
আইসিসির মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার তিন তারকা
- আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৯:১০:৪২ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৯:১০:৪২ অপরাহ্ন


বিশ্ব ক্রিকেটে জুন মাসের পারফরম্যান্সের ভিত্তিতে সেরা ক্রিকেটার নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গতকাল সোমবার সংস্থাটি প্রকাশ করেছে মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা। এই তালিকায় জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই তারকা এইডেন মার্করাম ও কাগিসো রাবাদা এবং শ্রীলঙ্কার ব্যাটসম্যান পাথুম নিসাঙ্কা। পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেটের জন্যও প্রকাশিত হয়েছে মাসসেরার সংক্ষিপ্ত তালিকা, যেখানে আছেন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকার হয়ে জুন মাসটা স্মরণীয় হয়ে থাকবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের জন্য। লন্ডনের লর্ডসের ঐতিহাসিক ভেন্যুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথম ইনিংসে শূন্য রানে ফিরেছিলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। কিন্তু দ্বিতীয় ইনিংসে ২০৭ বল খেলে ১৩৬ রানের অনবদ্য এক ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন। ২৮২ রানের লক্ষ্য তাড়া করে প্রোটিয়ারা ম্যাচ জেতে ৫ উইকেটে। ম্যাচে বল হাতেও দুটি উইকেট নেন মার্করাম এবং ম্যাচসেরার স্বীকৃতি পান।
অন্যদিকে, সেই একই ফাইনালে বল হাতে ঝলক দেখান কাগিসো রাবাদা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ২১২ রানে থামিয়ে দিতে মাত্র ৫১ রানে শিকার করেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন গুরুত্বপূর্ণ ৪ উইকেট ৫৯ রানে। সবমিলে ম্যাচে তার শিকার ৯টি উইকেট। এই পারফরম্যান্সের মাধ্যমে টেস্টে নিজের মোট উইকেট সংখ্যা ৩৩৬-এ নিয়ে যান রাবাদা, যা দক্ষিণ আফ্রিকার ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ।
তবে এই দুজনের মধ্যেই সীমাবদ্ধ নেই আইসিসির জুন মাসের সেরার লড়াই। তালিকায় আছেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা, যিনি বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন। গলে অনুষ্ঠিত প্রথম টেস্টে ২৩ চার ও এক ছক্কায় ২৫৬ বলে খেলেন ক্যারিয়ারসেরা ১৮৭ রানের ইনিংস। সেই ম্যাচটি ড্র হলেও দ্বিতীয় ইনিংসে চাপের মুখে ২৪ রান করে ম্যাচ বাঁচানোর বড় ভূমিকা রাখেন তিনি। পরে কলম্বোয় অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ২৫৪ বলে ১৯টি চার হাঁকিয়ে খেলেন ১৫৮ রানের অনবদ্য ইনিংস। সেই ম্যাচে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরে যায়। দুই টেস্টে মোট ৩৬৯ রান করে সিরিজসেরার পুরস্কার জিতেছেন নিসাঙ্কা।
নারী ক্রিকেটে জুন মাসের সেরার দৌড়ে আছেন দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটস, ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস ও এফি ফ্লেচার। ব্রিটস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ১৮৪ রান করেছেন, এর মধ্যে এক ম্যাচে ৯১ বলে ১০১ রানের ঝলমলে সেঞ্চুরি হাঁকিয়েছেন। টি-টোয়েন্টি সিরিজেও তিন ম্যাচে তার রান ১৩২। হেইলি ম্যাথিউস ওয়ানডেতে করেছেন ১০৪ রান এবং নিয়েছেন ৪ উইকেট। টি-টোয়েন্টি সিরিজে দুটি অর্ধশতকসহ করেছেন ১৪৭ রান এবং নিয়েছেন ২টি উইকেট, পেয়েছেন সিরিজসেরার স্বীকৃতি। এফি ফ্লেচার দুই সিরিজেই সর্বোচ্চ উইকেট শিকারি, ওয়ানডেতে নিয়েছেন ৯টি এবং টি-টোয়েন্টিতে ৫টি উইকেট।
আইসিসির ভোটিং অ্যাকাডেমির সদস্যদের ভোট এবং অনলাইনে ভক্তদের ভোটের মাধ্যমে চূড়ান্তভাবে নির্ধারিত হবে জুন মাসের সেরা ক্রিকেটারের নাম।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ