সম্প্রতি মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগ তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা। দেশটিতে বাংলাদেশ হাই-কমিশন তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং আনুষ্ঠানিকভাবে ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কিত তথ্য জানানোর জন্য অনুরোধ জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশটিতে আটক ব্যক্তিদের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। বাকিদের বিষয়ে তদন্ত বা দেশে ফেরত পাঠানো প্রক্রিয়াধীন। বাংলাদেশ সরকার এই ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্ট মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। এতে আরও বলা হয়, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে এবং এই ক্ষেত্রে মালয়েশিয়ান কর্তৃপক্ষকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

জঙ্গিসংশ্লিষ্টতা তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা
- আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৮:২১:৪৩ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৮:২১:৪৩ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ