ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই বিল গেটস পাকিস্তানে ভারি বর্ষণ ও বন্যায় ১৯ জনের মৃত্যু শিশুদের ম্যালেরিয়া চিকিৎসায় প্রথমবারের মতো ওষুধের অনুমোদন নেপাল-চীন সীমান্তে বন্যায় নিখোঁজ অন্তত ২৯ নাইজেরিয়ায় অতর্কিত হামলায় নিহত অন্তত ৪০ মানবতার গল্প নিয়ে পর্দায় আসছে ‘সুপারম্যান’ ইসলাম ধর্ম গ্রহণ করলেন নীল ছবির তারকা যে কারণে রাশমিকার সঙ্গে জুটি বাঁধতে বিজয়ের আপত্তি পোশাকের কারণে সমালোচনার মুখে নেহা কক্কর প্রকাশ পেলো ‘কান্তারা: চ্যাপ্টার ১’ এর প্রথম ঝলক নতুন সিনেমা নিয়ে আসছেন জয়া আহসান ফরিদা পারভীনের সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানা গেলো অবশেষে বড়ো পর্দায় ফিরছেন মিম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে আনার পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা ৭৫ জন জুলাইযোদ্ধার বিদেশে চিকিৎসা খরচ ৭৮ কোটি ৫২ লাখ টাকা কাকরাইলে পুলিশের বাধার পর শহীদ মিনারে বিডিআর সদস্যরা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ চুন্নু আউট, জাপার নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ১৫ শতাংশ ভোট পেতে পারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আ’লীগ : সানেমের জরিপ ঝিনাইদহে পুলিশ হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

জুলুমের প্রতিবাদ করায় যাত্রী ফারুক এর উপর বাস স্টাফদের হামলা

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০১:০১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০১:০১:২৮ অপরাহ্ন
জুলুমের প্রতিবাদ করায় যাত্রী ফারুক এর উপর বাস স্টাফদের হামলা
নুরুজ্জামান শেখ, শরীয়তপুর শরীয়তপুর সুপার সার্ভিস বাস স্টপদের বৃদ্ধ যাত্রীর উপর জুলুম অত্যাচারের প্রতিবাদ করায় ওই একই বাস যাত্রী ফারুক তালুকদার(২৮) এর উপর ওই বাসের স্টাফসহ অজ্ঞাত দুই থেকে তিনজন সন্ত্রাসী হামলা করে। গত শুক্রবার শরীযতপুর নতুন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। আহত ফারুক তালুকদার(২৮) গণমাধ্যমকে বলেন, আমি গত ৪ জুলাই ২০২৫ সকাল সাতটার সময় ঢাকা কদমতলী বাস স্ট্যান্ড থেকে বাড়িতে আসার উদ্দেশ্যে শরীয়তপুর সুপার সার্ভিস যাহার রেজিঃ নং ৯২৪৮ টিকিট কেটে উঠে বসি। সময়মত বাস ছাড়তে দেরি করায় ওই বাসের এক বৃদ্ধ যাত্রীর সাথে ওই বাসস্টাফদের কথার কাটাকাটি হয়। ঢাকা কদমতলী থেকে শরীয়তপুর সুপার সার্ভিস শরীয়তপুর নতুন বাস স্ট্যান্ডে আসলে ওই বাসের চালকের হুকুমে হেল্পার কন্টাকটার সহ অজ্ঞাত আরো দুই থেকে তিনজন বাস যাত্রী বৃদ্ধকে মারধর করে। তখন তাদের হাত থেকে বৃদ্ধ লোককে ছাড়াতে গেলে চালকসহ ক›্ডাকটর হেলপার অজ্ঞাত আর দুই থেকে তিনজন আমার উপর অতর্কিত সন্ত্রাসী হামলা করে। ওই বাসের চালক লোহার রড দিয়ে আমার মাথায় আঘাত করে এবং তার সাথে থাকা বাস স্টপরা দেশীয় লাঠি সোটা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা করে এবং রক্তাক্ত নীলা-ফুলা জখম করে।আমার প্যান্টের বাম পকেটে রাখা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। বাসস্টাফদের মারপিটের কারণে অচেতন হয়ে পড়িলে আমাকে কে বা কাহারা শরীয়তপুর সদর হাসপাতালে জরুরী বিভাগে রেখে পালিয়ে যায়।আমার যখন জ্ঞান ফিরে তখন দেখি শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি। আমি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছি। পালং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ফারুক তালুকদারকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে ফারুকের বাবা মনির হোসেন তালুকদার বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য