ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ বাংলাদেশী ইব্রাহিমের লাশ তিনদিন পর ফেরত দিল বিএসএফ বিষাক্ত মাশরুম খাইয়ে তিন আত্মীয়কে হত্যায় এরিন প্যাটারসন দোষী সাব্যস্ত মাস্কের ‘রাজনৈতিক দল’ গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প খারকিভে রুশ ড্রোন হামলায় বহুতল ভবন ও কিন্ডারগার্টেনে বিস্ফোরণ, আহত ২৭ ব্রাজিলে ব্রিকস নেতাদের বৈঠকে ট্রাম্পের অতিরিক্ত ১০% শুল্ক আরোপের হুমকি যুদ্ধবিরতির আভাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৮২ ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, অচল বন্দর-বিদ্যুৎকেন্দ্র টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, নিখোঁজ ৪১ ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা, বড় ধাক্কায় বায়ার্ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা ৩০ বছরের আধিপত্য ধরে রাখল অস্ট্রেলিয়া গোল্ড কাপের মুকুট ফিরল মেক্সিকোর ঘরে ইউরোপের বদলে নেপালের পথেই বাংলাদেশ, সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ লারার ৪০০ ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত আইসিসির মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার তিন তারকা গোল্ডেন বুটের দৌড়ে কে থাকবেন শীর্ষে, চমক দেখাতে পারেন হাকিমিও বাংলাদেশ সফরের আগে ইনজুরির ধাক্কায় পাকিস্তান দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন-নাহিদ মব বন্ধ না করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্ন মান্নার

টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, নিখোঁজ ৪১

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৯:১৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৯:১৫:২৭ অপরাহ্ন
টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, নিখোঁজ ৪১
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে। প্রাণঘাতী এই প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, নিখোঁজ রয়েছেন আরও ৪১ জন। টানা তিনদিনের টানা বর্ষণ, নদীর পানি বৃদ্ধি এবং হঠাৎ সৃষ্ট ভয়াবহ প্লাবন টেক্সাসের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় উদ্ধার অভিযানের জন্ম দিয়েছে। এখনও চলছে তীব্র উদ্ধারকাজ।
স্থানীয় সময় গত শুক্রবার প্রবল বর্ষণের কারণে স্যান অ্যান্টোনিও শহরের গুয়াদালুপ নদীর পানি প্রায় নয় মিটার বা ২৯ ফুট বেড়ে যায়। নদীর আশপাশের এলাকা হঠাৎ তলিয়ে যায়। বিশেষ করে নদীর তীরে অবস্থিত ক্যাম্প মিস্টিক নামের একটি খ্রিষ্টান গ্রীষ্মকালীন শিবিরে বিপর্যয় নেমে আসে। সেখানে অবস্থান করছিল ৭৫০ শিশু। কার কাউন্টির শেরিফ ল্যারি লেইথা আলজাজিরাকে জানিয়েছেন, সেখানে মৃতদের মধ্যে ২৮ জনই শিশু। বন্যার পানি সরে যেতে শুরু করলে গত শনিবার ওই এলাকা থেকে প্রায় ৮৫০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
শেরিফ লেইথা আরও জানান, কার কাউন্টিতেই ৬৮ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া ট্রাভিস কাউন্টিতে ৬ জন, বার্নেট কাউন্টিতে ৩ জন, কেনডাল কাউন্টিতে ২ জন, উইলিয়ামসন কাউন্টিতে ২ জন এবং টম গ্রিন কাউন্টিতে একজনের মৃত্যু হয়েছে। এখনও ক্যাম্প মিস্টিক থেকে ১০ জন শিশু এবং একজন কাউন্সিলর নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া ১৮ জন যুবক ও ১০ শিশুর পরিচয় এখনো জানা যায়নি।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট গত রোববার জানিয়েছেন, নিখোঁজ প্রত্যেককে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। তিনি সতর্ক করেছেন, আরও কয়েক দফা ভারী বৃষ্টিপাত হতে পারে, যা নতুন করে বন্যার ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া ধ্বংসাবশেষ, কাদা এবং বিষধর সাপ উদ্ধারকর্মীদের কাজকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
কার কাউন্টির কাছের শহর কারভিলের নগর ব্যবস্থাপক ডাল্টন রাইস আলজাজিরাকে জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় এক হাজারেরও বেশি উদ্ধারকর্মী মাঠে আছেন। উদ্ধারকাজে হেলিকপ্টার, ড্রোন এমনকি মার্কিন কোস্টগার্ডের সহযোগিতা নেওয়া হচ্ছে। অনেক মানুষকে গাছের উপর থেকে উদ্ধার করতে হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার শোক প্রকাশ করে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার রাজ্য ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। তিনি বলেছেন, “এটি ভয়াবহ একটি ঘটনা। টেক্সাসের মানুষের জন্য আমাদের প্রার্থনা রইল।” তিনি আগামী শুক্রবার টেক্সাস সফরের সম্ভাবনার কথাও জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ভয়াবহ স্রোতের তোড়ে ঘরবাড়ি, গাছপালা উপড়ে গেছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে কার এলাকায় ১২ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে, যা সেই অঞ্চলের বার্ষিক বৃষ্টিপাতের প্রায় তিন ভাগের এক ভাগ।
টানা এই দুর্যোগের মধ্যে প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে, তবে প্রাকৃতিক প্রতিকূলতা এবং নিখোঁজদের সংখ্যা উদ্ধারকর্মীদের চরম চাপে ফেলেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ