ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ এখন সেমিফাইনাল পর্বের দোরগোড়ায়। ৩২ দলের এই মর্যাদাপূর্ণ আসরে এখন টিকে আছে মাত্র চারটি দল। শিরোপা কার হাতে উঠবে তা যেমন আকর্ষণের বিষয়, তেমনি ব্যক্তিগত পারফরম্যান্সে কে সেরা হবেন তা নিয়েও আগ্রহের শেষ নেই। সবচেয়ে আলোচিত পুরস্কার গোল্ডেন বুট-যা দেয়া হয় আসরের সর্বোচ্চ গোলদাতাকে।
এই মুহূর্তে গোলদাতাদের তালিকায় চারজন ফুটবলার যৌথভাবে শীর্ষে রয়েছেন। তাদের প্রত্যেকের গোল সংখ্যা চার। তবে তাদের মধ্যে কেবল রিয়াল মাদ্রিদের গঞ্জালো গার্সিয়া এখনো টুর্নামেন্টে লড়াইয়ে আছেন। বাকি তিনজন-আনহেল ডি মারিয়া (বেনফিকা), মার্কোস লিওনার্দো (আল-হিলাল) ও সেরহোউ গিরাসি (বরুশিয়া ডর্টমুন্ড)-এরইমধ্যে তাদের দলগুলোর বিদায়ের সঙ্গে সঙ্গে নিজেদের সম্ভাবনাও হারিয়েছেন।
ফলে গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন গার্সিয়া। তরুণ এই ফরোয়ার্ড এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই প্রভাব ফেলেছেন। করেছেন ৪ গোল, দিয়েছেন ১টি অ্যাসিস্ট। রিয়াল মাদ্রিদ যদি সেমিফাইনাল ও ফাইনাল পর্যন্ত পৌঁছে যায়, তাহলে আরও দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ পাবেন তিনি। একটি গোল করলেই তিনি এককভাবে শীর্ষে উঠে যাবেন।
তবে লড়াই এখানেই থেমে নেই। তিনটি করে গোল করা ফুটবলারদের মধ্যে এখনো প্রতিযোগিতায় আছেন চেলসির পেদ্রো নেতো। মঙ্গলবার (৮ জুলাই) ফ্লুমিনেন্সের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে তার দল। এই ম্যাচ এবং সম্ভাব্য ফাইনালে গোল করে তিনি গার্সিয়াকে পেছনে ফেলতে পারেন।
রক্ষণভাগ থেকেও চমক দেখানোর আভাস দিচ্ছেন পিএসজির মরক্কো ডিফেন্ডার আশরাফ হাকিমি। তার নামের পাশে আছে দুই গোল। পজিশন ডিফেন্ডার হলেও হাকিমির আক্রমণাত্মক খেলার ধরণ তাকে গোলদাতার তালিকায় উল্লেখযোগ্যভাবে হাজির করেছে। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে যদি তার দল জিতে ফাইনালে যায়, তাহলে হাকিমিরও সুযোগ থাকবে গোল বাড়িয়ে চমক দেখানোর।
সবমিলিয়ে গোল্ডেন বুটের প্রতিযোগিতা এখন কেন্দ্রীভূত গার্সিয়া, নেতো ও হাকিমিকে ঘিরে। বাকি যারা চার বা তিন গোল করেছেন, তারা আর ম্যাচ খেলার সুযোগ না থাকায় প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন।
শেষ পর্যন্ত গোল সংখ্যা কত হয়, কে এককভাবে শীর্ষে উঠে যান, নাকি কেউ হ্যাটট্রিক করে বাজিমাত করেন-এখনই বলা যাচ্ছে না। তবে নিশ্চিতভাবেই ক্লাব বিশ্বকাপের বাকি তিনটি ম্যাচে চোখ থাকবে এই তিনজনের পারফরম্যান্সে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

গোল্ডেন বুটের দৌড়ে কে থাকবেন শীর্ষে, চমক দেখাতে পারেন হাকিমিও
- আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৯:০৪:৫৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৯:০৪:৫৬ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ