ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে পাহাড়ে বেড়াতে গিয়ে দুই তরুণের মৃত্যু তরুণরা আর কোনো আধিপত্য মেনে নেবে না : নাহিদ শ্রীপুরে ফিল্মি স্টাইলে এক স্কুলছাত্রকে অপহরণ পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীনের মুখে পাবনার নাজিরগঞ্জ ফেরিঘাট টানা বৃষ্টিতে রাজধানী জুড়ে জলাবদ্ধতা অবশেষে মামলা নিয়ে মুখ খুললেন যশ দয়াল ফাঁস হলো আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি! ফ্লুমিনেন্সকে কাঁদিয়ে ফাইনালে চেলসি ইনজুরিতে টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা টিভি স্বত্ব বিক্রি করতে পারছে না বিসিবি টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় আজ মাঠে নামবে টাইগাররা বৈষম্য নিরসনে ৮ দফা বড়ুয়া জনগোষ্ঠীর অব্যাহতি বেআইনি চুন্নু এখনো মহাসচিব-আনিসুল নওগাঁর পোরশায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইউপি মেম্বার মৃত্যু ৬ দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ কয়েকটি সংশোধনী অবৈধ ঘোষণার রায় প্রকাশ রাজধানীতে মহা-শোডাউনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপোতে সংঘবদ্ধ সিন্ডিকেট ১১৯ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
চাষীরা অপেক্ষায়

কুড়িয়ানার পেয়ারার ভরা মৌসুম আসেনি

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ১০:৫০:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ১০:৫০:৫৬ পূর্বাহ্ন
কুড়িয়ানার পেয়ারার ভরা মৌসুম আসেনি
এম.ইসলাম জাহিদ স্বরূপকাঠি পিরোজপুরের জেলার স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা এখনো সেভাবে শুরু হয়নি পেয়ারার পূর্ণ মৌসুম। ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাটে গিয়ে দেখা যায়, চাষীরা সামান্য কিছু পরিপক্ক পেয়ারা নিয়ে এসেছেন বিক্রির জন্য। হাটের চেনা সেই চিত্র এখনও অনুপস্থিত। নেই সেই জেল্লা, নেই সেই ভিড়। কুড়িয়ানার পেয়ারা চাষী উত্তম বিশ্বাস বলেন গত বছরের চেয়ে এবারের ফলন বেশি হয়েছে তবে পেয়ারা দ্রুত পচনশীল হওয়ায় এবং যথাসময় বিক্রি করতে না পারায় পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে দিনকে দিন পেয়ারার চাষ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন পেয়ারা চাষীরা। গেল বছর ৬৫৭হেক্টর জমিতে পেয়ারা চাষ হলে ও এ বছর কমে ৬০০ হেক্টরে এসে দাঁড়িয়েছে পেয়ারা চাষ। হেক্টর প্রতি ৯.৫ /১০.০ টন পেয়ারা উৎপাদন হয় বলে জানিয়েছেন স্বরূপকাঠি উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান। স্বরূপকাঠির আদমকাঠি ঝালকাঠির ভিমরুলি ঘুরে দেখা গিয়েছে কিছু কিছু নতুন বাগানের ফল আসতে শুরু করেছে। বিগত দিনের থেকে দামও মোটামুটি ভালো পেয়ারা চাষী জয় গোবিন্দ সিকদার জানান, বাগানে কিছু আগাম ফলন এলেও অধিকাংশ গাছে এখনো পেয়ারা পরিপক্ক হয়নি। নতুন চারা গাছে অল্প কিছু ফলন দেখা গেলেও প্রাপ্তবয়স্ক গাছে পরিপক্ক ফল আসতে আরও ১৫ থেকে ২০ দিন সময় লাগবে। আগামী দুই থেকে তিন মাস ধরে চলবে মূল সংগ্রহ ও বিক্রয় উৎসব। তখন পুরো জনপদ সরগরম হয়ে উঠবে পেয়ারা হাট এবং পর্যটকদের পদচারণায় মুখরিত হবে এ জনপদ। বাগান ঘুরে দেখা গেছে, গাছে গাছে ধরে আছে কাঁচা পেয়ারা। কোথাও কোথাও গাছের পাতার আড়ালে অল্প কিছু পাকা ফল চোখে পড়লেও তা পর্যাপ্ত নয় বাণিজ্যিক বিক্রির জন্য। ক্রেতারা অনেকেই এসেছেন হাটে আগেভাগেই, তবে হতাশ হয়েই ফিরে যাচ্ছেন তারা। তবে ১৫-২০ দিনের মধ্যে গাছে ভালো ফলন দেখা যাবে। তখন প্রতিদিনই জমবে হাট। চাষীদের আশা, সময়মতো অনুকূল আবহাওয়া থাকলে এ বছরও বাম্পার ফলন হবে এবং পেয়ারা বিক্রি করে ঘুরে দাঁড়াতে পারবেন তারা। পাশাপাশি, পর্যটকদের পদচারণা এবং ভাসমান হাটের প্রাণচাঞ্চল্য পেয়ারা শিল্পকে করবে আরও উৎসাহিত। অপেক্ষার পালা আর বেশি দীর্ঘ নয়। খুব শিগগিরই নদীমাতৃক এই জনপদে শুরু হবে পেয়ারার মহোৎসব। পেয়ারা হাটে ভিড় জমাবে ক্রেতা, পর্যটক ও ব্যবসায়ী। আর তখনই প্রাণ ফিরে পাবে পিরোজপুরের এই ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক অর্থনীতি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য