ঢাকা , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আইসিউতে রাখা হলো পরীমণির মেয়েকে সাংবাদিকদের সুরক্ষার দায়িত্ব কর্তৃপক্ষ ও সরকারের সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ১৬০ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩২০ টাকা ২০০০ কোটি টাকা দেনা রেখে ৯৩৭ কোটির রেকর্ড মুনাফা দেখালো বিমান জমে উঠেছে ডাকসু নির্বাচন মাছ রক্ষায় পরিবেশের প্রতি সদয় হোন পারভীন আকতার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি এর নতুন ডিএমডি রাজধানীতে লরির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত পুলিশের ওপর হামলা করে মাদক কারবারিকে ছিনতাই, আটক ৪ শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু ৮ শতাধিক পরিবারকে আর্থিক সহায়তা ওয়ালটন প্লাজার উত্তরা ও তুরাগে ডাকঘর আছে, সেবা নেই খুলনায় কৃষি ব্যাংক লুটের মূল হোতা গ্রেফতার আশিয়ান সিটির প্লট বিক্রি ও বিজ্ঞাপন বন্ধের নির্দেশ রাজউকের রোহিঙ্গা ক্যাম্পের চাকরিচ্যুত শিক্ষকদের সড়ক অবরোধ সাগরে ভাসতে থাকা ৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার প্রবাসীদের অনলাইন ভোটার নিবন্ধন শুরুর দাবি এনসিপির সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ নতুন মামলায় গ্রেফতার ২ ধর্মীয় উপসনালয়কে যারা অপবিত্র করতে চায় তারা দুর্বৃত্তÑ ধর্ম উপদেষ্টা
মৎস্য অধিদফতরের ব্রুড ব্যাংক স্থাপন প্রকল্প

গাড়ির মেরামত ও জ্বালানি বাবদ প্রায় ৩১ লাখ টাকা লুটপাট

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৭:০৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৭:০৬:৩৭ অপরাহ্ন
গাড়ির মেরামত ও জ্বালানি বাবদ প্রায় ৩১ লাখ টাকা লুটপাট
তিন গাড়ি পাঁচ মাসে ৮০ বার মেরামত


নানান কৌশলে মৎস্য অধিদফতরের ব্রুড ব্যাংক স্থাপন প্রকল্পে অর্থ লুট করা হয়েছে। গাড়ি মেরামতের নামে আত্মসাৎ করা হয়েছে সরকারি টাকা। এক গাড়ি দিনে আটবার মেরামত দেখিয়ে ভুয়া বিল-ভাউচার করা হয়েছে। অর্থ আত্মসাতে নিয়মবহির্ভূতভাবে ব্যবহার করা হয়েছে ১৪টি গাড়ি। এর মধ্যে তিনটি পাঁচ মাসে ৮০ বার মেরামত দেখানো হয়েছে।
জানা যায়, প্রকল্পসংশ্লিষ্টরা প্রকল্পের অর্থ লুট করতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী শ ম রেজাউল করিমের দাপট দেখিয়েছেন। প্রকল্পের তালিকার বাইরে ব্যবহার করা হয় ১৪টি গাড়ি। ভুয়া বিল-ভাউচার বানিয়ে এসব গাড়ির মেরামত ও জ্বালানি বাবদ প্রায় ৩১ লাখ ২৭ হাজার টাকা লুট করা হয়। এর মধ্যে ২০২০-২১ অর্থবছরে গাড়িগুলোর মেরামত বাবদ খরচ দেখানো হয় ৫ লাখ ৪৮ হাজার ৫০০, জ্বালানি হিসেবে এলপিজি বাবদ ৫ লাখ ২৮ হাজার ও অকটেন এবং অন্যান্য জ্বালানিসামগ্রী বাবদ ২০ লাখ ৫০ হাজার টাকা। এসব জ্বালানি সরবরাহকারী হিসেবে যমুনা অটো সেন্টার নামক একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হয়। মৎস্য অধিদফতরের তথ্য বলছে, ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ব্রুড ব্যাংক স্থাপন প্রকল্প (তৃতীয় পর্যায়) হাতে নেয় বিগত সরকার, যার ব্যয় ধরা হয়েছিল ৫ হাজার ৫৪২ কোটি ৩৮ লাখ টাকা। এর মূল লক্ষ্য ছিল সরকারি ও বেসরকারিভাবে মাছের ডিম উৎপাদন, খামারে মানসম্পন্ন ব্রুড মাছ ও পোনা মাছ উৎপাদন এবং উন্নত কৌলিতাত্ত্বিক গুণসম্পন্ন কার্প ও দেশি ছোট প্রজাতির ব্রুড স্টক তৈরির মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি করা। প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে দেশের ২৩ জেলার ২৭টি সরকারি মৎস্য ডিম উৎপাদন খামারকে প্রকল্পের আওতায় আনা হয়। কেনা হয় গাড়ি, আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম।
এক গাড়ি দিনে আটবার মেরামত : প্রকল্পসংশ্লিষ্ট নথি, বিল-ভাউচার, গাড়ির তালিকা যাচাইয়ে দেখা যায়, ঢাকা মেট্রো-ঠ-১৩-৩৫৬০ নম্বরের গাড়ি দিনে তিন থেকে সাতবার মেরামত দেখানো হয়েছে। ২০১৯ সালের আগস্টেই নয়বার মেরামত করা হয়েছে একটি গাড়ি। এক দিনে (৭ আগস্ট) মাসুম অটোস, মামুন অটোস পার্টস, ঐতিহ্য মোটরস, প্রগতি মোটর ওয়ার্কশপ ও জাকিয়া ট্রেডার্সে মেরামত করা হয় একই গাড়ি। ১৮ সেপ্টেম্বর এক দিনেই মামুন অটোস পার্টস, ঐতিহ্য মোটরসে দুবার, প্রগতি মোটর ওয়ার্কশপে দুবার, হাশেম কার ডেকোরেশন ও আলিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে মেরামত করা হয়েছে। এ ছাড়া ১৭ নভেম্বরে একই দিনে পাঁচবার, ১৫ অক্টোবর এক দিনেই তিনবার, ৩ ডিসেম্বর এক দিনেই পাঁচবার মেরামত করা হয়েছে এক গাড়ি।
এ ছাড়া ঢাকা মেট্রো-ঠ-১৩-৩৪৩৭ নম্বরের গাড়ি ২০১৯ সালের ৩ নভেম্বর আটবারসহ ঠিকানাহীন আরও আটবার মেরামত দেখানো হয়েছে। সব মিলিয়ে ব্রুড ব্যাংক স্থাপন প্রকল্পের তিনটি গাড়ি আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত পাঁচ মাসে ৮০ বার মেরামত করা হয়েছে।
এ বিষয়ে জানতে ব্রুড ব্যাংক প্রকল্পের পরিচালক ড. মো. সিরাজুর রহমানকে একাধিকবার কল করেও যোগাযোগ সম্ভব হয়নি। মৎস্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী বলেন, প্রকল্পটির বিষয়ে আমার কিছু জানা নেই। অফিসিয়াল তথ্য মহাপরিচালক ভালো দিতে পারবেন। তবে অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আবদুর রউফের সঙ্গে কয়েকবার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স