ঢাকা , রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ , ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রিচার্লিসনের জোড়া গোলে জয় দিয়ে মৌসুম শুরু হলো টটেনহ্যামের জয়ে দিয়ে মৌসুম শুরু করলো বার্সেলোনা প্রথম ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দিলো সিটি যে কারণে এশিয়া কাপ থেকে বাদ পড়লেন বাবর এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা দিলো পাকিস্তান ক্রিকেটের দুর্নীতি রোধে আজ ঢাকায় আসছেন অ্যালেক্স মার্শাল পাওয়ার হিটিং নিয়ে যা জানালেন ফাহিম ব্যাটে-বলে ব্যর্থতা অব্যাহত রাখলেন সাকিব প্রথমবার মিস ইউনিভার্সের মঞ্চে ফিলিস্তিনি তরুণী সিনেমা মুক্তির আগেই সমালোচনার মুখে জাহ্নবী বিশ্বের সুন্দরী অভিনেত্রীর তালিকায় তৃতীয় হলেন হানিয়া গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরাইল জুড়ে বিক্ষোভ পাকিস্তানে বন্যায় দেড় শতাধিক মানুষ নিখোঁজ সার্বিয়ায় সরকার বিরোধী আন্দোলনÑ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে বহু মানুষ আহত নতুন রাজনৈতিক দলগুলোর হালচাল বিমান সচিবের বিরুদ্ধে টিকিট সিন্ডিকেটকে সহযোগিতার অভিযোগ নির্বাচনে আ’লীগের অংশগ্রহণের সমাধান আইনি প্রক্রিয়ায়— বদিউল আলম পোশাক খাতে নতুন সম্ভাবনা চাঁদাবাজকে দেশে থাকতে দেবো না— স্বরাষ্ট্র উপদেষ্টা

এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৭:৪৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৭:৪৮:৩০ অপরাহ্ন
এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’
প্রভাস থেকে অক্ষয় কুমার- কান্নাপ্পা স্টার কাস্ট ফি: বিষ্ণু মাঞ্চুর বহুল প্রতীক্ষিত পৌরাণিক সিনেমা ‘কান্নাপ্পা’ ভক্তদের মধ্যে প্রচুর উত্তেজনা তৈরি করেছিল। একজন নয়, অনেক সুপারস্টারকে একসঙ্গে দেখা যাচ্ছে এই ছবিতে। প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসে শক্তিশালী শুরুর পরই বড় ধাক্কা খেল ‘কান্নাপ্পা’! মুক্তির শুরুতেই সিনেমাটি পড়েছে পাইরেসির কবলে! অভিনেতা ও প্রযোজক ভক্তদের ফাঁস হওয়া সংস্করণ বর্জনের আহ্বান জানিয়ে আইনসম্মতভাবে সিনেমা দেখার অনুরোধ করেছেন। সম্প্রতি এক্স-দেয়া এক পোস্টে বিষ্ণু মঞ্চু লেখেন, “প্রিয় সিনেমাপ্রেমীরা, ‘কান্নাপ্পা’ পাইরেসির আক্রমণের শিকার। ইতোমধ্যে ৩০ হাজারের বেশি অবৈধ লিংক সরিয়ে ফেলা হয়েছে।” তিনি আরও লেখেন, “পাইরেসি মানে চুরি-সরলভাবে বললে এটাই সত্য। আমরা আমাদের সন্তানদের চুরি করতে শেখাই না। পাইরেটেড কনটেন্ট দেখা ঠিক একই রকম অপরাধ। অনুগ্রহ করে এটি উৎসাহিত করবেন না। সঠিকভাবে সিনেমাকে সমর্থন করুন। হর হর মহাদেব।” এটি প্রথম নয়, এর আগেও অনেক বড় বাজেটের দক্ষিণী ছবি অনলাইনে ফাঁস হয়েছে। রাম চরণ অভিনীত ‘গেম চেঞ্জার’, নাগা চৈতন্যের ‘থাণ্ডেল’ এবং মোহনলালের ‘থুদারুম’ এরকম অনাকাক্সিক্ষত পরিস্থিতির শিকার হয়েছিল। ‘গেম চেঞ্জার’-এর একটি এইচডি কপি মুক্তির দিনই অনলাইনে ছড়িয়ে পড়ে, এমনকি এক স্থানীয় টিভি চ্যানেলে সম্প্রচারও হয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। এদিকে, গত শুক্রবার মুক্তি পায় ‘কান্নাপ্পা’। মুক্তির প্রথম তিন দিনে আয় ২৩.৭৫ কোটি রুপি। পাইরেসির প্রভাব কতোটা পড়েছে, তার প্রমাণ মেলে- ছুটির দিন রোববারের আয় দেখেও। এদিন সিনেমাটি আয় করে মাত্র ৭.২৫ কোটি রুপি! যে কারণে বিশাল লোকসানের মুখে পড়তে যাচ্ছে ‘কান্নাপ্পা’। কারণ সিনেমাটির মোট বাজেট প্রায় ২০০ কোটি রুপি! এই হিসাব অনুযায়ী, ভারতীয় বক্স অফিসে ‘সেফ জোনে’ পৌঁছানো এখন কার্যত অসম্ভব বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা। সিনেমাটি বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মুকেশ কুমার সিং পরিচালিত পৌরাণিক এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন মোহন বাবু। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিষ্ণু মঞ্চু। তার সঙ্গে আছেন প্রীতি মুখুন্ধন, কাজল আগরওয়াল, আর. শরথকুমারসহ আরও অনেকে। বিশেষ উপস্থিতিতে দেখা গেছে অক্ষয় কুমার, প্রভাস ও মোহনলালকে। ছবিটির মূল কাহিনি এক আদিবাসী যোদ্ধা কান্নাপ্পাকে ঘিরে, যিনি পরবর্তীতে ভগবান শিবের অন্যতম শ্রেষ্ঠ ভক্তে পরিণত হন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স