ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ বাংলাদেশী ইব্রাহিমের লাশ তিনদিন পর ফেরত দিল বিএসএফ বিষাক্ত মাশরুম খাইয়ে তিন আত্মীয়কে হত্যায় এরিন প্যাটারসন দোষী সাব্যস্ত মাস্কের ‘রাজনৈতিক দল’ গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প খারকিভে রুশ ড্রোন হামলায় বহুতল ভবন ও কিন্ডারগার্টেনে বিস্ফোরণ, আহত ২৭ ব্রাজিলে ব্রিকস নেতাদের বৈঠকে ট্রাম্পের অতিরিক্ত ১০% শুল্ক আরোপের হুমকি যুদ্ধবিরতির আভাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৮২ ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, অচল বন্দর-বিদ্যুৎকেন্দ্র টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, নিখোঁজ ৪১ ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা, বড় ধাক্কায় বায়ার্ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা ৩০ বছরের আধিপত্য ধরে রাখল অস্ট্রেলিয়া গোল্ড কাপের মুকুট ফিরল মেক্সিকোর ঘরে ইউরোপের বদলে নেপালের পথেই বাংলাদেশ, সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ লারার ৪০০ ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত আইসিসির মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার তিন তারকা গোল্ডেন বুটের দৌড়ে কে থাকবেন শীর্ষে, চমক দেখাতে পারেন হাকিমিও বাংলাদেশ সফরের আগে ইনজুরির ধাক্কায় পাকিস্তান দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন-নাহিদ মব বন্ধ না করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্ন মান্নার

ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা, বড় ধাক্কায় বায়ার্ন

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৯:১৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৯:১৩:২৭ অপরাহ্ন
ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা, বড় ধাক্কায় বায়ার্ন
ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পেয়ে অন্তত ছয় মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখ ও জার্মান জাতীয় দলের উদীয়মান তারকা জামাল মুসিয়ালা। মাত্র ২২ বছর বয়সেই ক্লাব ও জাতীয় দলের মধ্যমণি হয়ে ওঠা এই মিডফিল্ডারের হঠাৎ এমন দীর্ঘমেয়াদি ইনজুরি বায়ার্নের চলতি মৌসুম এবং জার্মান দলের পরিকল্পনায় বড় পরিবর্তনের আভাস দিচ্ছে।
ম্যাচ চলাকালে পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মার সঙ্গে সংঘর্ষে বাঁ পায়ের ফাইবুলা হাড় ভেঙে যায় মুসিয়ালার। সেই সঙ্গে গোড়ালিও মারাত্মকভাবে মুচকে যায়। সংঘর্ষের তীব্রতায় সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাকে, এবং শেষমেশ স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অস্বাভাবিক মুচকেই হাড় ভেঙে যাওয়ার মূল কারণ।
ইতিমধ্যেই জামাল মুসিয়ালা যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো থেকে জার্মানির মিউনিখে ফিরে গেছেন, যেখানে খুব শিগগিরই তার অস্ত্রোপচার সম্পন্ন হবে। বায়ার্ন মিউনিখের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল বলেন, জামালের ইনজুরি ও তার অনুপস্থিতি আমাদের জন্য বিশাল ধাক্কা। আমাদের খেলায় তার ভূমিকা অপরিসীম। এত অল্প সময়ের ব্যবধানে আবার এমন একটি বড় চোট মানবিক দিক থেকেও ভীষণ কষ্টকর। আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং অধীর আগ্রহে অপেক্ষা করব কবে সে মাঠে ফিরবে।
চিকিৎসকরা জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে মুসিয়ালার অন্তত ছয় মাস সময় লাগতে পারে। এর অর্থ ইউরোপিয়ান মৌসুমের বাকি অংশ এবং সম্ভাব্য আন্তর্জাতিক ম্যাচগুলোতে তাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে বায়ার্ন মিউনিখ ও জার্মান জাতীয় দলকে।
মাঠের ভেতর যেমন, মাঠের বাইরেও মুসিয়ালা ছিলেন দলের প্রেরণার উৎস। তার এই দীর্ঘ অনুপস্থিতি নিঃসন্দেহে বায়ার্ন মিউনিখের শিরোপা লড়াই এবং জার্মান দলের শক্তিমত্তার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ