ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরিষাবাড়ীতে নদী ভাঙনের আতঙ্কে তিন গ্রামের মানুষ ইঞ্জিন সঙ্কটে পূর্বাঞ্চলে রেলযাত্রীদের ভোগান্তি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে-আলী রীয়াজ ভারত-মিয়ানমারের সাথে টানাপোড়েনে বাংলাদেশ দেশ-বিদেশ থেকে ছড়ানো গুজব এক প্রকার অবিরাম বোমাবর্ষণ : ড. ইউনূস ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি বরখাস্ত মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে মারামারি করে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া বিদেশিদের বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে নেগোসিয়েশন চলছে-নৌ-উপদেষ্টা বিএনপি জনগণের প্রত্যাশার নির্বাচন চায়-তারেক রহমান এফবিসিসিআই নির্বাচনে সময় বাড়লো দেড় মাস শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড হরমুজ প্রণালী অবরোধ ও মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ হতে পারে নিজস্ব মজুদ কমায় ইউক্রেনে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের ২ লাখ ৯৮ হাজার মানুষের মৃত্যু হতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিলে বিসিবির বাইরের যারা থাকবেন এশিয়া কাপের সম্ভাব্য সূচি প্রকাশ, একাধিকবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান চেলসি ছাড়লেন কেপা, আর্সেনালে নতুন যাত্রা বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষকের স্ত্রী-সন্তানের ভরণপোষণে মাসে ৪ লাখ রুপি দিতে হবে শামিকে রাজনৈতিক টানাপোড়েনে অনিশ্চিত ভারতের বাংলাদেশ সফর
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সেমিনারে আসিফ নজরুল

মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে মারামারি করে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৮:৩৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৮:৩৩:৪২ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে মারামারি করে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া
ঢাল-শরকিসহ দেশীয় নানা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রায়ই সংঘর্ষে লিপ্ত হওয়ায় কুখ্যাতি আছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা ব্রাহ্মণবাড়িয়ার। তবে শুধু দেশে নয়, এই জেলার প্রবাসীরা নাকি বিদেশেও ঘোষণা দিয়ে মারামারি করে সিলেটের প্রবাসীদের সঙ্গে।
গতকাল বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনারে বক্তব্যকালে এমনটাই জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার কথায়, মধ্যপ্রাচ্যে বাংলাদেশেরই অল্প কিছু লোকের বাজে কাজের জন্য বাকিরা সমস্যায় পড়ে। আমি মধ্যপ্রাচ্যে কয়েকবার গিয়েছি। আমি শুনেছি, ওখানে নিয়মিত ঘোষণা দিয়ে সিলেট ও ব্রাক্ষ্মণবাড়িয়া মারামারি করে। আসিফ নজরুল বলেন, সৌদি আরবে একটা জায়গা আছে, যেখানে বাঙালি মাস্তানরা টাকা ছিনতাই করার জন্য, লুট করার জন্য বাসায় ঢুকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলে-এমন ঘটনা আছে। এগুলো কি মিথ্যা? তিনি বলেন, আমি তাদের জিজ্ঞেস করেছি যে পুলিশকে জানান না কেন। তারা বলে, খবর দিলে সবাইকে পুলিশ বের করে দেবে। বাজে কাজ করে ১০ জন আর এজন্য সাফার করে ১০ হাজার জন, ১০ লাখ লোক। তিনি জানান, বাহরাইনে বাংলাদেশ থেকে লোক পাঠানো বন্ধ হয়েছে। কারণ সেখানে একজন মালিককে মেরে ফেলা হয়েছে। এসব বিষয়ে প্রবাসীদের সচেতন হওয়ার আহ্বান জানান ড. আসিফ নজরুল।
অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, জাপানে বিপুল সংখ্যক দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। এ চাহিদা পূরণে বাংলাদেশের কর্মীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের প্রতি গুরুত্বারোপ করেছেন তিনি। তিনি বলেন, আমরা ‘জাপান সেল’ গঠন করেছি এবং একটি ডেডিকেটেড ওয়েবসাইট তৈরির পরিকল্পনা রয়েছে। কর্মী প্রেরণের ক্ষেত্রে আমরা সহজ প্রক্রিয়া অবলম্বন করছি। পাশাপাশি, কর্মীদের দক্ষ করে তুলতে প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের চিন্তা করছি। তিনি বলেন, আমরা যখন সরকারি অফিসে যাই, তখন শোনা যায়, গাড়ি নেই, কম্পিউটার নেই, লোকবল নেই, জায়গা নেই আরো জনবল দরকার। অথচ দেখা যায়, যতজন কর্মী আছে, তাদের ৫০ শতাংশ কোনো কাজ করে না, বসে থাকে।
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার জন্য ব্যাংক লোন প্রদানের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ব্যাংক ঋণ সুবিধা প্রদানে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। এ সময় বিদেশগামী নাগরিকদের উদ্দেশে উপদেষ্টা সতর্ক করে বলেন, যে কোনোভাবে বিদেশে যাওয়া ঠিক নয়। সম্মানজনকভাবে, নির্দিষ্ট চাকরির জন্য দক্ষতা অর্জন করে বিদেশে যেতে হবে। কেউ যেন নিজের বাড়ি-জমি বিক্রি করে বিদেশে গিয়ে রাস্তায়-রাস্তায় ঘুরে বেড়ানোর মতো দুর্ভাগ্যজনক পরিস্থিতির শিকার না হন এ বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রসঙ্গে তিনি জানান, আগামী এক বছরে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ৩০ থেকে ৪০ হাজার কর্মী নেয়ার সম্ভাবনা রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স