
রাঙামাটিতে টানা বৃষ্টি বাড়ছে পাহাড় ধসের শঙ্কা
- আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৬:৪১:৩১ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৬:৪১:৩১ অপরাহ্ন


সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় এবং মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের অন্যান্য স্থানের মতো পার্বত্য জেলা রাঙামাটিতে গত দু’দিন ধরে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টি হওয়ায় পাহাড়ি এ জেলায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে জেলার কোথাও কোনো পাহাড় ধসের ঘটনা না ঘটলেও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতরা আতঙ্কে দিন পার করছে। দেশের আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে চট্টগ্রামসহ দেশের তৎসংশ্লিষ্ট জেলায় ভারী, অতিভারী বৃষ্টি হতে পারে। এই অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে, জেলায় পাঁচ হাজার পরিবারের প্রায় ২০ হাজার মানুষ পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছেন। শুধু শহরে ৩১টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, জেলা প্রশাসন যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে। আমাদের রেসপন্স টিম তৈরি আছে। যেখানে প্রয়োজন ব্যবহার করা হবে। উল্লেখ্য, পাহাড় ধসে ২০১৭ সালে দুই সেনা কর্মকর্তা ও পাঁচ সেনাসদস্যসহ ১২০ জন, বেসরকারি হিসেব মতে আরও বেশি এবং ২০১৮ সালে ১১জনের মৃত্যু হয়েছিলো। রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি শালবাগান অংশে ১০০ মিটার রাস্তা সম্পূর্ণ ধসে গিয়ে দীর্ঘ ৯দিন সারাদেশের সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ