ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ বাংলাদেশী ইব্রাহিমের লাশ তিনদিন পর ফেরত দিল বিএসএফ বিষাক্ত মাশরুম খাইয়ে তিন আত্মীয়কে হত্যায় এরিন প্যাটারসন দোষী সাব্যস্ত মাস্কের ‘রাজনৈতিক দল’ গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প খারকিভে রুশ ড্রোন হামলায় বহুতল ভবন ও কিন্ডারগার্টেনে বিস্ফোরণ, আহত ২৭ ব্রাজিলে ব্রিকস নেতাদের বৈঠকে ট্রাম্পের অতিরিক্ত ১০% শুল্ক আরোপের হুমকি যুদ্ধবিরতির আভাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৮২ ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, অচল বন্দর-বিদ্যুৎকেন্দ্র টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, নিখোঁজ ৪১ ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা, বড় ধাক্কায় বায়ার্ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা ৩০ বছরের আধিপত্য ধরে রাখল অস্ট্রেলিয়া গোল্ড কাপের মুকুট ফিরল মেক্সিকোর ঘরে ইউরোপের বদলে নেপালের পথেই বাংলাদেশ, সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ লারার ৪০০ ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত আইসিসির মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার তিন তারকা গোল্ডেন বুটের দৌড়ে কে থাকবেন শীর্ষে, চমক দেখাতে পারেন হাকিমিও বাংলাদেশ সফরের আগে ইনজুরির ধাক্কায় পাকিস্তান দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন-নাহিদ মব বন্ধ না করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্ন মান্নার

খারকিভে রুশ ড্রোন হামলায় বহুতল ভবন ও কিন্ডারগার্টেনে বিস্ফোরণ, আহত ২৭

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৯:১৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৯:১৭:১৭ অপরাহ্ন
খারকিভে রুশ ড্রোন হামলায় বহুতল ভবন ও কিন্ডারগার্টেনে বিস্ফোরণ, আহত ২৭
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে আবারও প্রাণঘাতী ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল সোমবার ভোররাতে শহরের বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে খারকিভ। হামলায় বহুতল ভবন, একটি কিন্ডারগার্টেন ও বেসরকারি স্থাপনায় আগুন ধরে যায়। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে তিন শিশু। খবর রয়টার্স, বিবিসি এবং ইউক্রেনের স্টেট এমারজেন্সি সার্ভিস।
খারকিভ সিটির মেয়র ইহোর তেরেখোভ জানান, ভোর আনুমানিক ০৫টা ৩০ মিনিটে (কিয়েভ সময়) শহরে রাশিয়ার চালানো হামলায় শাহেদ ধাঁচের ড্রোন ব্যবহার করা হয়। প্রথমে শহরের শেভচেঙ্কিভস্কি জেলায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। পরে স্লোবিদস্কি জেলায় আরও দুটি বিস্ফোরণ ঘটে।
শেভচেঙ্কিভস্কি জেলায় একটি নয়তলা ভবনের অষ্টম তলায় বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। আগুন ৭০ বর্গমিটার এলাকা জুড়ে ছড়িয়েছিল বলে জানিয়েছে ইউক্রেনের স্টেট এমারজেন্সি সার্ভিস। অন্যদিকে, স্লোবিদস্কি জেলায় একটি কিন্ডারগার্টেন ও একটি শপিং সেন্টারে আগুন লাগে। সেখানে একটি গাড়ি ও একটি গুদামঘরও পুড়ে যায়।
হামলার পর জরুরি উদ্ধারকাজে অংশ নেয় দমকল, বিস্ফোরক নিষ্ক্রিয়কারী এবং মানসিক সহায়তা প্রদানকারী দল। এখন পর্যন্ত অন্তত ২৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খারকিভ সিটি কাউন্সিল জানিয়েছে।
আঘাতপ্রাপ্ত ভবনগুলোতে ১,০৫৫টি জানালা ও ৯৯টি বারান্দার কাচ ভেঙে গেছে। দুইটি ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তায় বৈদ্যুতিক বাতির তার ছিঁড়ে যায়, যা পরবর্তীতে মেরামত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসন এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চালিয়ে যাচ্ছে।
আহতদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন, যার মধ্যে একজন শিশু। তাদের অবস্থা মাঝারি মাত্রার, চিকিৎসকরা প্রয়োজনীয় সব চিকিৎসা দিচ্ছেন।
গত রোববার বিকেলে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের সুমি অঞ্চলেও রুশ বাহিনীর হামলায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্টেট এমারজেন্সি সার্ভিস। হামলায় ২০টির মতো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিয়েভেও ওই রাতেই ড্রোন হামলা চালানো হয়। শহরের ১০টি জেলার মধ্যে তিনটিতে ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিটস্কো। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রয়টার্স-এর বরাত দিয়ে জানানো হয়েছে, রাশিয়া এবং ইউক্রেন উভয়ই দাবি করে তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা করে না। তবে বাস্তবতায় কয়েক হাজার ইউক্রেনীয় বেসামরিক নাগরিক রুশ হামলায় নিহত হয়েছেন, যার সংখ্যা যুদ্ধের শুরুর পর থেকে ক্রমেই বাড়ছে।
বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার হামলার মাত্রা ও লক্ষ্যবস্তুর পরিধি বাড়ছে। কিন্ডারগার্টেন, আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ নাগরিক স্থাপনায় হামলার ঘটনা সেই বাস্তবতাকেই তুলে ধরে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ