ঢাকা , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪১৮ জনের মৃত্যু আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ ৫৫ লাখ টাকা চুরির মামলায় গৃহকর্মী ও দারোয়ান রিমান্ডে চাপাতির মুখে জিম্মি করে ছিনতাই করতেন ‘অগ্নি বিল্লাল’ সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৭৫৫ ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়- নজরুল ওয়াকিটকির বার্তা ফাঁসের অভিযোগে গ্রেফতার পুলিশ কনস্টেবল রিমান্ডে যুক্তরাজ্য থেকে কেনা হবে ৩ কার্গো এলএনজি দৈনিক জনতায় সংবাদ প্রকাশের পর উত্তরায় ফুটপাত হকার মুক্ত জেনেভা ক্যাম্পের কিশোর হত্যার ঘটনায় গ্রেফতার ২৬ ১২ জনকে চাকরিচ্যুত মানা হয়নি বিধি পোশাক রফতানি বেড়েছে ইইউর বাজারে আইসিউতে রাখা হলো পরীমণির মেয়েকে সাংবাদিকদের সুরক্ষার দায়িত্ব কর্তৃপক্ষ ও সরকারের সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ১৬০ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩২০ টাকা ২০০০ কোটি টাকা দেনা রেখে ৯৩৭ কোটির রেকর্ড মুনাফা দেখালো বিমান জমে উঠেছে ডাকসু নির্বাচন মাছ রক্ষায় পরিবেশের প্রতি সদয় হোন পারভীন আকতার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি এর নতুন ডিএমডি

যেকোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করবো-নাহিদ

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৭:২২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৭:২২:২৪ অপরাহ্ন
যেকোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করবো-নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা গণ-অভ্যুত্থানের বাংলাদেশ। তাই আমরা যেকোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করবো। আমরা ক্ষমতার রাজনীতি করি না, জনগণের স্বার্থে রাজপথে আছি এবং থাকবো। এই পদযাত্রা বিচারের দাবিতে, শোষণমুক্ত রাষ্ট্র গঠনের প্রত্যয়ে। দলটির পদযাত্রার অংশ হিসেবে গতকাল শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড গোলচত্বরে উপস্থিত হোন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু করেছি। বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণকেই আমাদের একমাত্র শক্তি হিসেবে বিবেচনা করছি। ঠাকুরগাঁও কৃষকদের জেলা, দেশে কৃষক নিপীড়ন রয়েছে। আমরা সেই দেশ গড়ে তুলতে চাই, যেখানে কোনো গণনিপীড়ন থাকবে না। সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ঠাকুরগাঁও অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শ্রম—সব ক্ষেত্রেই এখানে উপেক্ষা চলছে। কৃষকরা ন্যায্য মূল্য পায় না, শ্রমিকরা পায় না তাদের ন্যায্য মজুরি। বাজেট বরাদ্দেও ঠাকুরগাঁওকে উপেক্ষা করা হয়। এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনে তরুণসমাজ যে আশা জাগিয়েছিল, তা গত এক বছরে বাস্তব রূপ পায়নি। বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের মতো মৌলিক দাবিগুলো এখনও অধরা। তাই আমরা ৬৪ জেলায় যাবো, জনগণের মত শুনে একটি গণতান্ত্রিক ইশতেহার তৈরি করবো। তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদের কবর জিয়ারত থেকে শুরু হওয়া এই পদযাত্রায় এনসিপির প্রায় সব কেন্দ্রীয় নেতা অংশ নিয়েছেন। জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের সংগ্রামে আমরা পিছপা হবো না। সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপি নেতা রফিকুল ইসলাম কনক, আব্দুল মুনীম, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, শ্রমিক উইং নেতা আকিব উদ্দিন ও যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা প্রমুখ। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্যরা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স