ঢাকা , বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হরমুজ প্রণালী অবরোধ ও মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ হতে পারে নিজস্ব মজুদ কমায় ইউক্রেনে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের ২ লাখ ৯৮ হাজার মানুষের মৃত্যু হতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিলে বিসিবির বাইরের যারা থাকবেন এশিয়া কাপের সম্ভাব্য সূচি প্রকাশ, একাধিকবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান চেলসি ছাড়লেন কেপা, আর্সেনালে নতুন যাত্রা বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষকের স্ত্রী-সন্তানের ভরণপোষণে মাসে ৪ লাখ রুপি দিতে হবে শামিকে রাজনৈতিক টানাপোড়েনে অনিশ্চিত ভারতের বাংলাদেশ সফর মিয়ানমারকে হারিয়ে নারী এশিয়ান কাপে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে সমতা ফেরাতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল, কোয়ার্টারে বরুশিয়ার মুখোমুখি যেসব কারণে হাইকোর্টে আসামিদের সাজা কমলো নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না-অর্থ উপদেষ্টা শেখ হাসিনাসহ তিন জনের পক্ষে শুনানি ৭ জুলাই যতক্ষণ দুঃখ প্রকাশ না করছো তোমরা শান্তি পাবে না শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সঙ্কট, নিরসনের উদ্যোগ ময়মনসিংহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০ লুটপাট-অগ্নিসংযোগ

রাজনৈতিক টানাপোড়েনে অনিশ্চিত ভারতের বাংলাদেশ সফর

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৮:৪৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৮:৪৮:৫৮ অপরাহ্ন
রাজনৈতিক টানাপোড়েনে অনিশ্চিত ভারতের বাংলাদেশ সফর
বাংলাদেশের মাটিতে বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আয়োজনের সম্ভাবনা এখন ঘোর অনিশ্চয়তায়। দুই মাস আগে ঘোষিত সূচি অনুযায়ী ১৩ আগস্ট ঢাকায় পা রাখার কথা ছিল ভারতের জাতীয় ক্রিকেট দলের। সফরে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ঢাকা ও চট্টগ্রামে। কিন্তু দিল্লির রাজনৈতিক মনোভাব বদলে যাওয়ায় এই সফর নির্ধারিত সময়ে হচ্ছে না বলেই দৃঢ় আভাস মিলছে।
গতকাল বুধবার বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বাংলাদেশ সফরের জন্য সবুজ সংকেত পায়নি। দিল্লির একাধিক শীর্ষ সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ভারত-বাংলাদেশের মধ্যকার বর্তমান শীতল কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতে বিরূপ মনোভাব তৈরি হওয়াই এই সফরকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিবিসিকে বলেন, “এ মুহূর্তে ভারতের ক্রিকেট দলের বাংলাদেশ সফর কোনো ইতিবাচক বার্তা দেবে না।”
সূচি অনুযায়ী, ১৭ আগস্ট মিরপুরে শুরু হওয়ার কথা প্রথম ওয়ানডে ম্যাচের। সিরিজ শেষ হওয়ার কথা ৩১ আগস্ট-এর মধ্যে। সিরিজ শেষে ১ সেপ্টেম্বর ঢাকা ছাড়ার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু গত মাসেই ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত। কারণ হিসেবে তারা তুলে ধরে ভারত-পাকিস্তান সম্পর্ককে কেন্দ্র করে বাংলাদেশের এক সাবেক সামরিক কর্মকর্তার বিতর্কিত মন্তব্য। যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে, ওই মন্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।
টাইমস অব ইন্ডিয়ার আরেকটি প্রতিবেদন মে মাসেই উল্লেখ করে, ভারতের বাংলাদেশ সফরের ব্যাপারে নেতিবাচক অবস্থান নিয়েছে বিসিসিআই। তখনও বলা হয়, সফরটি ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ হলেও চূড়ান্ত কিছু নির্ধারিত হয়নি।
এদিকে, ৩০ জুন বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি আমিনুল ইসলাম জানান, তারা পূর্বনির্ধারিত সময়েই সিরিজটি আয়োজন করতে আগ্রহী। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, “আমরা ভারতের বিপক্ষে আগস্ট বা সেপ্টেম্বরে সিরিজ আয়োজন করব এমন নয়। বরং আমরা আলোচনা করেছি, সিরিজটা কীভাবে আয়োজন করতে পারি। আমরা এখন সিরিজটি আয়োজন করতে না পারলে অন্য কোনো সময়ে করব।”
ভারত সরকারের পক্ষ থেকে শুধু বাংলাদেশের সফরই নয়, আরও কয়েকটি সফরের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন আমিনুল। তিনি আরও বলেন, “ভারত যদি আগস্টে সফরে না আসে, তাহলে পরবর্তী ফাঁকা সূচিতে এই সিরিজ দুটি আয়োজন করা হবে।” তবে সফর অনিশ্চিত হওয়ার নির্দিষ্ট কোনো কারণ তখনো জানাতে পারেননি তিনি।
ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, বাংলাদেশ সফর নিয়ে বিসিসিআইয়ের বড় শঙ্কা নিরাপত্তা। এজন্য তারা কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। তবে বাস্তবতা হলো, আগস্টে ভারত সফর না করলে চলতি বছর আর কোনো সময় এই সিরিজ আয়োজনের সুযোগ নেই। সেপ্টেম্বরে সম্ভাব্য এশিয়া কাপ, অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর, নভেম্বরে আয়ারল্যান্ডের আগমন, ডিসেম্বর ও জানুয়ারিতে বিপিএল এবং ফেব্রুয়ারি-মার্চে ভারতে ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ-সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট ক্যালেন্ডার বেশ ব্যস্ত।
এমন অবস্থায় ভারতের বাংলাদেশ সফর নিয়ে ক্রিকেটীয় কূটনীতিতেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। মাঠের বাইরের রাজনৈতিক আবহ যদি ক্রিকেটকে এভাবে প্রভাবিত করতে থাকে, তাহলে ভবিষ্যতে আরও জটিলতার শঙ্কা অস্বীকার করা যায় না।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ