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ হতে পারে নিজস্ব মজুদ কমায় ইউক্রেনে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের ২ লাখ ৯৮ হাজার মানুষের মৃত্যু হতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিলে বিসিবির বাইরের যারা থাকবেন এশিয়া কাপের সম্ভাব্য সূচি প্রকাশ, একাধিকবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান চেলসি ছাড়লেন কেপা, আর্সেনালে নতুন যাত্রা বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষকের স্ত্রী-সন্তানের ভরণপোষণে মাসে ৪ লাখ রুপি দিতে হবে শামিকে রাজনৈতিক টানাপোড়েনে অনিশ্চিত ভারতের বাংলাদেশ সফর মিয়ানমারকে হারিয়ে নারী এশিয়ান কাপে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে সমতা ফেরাতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল, কোয়ার্টারে বরুশিয়ার মুখোমুখি যেসব কারণে হাইকোর্টে আসামিদের সাজা কমলো নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না-অর্থ উপদেষ্টা শেখ হাসিনাসহ তিন জনের পক্ষে শুনানি ৭ জুলাই যতক্ষণ দুঃখ প্রকাশ না করছো তোমরা শান্তি পাবে না শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সঙ্কট, নিরসনের উদ্যোগ ময়মনসিংহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০ লুটপাট-অগ্নিসংযোগ

ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৭:৪২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৭:৪২:১২ অপরাহ্ন
ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া
১ জুলাই দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন। বরাবরই এদিনটি তিনি তার পরিবারের সঙ্গে পালন করেন। কিন্তু এবছর এর ব্যত্যয় ঘটেছে। এই মুহূর্তে তিনি কলকাতায় অবস্থান করছেন। সেখানে তার জন্মদিন পালন হচ্ছে। জয়া তার ‘ডিয়ার মা’ সিনেমার প্রচার নিয়ে এখন কলকাতায় ব্যস্ত সময় পার করছেন। ছবিটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। তাছাড়া, ‘অর্ধাঙ্গিনী ২’ সিনেমার শুটিংও চলছে কলকাতার বিভিন্ন জায়গায়। সেখানেও অংশ নিচ্ছেন জয়া। এমন ব্যস্ততার মধ্যেই গত সোমবার রাতে আয়োজন করা হয়েছে অভিনেত্রীর জন্মদিনের অনুষ্ঠান। দক্ষিণ কলকাতার একটি রেস্তেরাঁয় এ আয়োজন করা হয়েছিল। এ জন্য আনা হয় জয়ার পছন্দের চকলেট কেক। এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, অনেক বছর পরে এভাবে জন্মদিন পালন হচ্ছে। ঢাকাতেও এভাবে কখনো জন্মদিন উদযাপন করেননি। জয়া আরও জানান, ১ জুলাই মানে জন্মদিনটা শুটিং করেই তার কাটবে। তবে জন্মদিনে উপহার পেতে এখনো ভালোবাসেন তিনি। প্রাক-জন্মদিন উদযাপনে রাখা হয় জয়ার পছন্দের নলেন গুড়ের পায়েস। কেক কাটা পর্ব শেষ হতেই পর্দার মা সোনালি গুপ্ত নিজে হাতে জয়াকে কেক খাইয়ে দেন। তবে এ জন্মদিনে মায়ের সঙ্গে দেখা হবে না জয়ার। কারণ তিনি ঢাকায় রয়েছেন। এ প্রসঙ্গে জয়া বলেন, ‘মা আমার জন্মদিনে অনেক কিছুই আয়োজন করেন লুকিয়ে লুকিয়ে। তবে শেষ পর্যন্ত কিছুই লুকিয়ে রাখতে পারেন না। এবার মাকে খুব মিস করব। একটু আগেই ভিডিও কলে কথা বললাম মায়ের সঙ্গে। বললাম, জন্মদিনে এ প্রথমবার পায়েস খেলাম। আমাদের পায়েস খাওয়ার চল নেই। মা শুনে খুব খুশি হলেন। তবে এই উদযাপন আমার সারা জীবন মনে থাকবে।’ ‘ডিয়ার মা’ সিনেমায় জয়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, সায়ন মুন্সী প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ