রাতেই আল হিলালকে ২-১ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। গতকাল শনিবার সকালে শেষ চারে ওঠার সব সম্ভাবনাই তৈরি করেছিল আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসও। কিন্তু ভাগ্যের কাছেই শেষ পর্যন্ত হেরে গেছে ক্লাবটি। শেষ মুহূর্তে আত্মঘাতী গোল হজম করে চেলসির কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে পালমেইরাস। এতে সেমিফাইনালে চলে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত ১-১ সমতায় লড়াই করছিল দুই দল। তখন হয়তো পালমেইরাস কল্পনাও করেনি তাদেরকে এভাবে হারতে হবে, মুহূর্তের মধ্যেই সবকিছু প্রতিকূলে চলে যাবে, মাথা ওপরে সম্ভাবনাময় আলো ধপ করে নিভে যাবে। ৮৩ মিনিটে মালো গুস্তোর একটি ক্রস পালমেইরাসের ডিফেন্ডার ব্রুনো ফুকসের গায়ে লেগে ঘুরে যায়। সেই বল গোলরক্ষক উইভারটনের পিঠে লেগে ঢ়ুকে যায় নিজেদের জালে। পালমেইরাসের আত্মঘাতী গোলটিই পরিণত হয় চেলসির জয়সূচক গোলে। অর্থাৎ ব্রাজিলিয়ান ক্লাবকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পা রাখে চেলসি। এর আগে ম্যাচের শুরু থেকেই চেলসি আক্রমণে প্রাধান্য রাখলেও ফিনিশিংয়ে ছিল অসতর্কতা। তবে ১৬ মিনিটে কোল পালমারের দুর্দান্ত গোল ব্লুজদের প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে রাখে। বিরতির পর পালমেইরাস ঘুরে দাঁড়ায়। ৫৩ মিনিটে কিশোর উইঙ্গার এস্তেভাও, যিনি শিগগিরই চেলসিতে যোগ দিচ্ছেন, দুর্দান্ত এক কোনাকুনি শটে সমতা ফেরান। সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে চেলসি, ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কে আগামী মঙ্গলবার।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

ক্লাব বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেলো চেলসি
- আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৮:১৪:১২ অপরাহ্ন
- আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৮:১৪:১২ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ