ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে ৩০০ শিক্ষক ও গবেষককে সম্মাননা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার পরামর্শ এফবিসিসিআইয়ের দাম কমিয়েও ক্রেতা মিলছে না সিমেন্টের চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত-মির্জা ফখরুল যুদ্ধের দোরগোড়ায় পাকিস্তান-ভারত প্রস্তুতি থাকতে হবে যুদ্ধের রাজনৈতিক বিতর্ক ও আর্থিক সংশ্লেষ নেই এমন সংস্কার সুপারিশ ইসির রাজধানীতে পর পর তিনদিনে ৪ সমাবেশ আজ মহান মে দিবস রণতরী থেকে সমুদ্রে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের ৮১০ কোটির বিমান পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা-কল্পনা দাম আড়াই হাজার কোটির বেশি ইয়েমেনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সামরিক অভিযানের সবুজ সংকেত মোদির

বিএনপির আমলে রক্তপাত ছাড়া কোনো নির্বাচন হয়নি : কাদের

  • আপলোড সময় : ২২-০৫-২০২৪ ০৪:১৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৪ ০৪:১৯:৫৩ অপরাহ্ন
বিএনপির আমলে রক্তপাত ছাড়া কোনো নির্বাচন হয়নি : কাদের ওবায়দুল কাদের
রক্তপাত ছাড়া বিএনপির আমলে এদেশে কোনো নির্বাচন হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরিবহন ও সেতু মন্ত্রী  ওবায়দুল কাদেরতবে আওয়ামী লীগের আমলে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রাণহানি ঘটছে না বলে জানান তিনিগতকাল মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেনওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার উপস্থিতি ৩০ শতাংশের বেশিআগামীকাল প্রকৃত টার্ন আউটের বিষয়টি আমরা সঠিকভাবে জানতে পারবোএখানে একটা বিষয় হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে আমাদের প্রতিবেশি দেশ ভারতের পশ্চিমবঙ্গ এবং আমাদের বাংলাদেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন হয় নাএখানে কিছু সংঘাত-বিরোধ হয়পশ্চিমবঙ্গে তো প্রাণহানি ঘটেছে পঞ্চায়েত নির্বাচনেওআমাদের এখানে ৭ জানুয়ারি নির্বাচনও ক্যাজুয়ালিটি মুক্ততিনি বলেন, আজ ভোটাররা কেন্দ্রে আসেনি, একথা বলেন! এটা তো একটা স্থানীয় সরকার নির্বাচনজাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৪২ শতাংশের বেশিআপনারা যে নির্বাচন করেছেন ১৫ ফেব্রুয়ারি নির্বাচন, বিবিসি বলেছিল ৫ শতাংশ মাত্র টার্ন আউটতখন সরকারিভাবে নির্বাচন কমিশন ২১ শতাংশ বলেছিলআপনাদের জাতীয় নির্বাচনে উপস্থিতি ছিল ২১ শতাংশ, সেখানে স্থানীয় সরকার নির্বাচনে ৩০ শতাংশ কম কীসে? আমি এটাকে ভালো বলবো নাতিনি আরও বলেন, রক্তপাত ছাড়া বিএনপির আমলে এদেশে কোনো স্থানীয় সরকার নির্বাচন হয়নিবিএনপি ভোট নিয়ে মিথ্যাচার করছেআমাদের দেশে এক শ্রেণির বুদ্ধিজীবী আছে, টিআইবি আছে, তাদের মিথ্যাচার আছেমানুষের আগ্রহ নষ্ট করতে তারা নির্বাচন সম্পর্কে অপপ্রচার করেছেউপস্থিতি যেটাই হয়েছে, আমি ভালো বলবো না, তবে মোটামুটি সন্তোষজনক
ওবায়দুল কাদের বলেন, আজকে বিদ্যমান পরিস্থিতিতে টার্ন আউট নিয়ে খুব বেশি কথা বলার প্রয়োজন নেইদুইটা পর্যায়ের নির্বাচন হয়েছেএ নির্বাচন নিয়ে মারপিট-সংঘর্ষ হবে, শেষ পর্যন্ত কী হলো? শেষ পর্যন্ত কোনো ক্যাজুয়ালিটি নেইপ্রথম পর্যায়েও নেই, এ পর্যায়েও নেইইলেকশন শান্তিপূর্ণ হয়েছেএক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের কাজ সঠিকভাবে করতে পেরেছে বলে মনে করেন তিনিসাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা ভিসানীতির প্রয়োগ নয়, এপ্রোপ্রিয়েশন আইনের প্রয়োগ হয়েছে বলে জানান ওবায়দুল কাদেরতিনি বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলেছে, বাংলাদেশের মিশনকে জেনারেল আজিজের বিষয়ে অবহিত করা হয়েছেজেনারেল আজিজের বিষয়ে যে ব্যবস্থা নেয়া হয়েছে সেটা ভিসানীতির প্রয়োগ নয়, এটি এপ্রোপ্রিয়েশন আইনের প্রয়োগসেখানে এপ্রোপ্রিয়েশন একটা আইন আছে, সেটা প্রয়োগ করা হয়েছে
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, বি এম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স