ঢাকা , সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ , ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রিচার্লিসনের জোড়া গোলে জয় দিয়ে মৌসুম শুরু হলো টটেনহ্যামের জয়ে দিয়ে মৌসুম শুরু করলো বার্সেলোনা প্রথম ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দিলো সিটি যে কারণে এশিয়া কাপ থেকে বাদ পড়লেন বাবর এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা দিলো পাকিস্তান ক্রিকেটের দুর্নীতি রোধে আজ ঢাকায় আসছেন অ্যালেক্স মার্শাল পাওয়ার হিটিং নিয়ে যা জানালেন ফাহিম ব্যাটে-বলে ব্যর্থতা অব্যাহত রাখলেন সাকিব প্রথমবার মিস ইউনিভার্সের মঞ্চে ফিলিস্তিনি তরুণী সিনেমা মুক্তির আগেই সমালোচনার মুখে জাহ্নবী বিশ্বের সুন্দরী অভিনেত্রীর তালিকায় তৃতীয় হলেন হানিয়া গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরাইল জুড়ে বিক্ষোভ পাকিস্তানে বন্যায় দেড় শতাধিক মানুষ নিখোঁজ সার্বিয়ায় সরকার বিরোধী আন্দোলনÑ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে বহু মানুষ আহত নতুন রাজনৈতিক দলগুলোর হালচাল বিমান সচিবের বিরুদ্ধে টিকিট সিন্ডিকেটকে সহযোগিতার অভিযোগ নির্বাচনে আ’লীগের অংশগ্রহণের সমাধান আইনি প্রক্রিয়ায়— বদিউল আলম পোশাক খাতে নতুন সম্ভাবনা চাঁদাবাজকে দেশে থাকতে দেবো না— স্বরাষ্ট্র উপদেষ্টা

জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল, কোয়ার্টারে বরুশিয়ার মুখোমুখি

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৮:৪৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৮:৪৬:৩৭ অপরাহ্ন
জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল, কোয়ার্টারে বরুশিয়ার মুখোমুখি
ফিফা ক্লাব বিশ্বকাপে জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোয় ইতালির জায়ান্ট ক্লাব জুভেন্টাসকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের একমাত্র গোলটি করেন তরুণ স্প্যানিশ স্ট্রাইকার গানসালো গার্সিয়া। এই জয়ে কোয়ার্টার ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ হচ্ছে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড।
ম্যাচের শুরু থেকেই দুই দল বলের দখল ধরে রাখার লড়াইয়ে সমানতালে পাল্টা আক্রমণ চালায়। প্রথমার্ধে রিয়ালের আক্রমণভাগ ছিল তুলনামূলক বেশি সক্রিয়। রিয়ালের মোট ২২টি শটের মধ্যে ১১টি লক্ষ্যভেদী হলেও গোলের দেখা মেলেনি। বিপরীতে জুভেন্টাসের ছয়টি শটের মাত্র দুটি ছিল লক্ষ্যে। একাধিক ভালো সুযোগ নষ্ট হওয়ার পরও প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫৪ মিনিটে ডান প্রান্ত থেকে ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের নিচু ক্রস থেকে উড়ে গিয়ে হেড করেন গার্সিয়া। তার হেড ঠেকানোর কোনো উপায় ছিল না জুভেন্টাস গোলরক্ষক মিশেল ডি গ্রেগোরিওর। চলতি আসরে এটি গার্সিয়ার তৃতীয় গোল। ৬৮ মিনিটে গার্সিয়াকে তুলে মাঠে নামানো হয় ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে, যিনি জ্বরের কারণে আগের ম্যাচগুলোতে খেলতে পারেননি। মাঠে নেমে কিছু আক্রমণ তৈরি করলেও গোলের দেখা পাননি তিনি।
ম্যাচের শেষ দিকে জুভেন্টাসের কোলো মুয়ানি রিয়াল বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন জানান। কিন্তু রেফারি সেই আবেদন নাকচ করে দিলে জুভেন্টাসের বিদায় অনিবার্য হয়ে যায়। ম্যাচ শেষে রিয়াল কোচ জাবি আলনসো গার্সিয়ার প্রশংসা করে জানান, এই তরুণ স্ট্রাইকারের মধ্যে উন্নতির স্পষ্ট ইঙ্গিত তিনি দেখছেন এবং কোয়ার্টার ফাইনালের আগে তার সঙ্গে প্রতিদিন কথা বলছেন, যাতে আরও ভালো পারফরম্যান্সের জন্য প্রস্তুত রাখা যায়।
এর আগে গত মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের আটলান্টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে শেষ ষোলোর আরেক ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড ২-১ ব্যবধানে হারায় মেক্সিকোর মন্তেরেকে। ম্যাচের ১৪ মিনিটেই করিম আদিয়েমির পাস থেকে গোল করেন সারহাউ গুইরেসি। পরে ২৪ মিনিটে একই সমন্বয়ে আরও একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন গুইরেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে মন্তেরে একটি গোল শোধ করলেও আর সমতায় ফিরতে পারেনি।
এদিকে, ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সব সূচিও চূড়ান্ত হয়েছে। বাংলাদেশের সময় অনুযায়ী ৬ জুলাই (শনিবার) রাত ২টা মেটলাইফ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ডের। একই পর্বে খেলবে আল হিলাল, ফ্লুমিনেন্স, পালমেইরাস, চেলসি, পিএসজি এবং বায়ার্ন মিউনিখ। শেষ ষোলোয় আল হিলাল ম্যানচেস্টার সিটিকে ৪-৩ ব্যবধানে হারিয়ে বড় চমক উপহার দিয়েছে। আর ফ্লুমিনেন্স পরাজিত করেছে ইন্টার মিলানকে।
চলতি আসরের উত্তেজনা একেবারে তুঙ্গে। সেমিফাইনাল ও ফাইনালের লড়াই শুরু হবে ৯ জুলাই থেকে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই। রিয়াল মাদ্রিদ তাদের অভিজ্ঞতা আর ধারাবাহিকতার জোরে ষষ্ঠ শিরোপার খোঁজে এগিয়ে গেলেও জুভেন্টাসের বিদায় এবারের আসরে তাদের ভক্তদের জন্য হতাশারই হয়ে থাকল।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স