ঢাকা , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আইসিউতে রাখা হলো পরীমণির মেয়েকে সাংবাদিকদের সুরক্ষার দায়িত্ব কর্তৃপক্ষ ও সরকারের সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ১৬০ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩২০ টাকা ২০০০ কোটি টাকা দেনা রেখে ৯৩৭ কোটির রেকর্ড মুনাফা দেখালো বিমান জমে উঠেছে ডাকসু নির্বাচন মাছ রক্ষায় পরিবেশের প্রতি সদয় হোন পারভীন আকতার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি এর নতুন ডিএমডি রাজধানীতে লরির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত পুলিশের ওপর হামলা করে মাদক কারবারিকে ছিনতাই, আটক ৪ শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু ৮ শতাধিক পরিবারকে আর্থিক সহায়তা ওয়ালটন প্লাজার উত্তরা ও তুরাগে ডাকঘর আছে, সেবা নেই খুলনায় কৃষি ব্যাংক লুটের মূল হোতা গ্রেফতার আশিয়ান সিটির প্লট বিক্রি ও বিজ্ঞাপন বন্ধের নির্দেশ রাজউকের রোহিঙ্গা ক্যাম্পের চাকরিচ্যুত শিক্ষকদের সড়ক অবরোধ সাগরে ভাসতে থাকা ৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার প্রবাসীদের অনলাইন ভোটার নিবন্ধন শুরুর দাবি এনসিপির সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ নতুন মামলায় গ্রেফতার ২ ধর্মীয় উপসনালয়কে যারা অপবিত্র করতে চায় তারা দুর্বৃত্তÑ ধর্ম উপদেষ্টা
এক কিডনির গ্রাম

দারিদ্র্য, প্রতারণা আর দালাল চক্রের ভয়াবহ বাস্তবতা

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৭:৪৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৭:৪৫:০৭ অপরাহ্ন
দারিদ্র্য, প্রতারণা আর দালাল চক্রের ভয়াবহ বাস্তবতা
বাংলাদেশের জয়পুরহাট জেলার কালাই উপজেলার বাইগুনি গ্রাম আজ পরিচিত ‘এক কিডনির গ্রাম’ নামে। গ্রামের শতাধিক মানুষ দারিদ্র্য, ঋণের চাপ কিংবা প্রতারণার শিকার হয়ে নিজের কিডনি বিক্রি করেছেন। এই ভয়াবহ বাস্তবতা উঠে এসেছে আলজাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে।
৪৫ বছর বয়সী সফিরুদ্দিন ২০২৪ সালে নিজের একটি কিডনি ভারতের এক রোগীর কাছে বিক্রি করেন ৩ দশমিক ৫ লাখ টাকায়। সেই টাকায় বাড়ি নির্মাণের কাজ শুরু করলেও এখন সেটি অর্ধসমাপ্ত, আর সফিরুদ্দিন কিডনি হারিয়ে অসুস্থ ও দুর্বল। বর্তমানে তিনি দিনমজুরের কাজ করেন এবং প্রতিনিয়ত ব্যথায় কাতরান।
বেশিরভাগ ক্ষেত্রে দালালরা কিডনি বিক্রেতাদের মেডিকেল ভিসায় ভারতে পাঠায়। সেখানে ভুয়া আত্মীয়তার সম্পর্ক, নকল কাগজপত্র, এমনকি কখনও কখনও ভুয়া ডিএনএ রিপোর্ট তৈরি করে প্রতিস্থাপনের অনুমতি নেয়া হয়। ভারতের আইনে কেবল নিকটাত্মীয়ের কিডনি গ্রহণ বৈধ হলেও, এই জালিয়াতির মাধ্যমে আইনি ফাঁকফোকর ব্যবহার করা হয়।
২০২৩ সালে ব্রিটিশ মেডিকেল জার্নাল গ্লোবাল হেলথ এর গবেষণায় বলা হয়, কালাই উপজেলায় প্রতি ৩৫ জন প্রাপ্তবয়স্ক মানুষের একজন কিডনি বিক্রি করেছেন। বেশিরভাগই ৩০ থেকে ৪০ বছর বয়সী পুরুষ, যারা মাদকাসক্তি, জুয়া বা নিছক অনটনের কারণে এই পথ বেছে নিয়েছেন।
মিশিগান স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ও ডব্লিউএইচও টাস্কফোর্স সদস্য মনির মোনিরুজ্জামান জানান, প্রতারণার কৌশল একই নাম পরিবর্তন, ভুয়া নোটারি সার্টিফিকেট, আইডি কার্ড ও আত্মীয়তার প্রমাণ তৈরি। ঢাকার এক ভুক্তভোগী সাজল (ছদ্মনাম) জানান, ১০ লাখ টাকায় কিডনি বিক্রির কথা থাকলেও তিনি পান মাত্র ৩ দশমিক ৫ লাখ টাকা। পরে তিনিও চক্রে যুক্ত হন, এবং পরে তা ছেড়ে এখন রাইডশেয়ার চালক হিসেবে জীবিকা চালান।
ভারতের হাসপাতালগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেক প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে জেনে-শুনেই ভুয়া কাগজ গ্রহণ করে থাকে। এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো সমন্বিত তথ্য বা ব্যবস্থা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার বিভাগের মহাপরিচালক শাহ মুহাম্মদ তানভির মনসুর। বিশ্ব স্বাস্থ্য খাতে বছরে ৭ দশমিক ৬ বিলিয়ন ডলার আয় করে ভারত। বিদেশি রোগী আকর্ষণ করে এমন অনেক হাসপাতাল এই ব্যবসায় জড়িত বলেই ধারণা করছেন গবেষকেরা। যদিও ২০১৯ ও ২০২৪ সালে কিছু ডাক্তার ও চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, কিন্তু এটি বিচ্ছিন্ন এবং প্রতিরোধে পর্যাপ্ত নয়।
ব্র্যাকের অভিবাসন কর্মসূচির পরিচালক শরিফুল হাসান বলেন, অনেকে জানাশোনা সত্ত্বেও বিক্রি করেন, তবে বেশিরভাগই প্রতারিত হন। অনেকেই বিক্রির চুক্তির অর্থ পর্যন্ত পান না।
অন্যদিকে, ভারতের কিডনি ওয়ারিয়ার্স ফাউন্ডেশনের প্রধান বাসুন্ধরা রঘুবংশ মনে করেন, অঙ্গ দান বন্ধ না হলেও একটি মানবিক কাঠামো জরুরি। বিক্রেতাদের জন্য স্বাস্থ্যপরীক্ষা, অস্ত্রোপচারের পর চিকিৎসা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এদিকে, সফিরুদ্দিন এখনো সেই স্বপ্নের ঘরটি শেষ করতে পারেননি। শরীর দুর্বল, চিকিৎসা নেই, পাশে কেউ নেই। তার কথায়, তারা কিডনি নিলো আর আমাকে ফেলে চলে গেল।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স