ঢাকা , রবিবার, ০৬ জুলাই ২০২৫ , ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৬১৩: জাতিসংঘ প্রাচীরে ধাক্কা খেয়ে উল্টে গেল গাড়ি, বরসহ নিহত ৮ মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ পৌঁছেছে ৩৭ ট্রিলিয়ন ডলারে টেক্সাসে হঠাৎ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ২৫ শিশু পাকিস্তানে অফিস বন্ধ করল মাইক্রোসফট, কর্মী ছাঁটাই ভুলবশত নিজেদের ছোড়া গুলিতে ৩১ ইসরায়েলি সেনা নিহত: রিপোর্ট চুক্তি নবায়ন করতে আলোচনার টেবিলে মেসি ক্লাব বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেলো চেলসি ক্লাব বিশ্বকাপের সেমির টিকেট পেলো ব্রাজিলের ফ্লুমিনেন্স ধ্বংসস্তূপ থেকে ইংল্যান্ডকে টেনে তুললেন ব্রুক-স্মিথ লিড পেয়েও অস্বস্তিতে অস্ট্রেলিয়া পিছিয়ে গেলো ভারত সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা দারিদ্র্য, প্রতারণা আর দালাল চক্রের ভয়াবহ বাস্তবতা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ হাসপাতালে ভর্তি ৮৬ প্রতিদিন সড়কে ঝরছে ১৫ প্রাণ গোলাম মাওলা রনি টেলিভিশন টকশোতে অসত্য তথ্য ছড়াচ্ছেন-প্রেসসচিব আরও ৮ জনের করোনা শনাক্ত দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন-জামায়াত আমির

সরকারি কর্মকর্তা সেজে ফোনকল করে প্রতারণা গ্রেফতার ৩

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৭:১৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৭:১৬:৫৯ অপরাহ্ন
সরকারি কর্মকর্তা সেজে ফোনকল করে প্রতারণা গ্রেফতার ৩
সরকারি কর্মকর্তা কিংবা শীর্ষ সন্ত্রাসী পরিচয় দিয়ে ফোনকল করে ভয় দেখিয়ে টাকা আদায় করতো এক প্রতারক চক্র। এমন এক চক্রের তিন সদস্যকে রাজধানীর মিরপুর, পল্লবী ও গাজীপুরের গাছা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন-মো. আব্দুল মান্নান দুলাল ওরফে জাহাঙ্গীর (৫৫), মো. নাসিম হাসান লাভলু (৪৪) ও ইলিয়াস শিকদার ওরফে বেলায়েত (৫৪)।
ডিবি সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে নিজেদের কখনো সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, আবার কখনো কুখ্যাত সন্ত্রাসী সাহদাৎসহ বিভিন্ন সন্ত্রাসীর পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের ফোনকল করে ভয়ভীতি দেখাতো। এভাবে বিকাশ ও নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিপুল টাকা হাতিয়ে নেয়া হতো। গোপন তথ্যের ভিত্তিতে ডিবির মতিঝিল বিভাগের একটি টিম গত ১ জুলাই মিরপুরের মধ্য পাইকপাড়ায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা আব্দুল মান্নানকে গ্রেফতার করে। তার দেয়া তথ্য অনুযায়ী, পরদিন পল্লবী এলাকা থেকে লাভলুকে ও গাজীপুরের গাছা থেকে ইলিয়াস শিকদারকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, একটি ট্যাব, ৫২টি মোবাইল ফোন, ১৯০টি সিম কার্ড, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে আটটি সিল, ২০টি পরিচিতি ডিরেক্টরি (ছবি, নাম, ঠিকানাসহ), পাঁচটি ভুয়া আইডি কার্ড ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। ডিবির কর্মকর্তারা জানান, চক্রটি সংঘবদ্ধভাবে কাজ করতো এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিচয়ে ফোনকল করে ভয়ভীতি কিংবা ফাঁদে ফেলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। এসব প্রতারণায় তারা একাধিক সিম ও মোবাইল ফোন ব্যবহার করতেন, যাতে শনাক্ত করা কঠিন হয়। তাদের টার্গেট ছিল মূলত সমাজের গণ্যমান্য ও প্রভাবশালী ব্যক্তিরা। গতকাল শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স