ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি

২২ তারিখের ৬ এর পাতার বাকী সব নিউজ

  • আপলোড সময় : ২২-০৫-২০২৪ ০৪:০০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৪ ০৪:০০:৩৯ অপরাহ্ন
২২ তারিখের ৬ এর পাতার বাকী সব নিউজ
সাভারে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ কর্মকর্তা  নিহত স্ত্রী
সাভার প্রতিনিধি
ঢাকার সাভারে অজ্ঞাত গাড়িচাপায় হাফিজা আক্তার তানিয়া (৩০) নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন ওই পুলিশ কর্মকর্তা গত রোববার  রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাদুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত হাফিজা আক্তার তানিয়ার স্বামী আরিফ হাসান ধানমন্ডি থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত
পুলিশ জানায়, স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে ঢাকা ফিরছিলেন এসআই আরিফ হাসান পথে অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলকে চাপা দেয় এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন দ্রুত তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তানিয়াকে মৃত ঘোষণা করেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক ইউসুফ আলী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তানিয়া মারা যান বর্তমানে আরিফ হাসান এই হাসপাতালে চিকিসাধীন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় এসআই আরিফ হাসানের স্ত্রী তানিয়া মারা গেছেন এ ঘটনায় আহত হয়েছেন আরিফ হাসান তবে কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা এখনো জানা যায়নি
শ্যামনগরে টর্নেডোর তাণ্ডব শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে টর্নেডোর তাণ্ডবে শতাধিক কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে উপড়ে পড়েছে বেশ কিছু গাছ তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি গত রোববার বিকেলে উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী, পূর্ব কৈখালি ও জয়াখালী এলাকায় টর্নেডো এ তাণ্ডব চালায়
কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে হঠা পাঁচ নদীর মোহনার দিক থেকে প্রচণ্ড বেগে একটি টর্নেডো ধেয়ে আসে মুহূর্তেই এলাকার শতাধিক টিনশেড ও কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায় 
বিষয়টি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে জানানো হয়েছে এরই মধ্যে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি ঘটনাস্থল পরিদর্শন করেছেন চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহযোগিতা করা হবে 


যুক্তরাজ্যে যাচ্ছে সীতাকুণ্ডের লিচু
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
নানা জাতের সবজি ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে রফতানির পর এবার সীতাকুণ্ডের লিচু যাচ্ছে ইউরোপের ইউকে ও এশিয়ার মালদ্বীপে সম্প্রতি পরীক্ষামূলকভাবে উপজেলা থেকে বোম্বাই জাতের তিন হাজার লিচু পাঠানোর মধ্য দিয়ে এই রফতানি শুরু হয় এর মধ্য দিয়ে উপজেলার কৃষি আরো সমৃদ্ধ হলো বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন
স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের পাহাড় ও সমতল ভূমিতে নানা রকম লিচুর ফলন হয় এ লিচু এতকাল স্থানীয় ও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হতো কিন্তু এবারই প্রথম ঢাকার এক পাইকার পরীক্ষামূলকভাবে সীতাকুণ্ড থেকে লিচু সংগ্রহ করে তা পরীক্ষামূলকভাবে পাঠিয়েছেন ইউরোপের দেশ যুক্তরাজ্য ও এশিয়ার মালদ্বীপে এ বিষয়ে সঙ্গে কথা বলেন সীতাকুণ্ড পৌর সদরের ইদিলপুর গ্রামের লিচু উপাদনকারী প্রবীণ কৃষক মো. আবুল মনছুরের ছেলে মাহমুদ হাসান শিশির তিনি বলেন, সীতাকুণ্ড পাহাড়ে এক হাজার লিচুগাছের একটি বাগান আছে তাদের এই বাগানে প্রচুর বোম্বাই জাতের লিচুর চাষ হয়েছে সম্প্রতি ঢাকার একটি প্রতিষ্ঠান এই লিচু নেয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছে তারা লিচু বিদেশে পাঠাতে চায়
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শ্যামবাজারের রফতানিকারক প্রতিষ্ঠান এস কে ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এ এস খান বলেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে এবারই প্রথম পাহাড়ি বোম্বাই জাতের লিচু সংগ্রহ করে আকাশপথে যুক্তরাজ্য ও এশিয়ার মালদ্বীপে পাঠিয়েছিতিনি আরো বলেন, ‘এই লিচু স্বাদে ও আকারে ভালো তবু পরীক্ষামূলক তিন হাজার পিস লিচু পাঠিয়েছিএই লিচু সেখানে পছন্দ করলে আরো বেশি লিচু কিনে নিয়ে যাবে এই রফতানিকারক প্রতিষ্ঠানটি সীতাকুণ্ড কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুল্লাহ বলেন, সীতাকুণ্ড পাহাড় ও সমতলভূমি মিলে ২৭ হেক্টর জায়গায় শতাধিক কৃষক সুমিষ্ট বোম্বাই ও চায়না থ্রি জাতের লিচুর আবাদ করেছেন কৃষি বিভাগ সব সময় কৃষকদের এই লিচু চাষে উদ্বুদ্ধ করেছে তিনি বলেন, এখান থেকে লিচু পরীক্ষামূলকভাবে বিদেশের মাটিতে যাচ্ছে, এটা আমাদের কৃষির সফলতা এতে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন হবে, অন্যদিকে কৃষকরাও আর্থিকভাবে সচ্ছল হবেন

 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য