ঢাকা , শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ , ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশকে দুর্নীতি ও খুনিমুক্ত করতে পিআর পদ্ধতির নির্বাচন চাই- চরমোনাই পীর অসাম্প্রদায়িক সংস্কৃতির ওপর চলছে মৌলবাদী আক্রমণ-খালেকুজ্জামান কফি ও কাজুবাদাম চাষে সম্ভাবনার নতুন দিগন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের পাঁয়তারা কেন্দুয়ায় সড়কের পাশ থেকে সিএনজি চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার বাইকে পত্রিকার স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারে সাংবাদিক আটক সোনারগাঁওয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাঙচুর লুটপাট দুই-গ্রুপের সংঘর্ষ আহত- ১০ কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ এক মানবপাচারকারী গ্রেফতার শেরপুরের নকলায় এনসিপি’র ১৫ নেতার পদত্যাগ পোরশায় টাইফয়েড ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষক ওরিয়েন্টেশন কর্মশালা আদমদীঘিতে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ কলাপাড়ায় ৬ জেলে নিয়ে আবারও ট্রলার ডুবি ॥ নিখোঁজ ৯ জেলের সন্ধান মিলেনি ভূরুঙ্গামারীতে মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই ৪০ লাখ টাকার সম্পদ আমতলীতে যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যে ও ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রকাশে নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন যুবদল নেতা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য কেবল পরিচালন ব্যবস্থায়- ঢাবি উপাচার্য ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু তিনজনই ঢাকায় মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার জড়িত বিমানের কর্মচারীরাও গাজীপুরে শ্রমিকদের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ পদ্মায় ভরা মৌসুমেও কাক্সিক্ষত ইলিশ পাচ্ছেন না ফরিদপুরের জেলেরা স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় বিয়ে করায় সমাজচ্যুত

লারার ৪০০ ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৯:১১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৯:১১:১৭ অপরাহ্ন
লারার ৪০০ ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত
টেস্ট ক্রিকেটের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডকে ঘিরে নতুন করে উত্তেজনার ঝড় ওঠে জিম্বাবুয়ের বুলাওয়েতে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মধ্যকার চলমান টেস্টে। গতকাল সোমবার দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার উইয়ান মুল্ডার এমন এক ইনিংস খেলেছেন, যা তাকে ইতিহাসের পাতায় তুলে দিয়েছে। তবে অবিশ্বাস্য এক সিদ্ধান্ত নিয়ে তিনি চমকে দিয়েছেন ক্রিকেটবিশ্বকে।
বুলাওয়েতে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে পৌঁছায় ৫ উইকেটে ৬২৬ রান নিয়ে। সেই সময় ক্রিজে ছিলেন মুল্ডার, যিনি ৩২৪ বলে অপরাজিত ৩৬৭ রান করে লাঞ্চে গিয়েছিলেন। রানের এই পাহাড়ে পৌঁছাতে মুল্ডার হাঁকিয়েছেন ৪৯টি চার ও ৪টি ছক্কা। অথচ লাঞ্চের পর যখন সবার আশা ছিল, তিনি হয়তো ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি নিজের করে নেবেন, তখনই বিস্ময়কর সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক। ইনিংস ঘোষণা করে দেন তিনি। ফলে তার রান থেমে যায় ৩৬৭-এ, আর ব্রায়ান লারার কিংবদন্তিতুল্য ৪০০ রানের রেকর্ড অক্ষত থেকে যায়।
টেস্টের ১৪৮ বছরের ইতিহাসে এদিন মুল্ডারই প্রথম ক্রিকেটার, যিনি অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই ব্যাট হাতে ট্রিপল সেঞ্চুরি করলেন। নেতৃত্ব পেয়েছেন বেশ নাটকীয়ভাবে। দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক তেম্বা বাভুমা এবং প্রথম টেস্টের অধিনায়ক কেশভ মহারাজ দুজনেই চোটের কারণে বাইরে চলে যাওয়ায় এই দায়িত্ব এসে পড়ে মুল্ডারের কাঁধে। অথচ স্বীকৃত ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা ছিল মাত্র এক ম্যাচ, সেটিও ২০২২ সালে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে লেস্টারশায়ারের হয়ে।
এই টেস্টে প্রথম দিন টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনেই দলের স্কোর দাঁড়ায় ৪৬৫/৪, মুল্ডার অপরাজিত থাকেন ২৬৪ রানে। দ্বিতীয় দিনে ব্যাট চালিয়ে মাত্র ২৯৭ বলে ট্রিপল সেঞ্চুরিতে পৌঁছে যান তিনি, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি। এই তালিকায় সবার উপরে আছেন ভারতের বীরেন্দর শেবাগ, যিনি ২০০৮ সালে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন।
প্রোটিয়াদের হয়ে মুল্ডারই দ্বিতীয় ব্যাটার, যিনি টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছেন। এর আগে ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে দা ওভালে ৩১১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন হাশিম আমলা। তবে মুল্ডার সেই রেকর্ডও ছাড়িয়ে গেছেন। এর ফলে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক এখন মুল্ডার। একইসঙ্গে তিনি প্রথম প্রোটিয়া অধিনায়ক, যিনি টেস্টে ট্রিপল সেঞ্চুরির স্বাদ পেলেন। এর আগে প্রোটিয়া অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল গ্রায়েম স্মিথের ২৭৭ রান, যা তিনি করেছিলেন ২০০৩ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে।
এক ইনিংসে মুল্ডারের চেয়ে বেশি চার আছে টেস্ট ইতিহাসে কেবল একজনের। ১৯৬৫ সালে হেডিংলিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৩১০ রানের ইনিংসে ৫২টি চার মেরেছিলেন জন এডরিচ।
মুল্ডারের ৩৬৭ রানের ইনিংস টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ। তার ওপরে আছেন মাহেলা জয়াবর্ধনে (৩৭৪), ব্রায়ান লারা (৩৭৫), ম্যাথু হেইডেন (৩৮০) এবং আবারও লারা, যার ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে করা ৪০০ রানের অপরাজিত ইনিংস এখনও শীর্ষে।
তবে অনেকের মনেই প্রশ্ন থেকে যাচ্ছে-আর মাত্র ৩৩ রান দূরে থেকে কেন মুল্ডার ইনিংস ঘোষণা করলেন? হয়তো লারার রেকর্ডের প্রতি সম্মান, হয়তো দলের কৌশল। নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। কিন্তু যা-ই হোক, ক্রিকেটবিশ্ব সোমবার মুগ্ধ হয়েছে মুল্ডারের ব্যাটিং প্রতিভায়, আর একইসঙ্গে কিছুটা হতাশও হয়েছে ইতিহাসের এক অনন্য মুহূর্তের সাক্ষী হতে না পারার বেদনায়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ