ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ বাংলাদেশী ইব্রাহিমের লাশ তিনদিন পর ফেরত দিল বিএসএফ বিষাক্ত মাশরুম খাইয়ে তিন আত্মীয়কে হত্যায় এরিন প্যাটারসন দোষী সাব্যস্ত মাস্কের ‘রাজনৈতিক দল’ গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প খারকিভে রুশ ড্রোন হামলায় বহুতল ভবন ও কিন্ডারগার্টেনে বিস্ফোরণ, আহত ২৭ ব্রাজিলে ব্রিকস নেতাদের বৈঠকে ট্রাম্পের অতিরিক্ত ১০% শুল্ক আরোপের হুমকি যুদ্ধবিরতির আভাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৮২ ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, অচল বন্দর-বিদ্যুৎকেন্দ্র টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, নিখোঁজ ৪১ ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা, বড় ধাক্কায় বায়ার্ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা ৩০ বছরের আধিপত্য ধরে রাখল অস্ট্রেলিয়া গোল্ড কাপের মুকুট ফিরল মেক্সিকোর ঘরে ইউরোপের বদলে নেপালের পথেই বাংলাদেশ, সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ লারার ৪০০ ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত আইসিসির মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার তিন তারকা গোল্ডেন বুটের দৌড়ে কে থাকবেন শীর্ষে, চমক দেখাতে পারেন হাকিমিও বাংলাদেশ সফরের আগে ইনজুরির ধাক্কায় পাকিস্তান দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন-নাহিদ মব বন্ধ না করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্ন মান্নার

গোল্ড কাপের মুকুট ফিরল মেক্সিকোর ঘরে

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৯:১২:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৯:১২:৩৬ অপরাহ্ন
গোল্ড কাপের মুকুট ফিরল মেক্সিকোর ঘরে
উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আবারও মেক্সিকোর বিজয়ের পতাকা উড়ল। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে গত রোববার অনুষ্ঠিত কনকাকাফ গোল্ড কাপের ফাইনালে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড দশমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে মেক্সিকো। এটি তাদের টানা দ্বিতীয় শিরোপা জয়।
ম্যাচের শুরুতেই দর্শকভর্তি স্টেডিয়ামে উৎসাহের ঝড় তোলে স্বাগতিক যুক্তরাষ্ট্র। চতুর্থ মিনিটেই সেবাস্তিয়ান বেরহাল্টারের নিখুঁত ফ্রি-কিক থেকে ক্রিস রিচার্ডস দুর্দান্ত হেডে বল জালে পাঠান। বলটি প্রথমে ক্রসবারে লেগে নিচে পড়ে গোললাইন পেরোয় কিনা তা নিয়ে কিছুক্ষণের জন্য দ্বিধায় ছিলেন রেফারি। শেষ পর্যন্ত গোলের বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে যুক্তরাষ্ট্রের সমর্থকরা।
তবে মেক্সিকো দ্রুত ঘুরে দাঁড়ায়। ম্যাচের ২৭তম মিনিটে সতীর্থের রক্ষণচেরা পাস ধরে পেনাল্টি স্পটের কাছ থেকে বাঁ পায়ের জোরালো শটে সমতা ফেরান রাউল হিমেনেজ। সাবেক উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স তারকা এই গোলটি উৎসর্গ করেন স্পেনে সড়ক দুর্ঘটনায় নিহত তার সাবেক সতীর্থ দিয়োগো জটাকে। গোল উদযাপনের সময় জটার নাম লেখা মেক্সিকোর জার্সি মেলে ধরেন হিমেনেজ।
প্রথমার্ধের বাকি সময়ে মেক্সিকো আক্রমণ চালিয়ে গেলেও গোলের দেখা পায়নি। যুক্তরাষ্ট্রও পাল্টা আক্রমণে চেষ্টা চালায়, কিন্তু দ্বিতীয়বার এগিয়ে যেতে ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধে মাঠের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় মেক্সিকো। বল দখলে তারা ৬০ শতাংশেরও বেশি সময় ধরে রেখেছিল এবং প্রতিপক্ষের গোলমুখে ১৬টি শট নেয়, যার মধ্যে আটটি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে যুক্তরাষ্ট্র নিতে পেরেছিল ৯টি শট, যার মধ্যে তিনটি ছিল গোলমুখে।
ম্যাচের ৭৭তম মিনিটে আসে ম্যাচের নিষ্পত্তিমূলক মুহূর্ত। আলেক্সিস ভেগার ফ্রি-কিক থেকে বল ভাসান ডি-বক্সের মধ্যে। সেখানে জোহান ভাসকেজ হেড করে বল এগিয়ে দেন এদসন আলভারেজের দিকে। আলভারেজের হেডে বল জালে জড়ালেও প্রথমে অফসাইডের সিদ্ধান্ত দেন সহকারী রেফারি। পরে ভিএআর বিশ্লেষণে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার আলেক্স ফ্রিম্যান অল্পের জন্য আলভারেজকে অনসাইডে রেখেছিলেন। ফলস্বরূপ, রেফারি গোলের বাঁশি বাজান এবং মেক্সিকো ২-১ ব্যবধানে এগিয়ে যায়।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মেক্সিকোর খেলোয়াড়-সমর্থকরা বাঁধভাঙা আনন্দে ফেটে পড়ে। এই জয় তাদের আবারও উত্তর আমেরিকার সেরা হিসেবে প্রতিষ্ঠিত করল।
দুই বছর পরপর আয়োজিত কনকাকাফ গোল্ড কাপে এ নিয়ে মেক্সিকো দশবার শিরোপা জিতল। যুক্তরাষ্ট্র আছে সাত শিরোপা নিয়ে। এই দুই দেশের বাইরে শুধু কানাডাই একবার, ২০০০ সালে এই ট্রফির স্বাদ পেয়েছে। আগামী কনকাকাফ গোল্ড কাপ বসবে ২০২৭ সালে।
মেক্সিকোর এই জয় উত্তর আমেরিকান ফুটবলে তাদের অবিসংবাদিত আধিপত্যকেই নতুন করে প্রমাণ করল।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ