ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ধর্ষণ-গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে, কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা-এমএসএফ খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা দেশজুড়ে রোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ সভ্যতার ইতিহাস আর সৌন্দর্যে মোড়া বিশ্বের সেরা ৭ দুর্গ ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিলে আলোচনায় বসবে ইরান পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা নতুন মোড় নিলো দিয়েগো জোতার মৃত্যু নেইমারের গোলে ফেরোভিয়ারিয়ার বিপক্ষে জয় পেলো সান্তোস শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোল বন্যা তোমার অবশ্যই সেই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল : লারা রুটের ব্যাটে ভর করে লড়ছে ইংল্যান্ড ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখালেন ক্যাম্ফার বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা শ্বাসরুদ্ধকর ম্যাচে গায়ানার সাথে জয় পেলো রংপুর ১১৫ প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে নেই শাপলা বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা

অবশেষে মামলা নিয়ে মুখ খুললেন যশ দয়াল

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৮:১৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৮:১৬:৩৩ অপরাহ্ন
অবশেষে মামলা নিয়ে মুখ খুললেন যশ দয়াল
কদিন আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার যশ দয়ালের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগে মামলা দায়ের করেছিলেন এক নারী। এতদিন এ বিষয়ে কিছু না বললেও অবশেষে মুখ খুলেছেন ভারতীয় গতিতারকা। সর্বশেষ আইপিএল আসরে বিরাট কোহলিদের সঙ্গে শিরোপা জেতা এই পেসারও ওই নারীর বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ করেছেন। মহারাষ্ট্রের খুলদাবাদ থানায় করা মামলার অভিযোগপত্রে ২৭ বছর বয়সী বাঁহাতি পেসার দাবি করেছেন, ওই নারী তার একটি আইফোন ও ল্যাপটপ চুরি করেছেন। পুলিশকে যশ দয়াল জানান, ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং সেখান থেকেই যোগাযোগ শুরু। ওই নারী চিকিৎসার অজুহাতে তার এবং তার পরিবারের জন্য লাখ লাখ রুপি ধার নিয়েছেন। ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা আজ পর্যন্ত পরিশোধ করেননি। বেঙ্গালুরু পেসার আরও দাবি করেন, কেনাকাটার জন্যও বারবার তার কাছ থেকে অর্থ নিয়েছেন ওই নারী। এই সব দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ আছে বলেও জানান দয়াল। এর আগে ওই নারী গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায় দয়ালের বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন ও প্রতারণার মামলা করেন বলে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। জানা গেছে, গেল ২১ জুন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আইজিআরএস (ইন্টিগ্রেটেড গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেম) এর মাধ্যমে অভিযোগ জানান ওই নারী। অভিযোগে তিনি দাবি করেন, যশ দয়ালের সঙ্গে তার পাঁচ বছরের সম্পর্ক ছিল। এই সময় দয়াল তাকে শারীরিকভাবে শোষণ করেছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য