ঢাকা , রবিবার, ০৬ জুলাই ২০২৫ , ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া ফেরত পাঠানো ৩ জন কারাগারে পবিত্র আশুরা আজ সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত পবিত্র আশুরা ন্যায় প্রতিষ্ঠায় সাহস জোগাবে-প্রধান উপদেষ্টা ত্রয়োদশ নির্বাচন নিয়ে বিরোধ তুঙ্গে চুয়াডাঙ্গায় ট্যাংকলরি ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩ ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ডিএসসিসির মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন করেছে বিএসএফ নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ সময়ের দাবি : বিএসআরইএ ঢাকা বিভাগে ৫৬ সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা খেলাফত মজলিসের এ কে আজাদের বাড়িতে হামলা: ১৬ বিএনপি নেতার নামে মামলা রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার তিন শূন্য অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান পরিবেশ উপদেষ্টার অগ্রিম কর বাড়ায় গণপরিবহনে জটিলতা বাড়ার শঙ্কা ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৬১৩: জাতিসংঘ প্রাচীরে ধাক্কা খেয়ে উল্টে গেল গাড়ি, বরসহ নিহত ৮ মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ পৌঁছেছে ৩৭ ট্রিলিয়ন ডলারে

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৩:৩০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৩:৩০:২৭ অপরাহ্ন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মারা গেছেন। শনিবার সকালে গুলশানের তার নিজ বাসভবনে মারা যান তিনি। ইউনাইটেড হাসপাতালের জেনারেল ম্যানেজার (কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) ডা. ফজলেরাব্বী খান জানান, এ টি এম শামসুল হুদাকে সকাল ১০টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী ও মেয়ে রেখে গেছেন। পরিবারসূত্রে জানা গেছে, শামসুল হুদার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর তার জানাজা ও দাফন কাজ সম্পন্ন করা হবে। তার মৃতদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। উল্লেখ্য, এটিএম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ইসির শোক: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদার মৃত্যুতে শোক জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার ইসি ও ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে জনসংযোগ কর্মকর্তা আশাদুল হকের সই করা এক বার্তায় এই তথ্য জানানো হয়। সাবেক সিইসি শামসুল হুদার মৃত্যুতে গভীর শোক এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বার্তায় বলা হয়, শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ বছর দায়িত্ব পালন করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে। তিনি ১৯৪২ সালে নরসিংদী জেলার শিবপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। স্বাধীনতার পর পাকিস্তান সিভিল সার্ভিস (সিএসপি) থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) যোগ দেন। কর্মজীবনে তিনি জেলা প্রশাসক, পানি সম্পদ মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স