ঢাকা , বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হরমুজ প্রণালী অবরোধ ও মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ হতে পারে নিজস্ব মজুদ কমায় ইউক্রেনে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের ২ লাখ ৯৮ হাজার মানুষের মৃত্যু হতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিলে বিসিবির বাইরের যারা থাকবেন এশিয়া কাপের সম্ভাব্য সূচি প্রকাশ, একাধিকবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান চেলসি ছাড়লেন কেপা, আর্সেনালে নতুন যাত্রা বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষকের স্ত্রী-সন্তানের ভরণপোষণে মাসে ৪ লাখ রুপি দিতে হবে শামিকে রাজনৈতিক টানাপোড়েনে অনিশ্চিত ভারতের বাংলাদেশ সফর মিয়ানমারকে হারিয়ে নারী এশিয়ান কাপে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে সমতা ফেরাতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল, কোয়ার্টারে বরুশিয়ার মুখোমুখি যেসব কারণে হাইকোর্টে আসামিদের সাজা কমলো নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না-অর্থ উপদেষ্টা শেখ হাসিনাসহ তিন জনের পক্ষে শুনানি ৭ জুলাই যতক্ষণ দুঃখ প্রকাশ না করছো তোমরা শান্তি পাবে না শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সঙ্কট, নিরসনের উদ্যোগ ময়মনসিংহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০ লুটপাট-অগ্নিসংযোগ

শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৭:৫৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৭:৫৪:২৬ অপরাহ্ন
শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’
ভক্তদের জন্য বড় চমক নিয়ে এলেন ভিন ডিজেল। বহুপ্রতীক্ষিত ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের শেষ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করেছেন তিনি। শুধু তাই নয়, দীর্ঘ এক দশক পর পর্দায় ফিরছেন প্রয়াত পল ওয়াকারের জনপ্রিয় চরিত্র ব্রায়ান ও’কনর। ক্যালিফোর্নিয়ার পোমোনায় অনুষ্ঠিত ফুয়েলফেস্টে হাজির হয়ে ভিন ডিজেল জানান, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের শেষ পর্ব মুক্তি পাবে ২০২৭ সালের এপ্রিল মাসে। দর্শকদের উল্লাসের মধ্যেই তিনি জানান, স্টুডিও তার কাছে তিনটি শর্ত মেনে নিতে বলেছিল শেষ ছবি নির্মাণের জন্য। ভিন বলেন, ‘আমি বলেছি, তিনটি শর্ত মানলে ছবিটি করব। প্রথমত, ফ্র্যাঞ্চাইজিকে ফিরিয়ে আনতে হবে লস অ্যাঞ্জেলেসে। দ্বিতীয়ত, ফিরে যেতে হবে আসল গতি, রাস্তাঘাট, আর গাড়ির সংস্কৃতিতে। আর তৃতীয়ত, ফিরিয়ে আনতে হবে ব্রায়ান ও’কনরকে।’ ছবিতে ব্রায়ান ও’কনর চরিত্রে অভিনয় করেছিলেন পল ওয়াকার। তিনি ২০১৩ সালে একটি মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মারা যান। মৃত্যুর সময় তিনি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবির শুটিংয়ে ছিলেন। সেসময় তার কিছু দৃশ্য সম্পন্ন করতে তার ভাইদের সহায়তায় এবং সিজিআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। যদিও ব্রায়ান চরিত্রটি কীভাবে ফিরবে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি ভিন ডিজেল। তবে সাম্প্রতিক বছরগুলোতে হলিউডে প্রয়াত অভিনেতাদের চরিত্র সিজিআই ও বডি ডাবলের মাধ্যমে ফিরিয়ে আনার নজির রয়েছে। যেমন ক্যারি ফিশারের ‘লিয়া অর্গানা’ (রোউগ ওয়ান), ক্রিস্টোফার রিভের ‘সুপারম্যান’ (দ্য ফ্ল্যাশ) ও ইয়ান হোমের ‘অ্যাশ’ (এলিয়েন: রোমুলাস)। ২০১৫ সালে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবির শেষ দৃশ্যে ব্রায়ান ও ডমিনিক (ভিন ডিজেল) একসঙ্গে একটি রাস্তা ধরে গাড়ি চালিয়ে যান। শেষ কোয়ার্টার মাইল দৌড়ের পর দুইটি রাস্তা আলাদা হয়ে যায়। ব্রায়ান যায় একদিকে, ডম অন্যদিকে। ওই আবেগঘন দৃশ্য দিয়ে চরিত্রটিকে বিদায় জানানো হয়েছিল। সিরিজের শেষ ছবি হবে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’। এটি ‘ফাস্ট এক্স’র সরাসরি সিক্যুেয়ল। ‘ফাস্ট এক্স’- এ ডম ও তার দল মুখোমুখি হয়েছিল অতীত থেকে উদয় হওয়া এক প্রতিহিংসাপরায়ণ চরিত্র দান্তে রেইয়েসের (জেসন মোমোয়া)। পরিচালক লুই লেটারিয়ার জানিয়েছেন, সিরিজের শেষ ছবি হবে আবেগঘন এক সমাপ্তি। ‘আপনারা কাঁদবেন’, বলেন তিনি। ‘এটা খুবই দুঃখের হবে। আমাদের চোখে এরা আধুনিক যুগের সাধু। কেউ কেউ অলৌকিক কিছু ঘটায়, কেউ কেউ নিজেদের উৎসর্গ করে বৃহত্তর কল্যাণের জন্য’-যোগ করেন তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ