ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ধর্ষণ-গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে, কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা-এমএসএফ খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা দেশজুড়ে রোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ সভ্যতার ইতিহাস আর সৌন্দর্যে মোড়া বিশ্বের সেরা ৭ দুর্গ ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিলে আলোচনায় বসবে ইরান পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা নতুন মোড় নিলো দিয়েগো জোতার মৃত্যু নেইমারের গোলে ফেরোভিয়ারিয়ার বিপক্ষে জয় পেলো সান্তোস শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোল বন্যা তোমার অবশ্যই সেই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল : লারা রুটের ব্যাটে ভর করে লড়ছে ইংল্যান্ড ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখালেন ক্যাম্ফার বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা শ্বাসরুদ্ধকর ম্যাচে গায়ানার সাথে জয় পেলো রংপুর ১১৫ প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে নেই শাপলা বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা

ছেলেকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে দুই বাসের চাপায় প্রাণ গেলো বাবার

  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৪:৩২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৪:৩২:২৯ অপরাহ্ন
ছেলেকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে দুই বাসের চাপায় প্রাণ গেলো বাবার
রাজধানীর বকশীবাজারে দুই বাসের মাঝে চাপা পড়ে মো. জহুরুল হক সেলিম (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে বকশীবাজার মোড় ও বুয়েটের মাঝামাঝি সড়কে এ দুর্ঘটনা ঘটে। সে সময় ক্যানসার আক্রান্ত ছেলেকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন জহুরুল হক। দুর্ঘটনার পর স্থানীয়রা বাস ও চালককে আটক করে থানায় সোপর্দ করেছেন বলে জানা গেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। জহুরুল হক পাবনার ঈশ্বরদী থানার বাবুপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। দুই সন্তানের জনক ছিলেন তিনি। পরিবার নিয়ে বকশীবাজারে ভাড়া বাসায় থাকতেন। তার বড় ছেলে জুবায়ের (১৩) ৮-৯ মাস ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতের শ্যালিকা সিনথিয়া বেগম জানান, রাতে ইশার নামাজ শেষে মাদ্রাসা শিক্ষা বোর্ড মসজিদ থেকে বের হয়ে জহুরুল তার অসুস্থ ছেলেকে দেখতে ঢামেক হাসপাতালে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় মৌমিতা পরিবহনের দুই বাসের মাঝে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন এবং তার ডান হাত ভেঙে যায়। তিনি বলেন, স্থানীয়রা জহুরুল হককে উদ্ধার করে রাতেই ঢামেক হাসপাতালে নেন। প্রাথমিক চিকিৎসা ও হাত প্লাস্টার করে চিকিৎসক বাসায় নেওয়ার পরামর্শ দেন। তবে বাসায় ফেরার পথে অবস্থার অবনতি হলে আবার তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সে সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সিনথিয়া বেগম আরও বলেন, জহুরুল হক আগে গ্রামের বাড়িতে মুদি দোকান চালাতেন। ছেলের চিকিৎসার খরচে ব্যবসা বন্ধ হয়ে যায় এবং পরিবার চরম আর্থিক সংকটে পড়ে। মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স