ঢাকা , সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ , ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রিচার্লিসনের জোড়া গোলে জয় দিয়ে মৌসুম শুরু হলো টটেনহ্যামের জয়ে দিয়ে মৌসুম শুরু করলো বার্সেলোনা প্রথম ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দিলো সিটি যে কারণে এশিয়া কাপ থেকে বাদ পড়লেন বাবর এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা দিলো পাকিস্তান ক্রিকেটের দুর্নীতি রোধে আজ ঢাকায় আসছেন অ্যালেক্স মার্শাল পাওয়ার হিটিং নিয়ে যা জানালেন ফাহিম ব্যাটে-বলে ব্যর্থতা অব্যাহত রাখলেন সাকিব প্রথমবার মিস ইউনিভার্সের মঞ্চে ফিলিস্তিনি তরুণী সিনেমা মুক্তির আগেই সমালোচনার মুখে জাহ্নবী বিশ্বের সুন্দরী অভিনেত্রীর তালিকায় তৃতীয় হলেন হানিয়া গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরাইল জুড়ে বিক্ষোভ পাকিস্তানে বন্যায় দেড় শতাধিক মানুষ নিখোঁজ সার্বিয়ায় সরকার বিরোধী আন্দোলনÑ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে বহু মানুষ আহত নতুন রাজনৈতিক দলগুলোর হালচাল বিমান সচিবের বিরুদ্ধে টিকিট সিন্ডিকেটকে সহযোগিতার অভিযোগ নির্বাচনে আ’লীগের অংশগ্রহণের সমাধান আইনি প্রক্রিয়ায়— বদিউল আলম পোশাক খাতে নতুন সম্ভাবনা চাঁদাবাজকে দেশে থাকতে দেবো না— স্বরাষ্ট্র উপদেষ্টা

আমতলীতে একাধিকবার ধর্ষণের পর বিয়ের প্রস্তাব নাকোচ করায় কলেজ শিক্ষার্থী আত্মহত্যা।

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৭:৩০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৭:৩০:৩৬ অপরাহ্ন
আমতলীতে একাধিকবার ধর্ষণের পর বিয়ের প্রস্তাব নাকোচ করায় কলেজ শিক্ষার্থী আত্মহত্যা।
আমতলীতে একাধিকবার ধর্ষণের পর বিয়ের প্রস্তাব নাকোচ করায় কলেজ শিক্ষার্থী আত্মহত্যা।
আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার হয়ে অবশেষে আত্মহত্যার পথ বেঁচে নিলেন তানজিলা (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী।অভিযুক্ত প্রেমিক রাকিব চৌকিদার (১৯) বিয়েতে অস্বীকৃতি জানালে ওই তরুণী গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১ জুলাই) রাতে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামে ভিকটিমের বসত বাড়ীতে।
কলেজ শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, প্রতিবেশী রাকিব দীর্ঘদিন ধরে কলেজ শিক্ষার্থী তালজিলাকে উত্যক্ত করে আসছে। একপর্যায়ে তানজিলা ঢাকায় গিয়ে একটি পোশাক কারখানায় চাকরি নেয়। সেখানেও রাকিব যোগাযোগ রেখে একপর্যায়ে তানজিলার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের প্রলোভনে একাধিকবার তানজিলাকে ধর্ষণ করে। চলতি বছরের মার্চ মাসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাকিব তানজিলাকে বাড়ি নিয়ে আসে। কিন্তু গত তিন মাসে বিয়ে না করেই নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে।
মঙ্গলবার সকালে প্রেমিক রাকিব তানজিলাকে ফোনে জানিয়ে দেয় সে বিয়ে করতে পারবে না। এতে মানসিকভাবে ভেঙে পড়ে তানজিলা। একপর্যায়ে রাত ৮টার দিকে তানজিলা ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।
এলাকাবাসী জানায়, ঘটনার পর থেকে প্রেমিক  রাকিব ও তার পরিবারের সদস্যরা বাড়ী-ঘর ছেড়ে পলাতক রয়েছে।
কলেজ শিক্ষার্থীর বাবা কালাম গাজী বলেন, রাকিব আমার মেয়েকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে বিয়ে না করে উল্টো আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করে আমাদের সম্মানহানি ঘটিয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।

আমতলী থানার  অফিসার ইনচার্জ  (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 আমতলী(বরগুনা)প্রতিনিধি

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য