নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটেয়াও রাজ্যে সশস্ত্র গ্যাংয়ের অতর্কিত হামলায় গ্রামের স্বেচ্ছাসেবী আত্মরক্ষা দলের অন্তত ৪০ জন নিহত হয়েছেন। রেড ক্রস ও স্থানীয় বাসিন্দারা গতকাল মঙ্গলবার এএফপিকে এ তথ্য জানিয়েছে। বছরের পর বছর ধরে ভারী সশস্ত্র দলগুলো নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলীয় গ্রামীণ এলাকায় আক্রমণ তীব্র করে তুলেছে, যেখানে প্রশাসনের উপস্থিতি কম। তারা হাজার হাজার মানুষকে হত্যা ও মুক্তিপণের জন্য অপহরণ করছে। প্লাটেয়াও রাজ্যের রেড ক্রস সচিব নুরুদ্দিন হুসাইন মাগাজি বলেন, কুকাওয়া গ্রামে রবিবার শতাধিক পাহারাদার অতর্কিত হামলার শিকার হয়। এতে ৩০ জন নিহত হয়। নিকটবর্তী বুনিয়ান নালুম গ্রামে সংঘর্ষে ১০ জন পাহারাদার নিহত হওয়ার পর তারা যখন পুনরায় সংগঠিত হচ্ছিল, তখন এই হামলাটি ঘটে বলে জানিয়েছেন স্থানীয় একজন বাসিন্দা। মাগাজি আরো বলেন, ‘মাঠ পর্যায়ের কর্মীদের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, অনির্দিষ্টসংখ্যক আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। অন্তত ৩০টি মৃতদেহ এখন স্থানীয় হাসপাতালে পড়ে আছে।’ এ সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ ছাড়া স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা রাতের বেলায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতের সংখ্যা নির্দিষ্ট ভাবে জানায়নি তারা। সাম্প্রতিক বছরগুলোতে রাজ্যটি কৃষক ও রাখালদের মধ্যে ভূমি ও প্রাকৃতিক সম্পদ ঘিরে সহিংস সংঘর্ষের কেন্দ্র হয়ে উঠেছে। তবে স্থানীয় কর্মকর্তারা রবিবারের হামলার জন্য দায়ী করেছেন তথাকথিত দস্যুদের, যাদের নাইজেরিয়ায় সাধারণত অপরাধী সশস্ত্র গোষ্ঠী হিসেবে উল্লেখ করা হয়। সূত্র : এএফপি
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

নাইজেরিয়ায় অতর্কিত হামলায় নিহত অন্তত ৪০
- আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৮:১২:১৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৮:১২:১৬ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ